For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সঞ্জয় ঝাকে বিজেপি এজেন্টের তকমা, হাইকমান্ডের গদি নড়বড়ে হতেই কংগ্রেসের পাল্টা আক্রমণ

Google Oneindia Bengali News

এদিনই টুইটারে কংগ্রেসের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলে রাজনীতির ময়দানে ঝড় তোলেন প্রাক্তন কংগ্রেস মুখপাত্র সঞ্জয় ঝা। তারই জবাবে এবার সঞ্জয়কে বিজেপির দালাল তকমা দিলেন কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালা।

বিস্ফোরক দাবি বহিস্কৃত কংগ্রেস নেতা সঞ্জয় ঝায়ের

বিস্ফোরক দাবি বহিস্কৃত কংগ্রেস নেতা সঞ্জয় ঝায়ের

বিস্ফোরক দাবি বহিস্কৃত কংগ্রেস নেতা সঞ্জয় ঝায়ের। সোমবার সকালে কংগ্রেসের অভ্যন্তরের তথ্য ফাঁস করে সঞ্জয় ঝা টুইঠ করে জানান, বিধায়ক ও সাংদস মিলিয়ে প্রায় ১০০ জন কংগ্রেস নেতা সনিয়াকে নতুন করে কংগ্রেসের প্রেসিডেন্ট পদের নির্বাচন অনুষ্ঠিত করার জন্যে আবেদন জানান।

কী বলেন সঞ্জয় ঝা?

কী বলেন সঞ্জয় ঝা?

এই বিষয়ে সঞ্জয় ঝা টুইট করে সোমবার লেখেন, 'অন্তত পক্ষে ১০০ জন কংগ্রেস নেতা, যাঁদের মধ্যে বিধায়ক ও সাংসদরাও রয়েছেন, সনিয়া গান্ধীকে চিঠি লিখে কংগ্রেস প্রেসিডেন্ট পদে বদল চেয়েছেন। এবং কংগ্রেসের কার্যকরী সমিতিতে স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠআন করারও আবেদন জানিয়েছেন তাঁরা।'

সঞ্জয়কে পাল্টা আক্রমণ কংগ্রেসের তরফে

সঞ্জয়কে পাল্টা আক্রমণ কংগ্রেসের তরফে

কংগ্রেস হাইকমান্ডকে নিয়ে করা সঞ্জয় ঝার এই টুইটের পরই পাল্টা আক্রমণ শানিয়ে টুইট করেন কংগ্রেসের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা। চিঠির বিষয়টি খারিজ করে তিনি বলেন, এরকম কোনও চিঠি কংগ্রেসের কোনও নেতা সনিয়া গান্ধীকে লেখেননি।

সঞ্জয়কে বিজেপির এজেন্ট বলেন সুরজেওয়ালা

সঞ্জয়কে বিজেপির এজেন্ট বলেন সুরজেওয়ালা

এরপর স্টেপআউট করে সঞ্জয়ে জাবতীয় দাবিকে উড়িয়ে দিয়ে সুরজেওয়ালা বলেন, 'ফেসবুক-বিজেপি আতাঁতের বিষয়টি থেকে দৃষ্টি ঘোরাতেই কংগ্রেস নেতাদের অরক্ষিত চিঠির গল্প উত্থাপন করা হয়েছে। টিভি ও মিডিয়ায় নতুন বিতর্ক তৈরি করার চেষ্টা করা হয়েছে। পাশাপাশি তিনি বলেন বিজেপির দালালরা এই বিষয়টি নিয়ে তৎপর হতে শুরু করেছেন।'

হাইকমান্ডের রোষে পড়ে বহিস্কৃত হন সঞ্জয়

হাইকমান্ডের রোষে পড়ে বহিস্কৃত হন সঞ্জয়

দলবিরোধী কর্মকাণ্ড এবং শৃঙ্খলাভঙ্গের কারণে বরিষ্ঠ নেতা তথা দলের প্রাক্তন মুখপাত্র সঞ্জয় ঝাকে কংগ্রেস পার্টি থেকে বরখাস্ত হন কয়েকদিন আগেই। দল থেকে বহিষ্কৃত হওয়ার পর সঞ্জয় ঝা গান্ধীদের বিরুদ্ধে একপ্রকার যুদ্ধ ঘোষণা করার ভঙ্গিতে বলেছিলেন, 'আমি কংগ্রেস ভাবদর্শনের অনুগত। আমি কোনও পরিবারের অনুগত নই।' এর আগেও সঞ্জয় ঝা বলেছিলেন যে তিনি নেহরুর রাজনৈতিক দর্শনে বিশ্বাস করেন।

English summary
Congress dismisses Sanjay Jha's claim about letter to Sonia Gandhi, Surjewala calls Sanjay BJP's stooge
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X