For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'অক্সিজেনের জন্য কেউ মারা যাননি', ছত্তিসগড়ের স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যে বিড়ম্বনায় কংগ্রেস

'অক্সিজেনের জন্য কেউ মারা যাননি', ছত্তিসগড়ের স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যে বিড়ম্বনায় কংগ্রেস

  • |
Google Oneindia Bengali News

সম্প্রতি লোকসভার বাদল অধিবেশন চলাকালীন একাধিক ইস্যুতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন কংগ্রেস নেতারা৷ তবে সেই ঘটনার পরে ছত্তিসগড়ের স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যে বেজায় বিড়ম্বনায় জাতীয় কংগ্রেস।

কেন বিড়ম্বনায় কংগ্রেস?

কেন বিড়ম্বনায় কংগ্রেস?

ছত্তিশগড়ের স্বাস্থ্যমন্ত্রী টিএস সিং দেও দাবি করলেন, তাঁর রাজ্যে অক্সিজেনের অভাবে কোনও রোগী মারা যাননি৷ কিন্তু রাজ্যসভায় কেন্দ্রীয় সরকারের ঠিক এই বক্তব্যের বিরোধিতা করেছিলেন কংগ্রেস নেতারাই। সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, 'রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির পাঠানো রিপোর্ট অনুযায়ী দেশে অক্সিজেনের অভাবে কোনও রোগীই মারা যায়নি।' এরপরই কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলের হইহুল্লোড়ে উত্তপ্ত হয়ে উঠেছিল সভাকক্ষ৷

রাজ্যসভায় মোদী সরকারের বিরুদ্ধে ঠিক এর উল্টো কথা বলেছে কংগ্রেস

রাজ্যসভায় মোদী সরকারের বিরুদ্ধে ঠিক এর উল্টো কথা বলেছে কংগ্রেস

কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রাজ্যসভায় মিথ্যা তথ্য পেশ করার অভিযোগ এনেছে কংগ্রেস৷ রাজ্যসভায় কংগ্রেসের অন্যতম সদস্য কেসি ভেনুগোপালও জানিয়েছেন, তিনি সরকারের বিরুদ্ধে প্রিভিলেজ নোটিস পেশ করবেন৷

কী বলেছেন ছত্তিসগড়ের স্বাস্থ্যমন্ত্রী?

কী বলেছেন ছত্তিসগড়ের স্বাস্থ্যমন্ত্রী?

এদিকে সংবাদসংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে টিএস সিং দেও বলেন, 'এই কথা সত্যি যে, ছত্তিসগড়ে কোনও রোগী অক্সিজেনের অভাবে মারা যাননি। আমাদের রাজ্যে অক্সিজেনের কোনও অভাব নেই। নিশ্চয়ই কোথাও ভুল বোঝাবুঝি হচ্ছে৷ দিল্লির কিছু হাসপাতাল ও অন্যান্য রাজ্যে অক্সিজেনের অভাবে মৃত্যুর খবর শুনেছি আমরা। তবে, সেই মৃত্যুকে কীভাবে উপস্থাপন করা হবে, তা সম্পূর্ণই সেখানকার সরকারের সিদ্ধান্ত।'

টিএস সিং আরও বলেন

টিএস সিং আরও বলেন

একটু থেমেই স্বাস্থ্যমন্ত্রী সিং আরও যোগ করেন, ' কেন্দ্রীয় সরকার অন্তত এটা তো স্বীকার করেছে যে স্বাস্থ্য সম্পূর্ণ রাজ্যের অভ্যন্তরীণ বিষয়৷ নাহলে সমস্ত ভালো কাজের কৃতিত্ব ওঁরা নিয়ে খারাপ দিকের দায় আমাদের ওপর চাপিয়ে দেন৷'

English summary
'No one died for oxygen', Congress embarrassed over Chhattisgarh health minister's remarks
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X