For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপি-জোটকে হারিয়ে কংগ্রেস-ডিএমকের ফেরা সময়ের অপেক্ষা! পালাবদলের আভাস তামিলনাড়ুতে

নির্বাচন কমিশন ভোটের নির্ঘণ্ট প্রকাশের পরদিনই সি-ভোটার সমনে আনল জনমত সমীক্ষায় পূর্বাভাস।

  • |
Google Oneindia Bengali News

নির্বাচন কমিশন ভোটের নির্ঘণ্ট প্রকাশের পরদিনই সি-ভোটার সমনে আনল জনমত সমীক্ষায় পূর্বাভাস। ২০২১-এর তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে এবার কি পালাবদল আসন্ন, নাকি ক্ষমতা ধরে রাখবে এডিএমকে, তার স্পষ্ট আভাস মিলল সমীক্ষায়। সি-ভোটার ও এবিপি নিউজের জনমত সমীক্ষায় আভাস এবার তামিলনাড়ুতে পালাবদল আসন্ন।

কংগ্রেস-ডিএমকে জোটের কত আসন সমীক্ষায়

কংগ্রেস-ডিএমকে জোটের কত আসন সমীক্ষায়

সি ভোটারের সমীক্ষা অনুযায়ী, ডিএমকে ও কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ ১৫৪ থেকে ১৬২টি আসন পেতে পারে। ৪১ শতাংশের বেশি ভোট নিয়ে এবার কংগ্রেস-ডিএমকে জোট ক্ষমতা দখল করতে পারে। ২৩৪ আসনবিশিষ্ট তামিলনাড়ু বিধানসভায় ম্যাজিক ফিগার ১১৮। সেখানে দুই তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় আসতে পারে কংগ্রেস-ডিএমকে জোট।

সি ভোটারের সমীক্ষায় কত আসন বিজেপির

সি ভোটারের সমীক্ষায় কত আসন বিজেপির

সি ভোটারের সমীক্ষায় আভাস এনডিএ অর্থাৎ ক্ষমতাসীন এআইএডিএমকে, বিজেপি এবং অন্যান্যদের জোট প্রায় ২৮.৬ শতাংশ ভোট পাবে এবার। এবারের নির্বাচনে ৫৮-৬৬ আসন লাভ করতে পারে তারা। ফলে ম্যাজিক ফিগারের থেকে অনেক আগেই থমকে যাবে বিজেপি-এডিএমকের বিজয়রথ।

কিং মেকার বা ডিসাইডিং ফ্যাক্টর হওয়ার সম্ভাবনা নেই

কিং মেকার বা ডিসাইডিং ফ্যাক্টর হওয়ার সম্ভাবনা নেই

অন্যান্যদের মধ্যে এমএনএম যথাক্রমে ৮.৩ শতাংশ ভোট নিয়ে ২ থেকে ৬টি আসন, এএমএমকে ৬.৯ শতাংশ ভোট নিয়ে ১ থেকে ৫টি আসন এবং বাকিরা ১৪.৮ শতাংশ ভোট ভাগ নিয়ে ৫ থেকে ৯টি আসন পেতে পারে। ফলে অন্যান্যদের কারও কিং মেকার বা ডিসাইডিং ফ্যাক্টর হওয়ার সম্ভাবনা নেই।

২০১৬ সালের নির্বাচনের ফল

২০১৬ সালের নির্বাচনের ফল

উল্লেখ্য ২০১৬ সালে এআইএডিএমকে ও বিজেপি জোট ৪৩.৬ শতাংশ ভোট নিয়ে ২৩৪ আসনের মধ্যে ১৩৬টি আসন দখল করে ক্ষমতায় এসেছিল। আর তাদের মূল প্রতিদ্বন্দ্বী ডিএমকে-কংগ্রেস জোট ৩৯.৪% ভোট পেয়ে ৯৮টি আসন পেয়েছিল। কংগ্রেস ৪১টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র ৮টি আসন পেয়েছিল।

English summary
Congress-DMK ally defeat BJP-ADMK according to C voter opinion poll in Tamilnadu Assembly Election 2021.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X