For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লুকানোর চেষ্টা করছে কেন্দ্র! লাদাখ, করোনা নিয়ে ভার্চুয়াল সংসদ অধিবেশনের দাবিতে সরব কংগ্রেস

Google Oneindia Bengali News

ভারত-চিন সীমান্তে উত্তপ্ত পরিস্থিতি ও করোনা ভাইরাস প্যানডেমিক এবং জ্বালানির মূল্যবৃদ্ধি-সহ বিভিন্ন জাতীয় ইস্যু নিয়ে আলোচনার জন্য ভার্চুয়াল সংসদ অধিবেশনের দাবিতে সরব কংগ্রেস। তাদের অভিযোগ, কেন্দ্রে থাকা বিজেপি সরকার কর্তৃত্ববাদ চালাতে চাইছে।

ভার্চুয়াল অধিবেশন আয়োজন করা উচিত

ভার্চুয়াল অধিবেশন আয়োজন করা উচিত

কংগ্রেসের মুখপাত্র পবন খেরা বলেন, 'গুরুত্বপূর্ণ বিষয়গুলি আলোচনার জন্য ভার্চুয়াল অধিবেশন আয়োজন করা উচিত। ১৯৬২ সালের যুদ্ধের সময় বিজেপি নেতা অটল বিহারী বাজপেয়ি সংসদ অধিবেশনের দাবি করেছিলেন এবং তৎকালীন প্রধানমন্ত্রী সেই দাবি পূরণ করেছিলেন।' তিনি সংসদীয় কমিটির উল্লেখ করে বলেন, এখনও সংসদ অধিবেশন কেন শুরু হয়নি, সেই বিষয়ে সংসদীয় কমিটির উচিত নিজেদের মধ্যে আলোচনা করে সরকারের কাছে এই বিষয়ে প্রশ্ন করা।

সংসদ ব্যবস্থাকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে

সংসদ ব্যবস্থাকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মণীশ তিওয়ারি অধিবেশনের দাবি জানিয়ে বলেন, খুবই দুর্ভাগ্যজনক ঘটনা যে, দুই কক্ষের প্রিসাইডিং অফিসাররা সরকারের উপর অধিবেশন শুরুর জন্য জোর দেওয়ায় বদলে সংসদীয় তদারকি এড়িয়ে সংসদ ব্যবস্থাকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছেন।

লুকানোর জন্য সরকার সব রকমের চেষ্টা করছে

লুকানোর জন্য সরকার সব রকমের চেষ্টা করছে

মণীশ তিওয়ারি দুঃখ প্রকাশ করে বলেন, যেখানে রাশিয়া, ভারত ও চিনের ত্রিপাক্ষিক বৈঠক, জি-২০ সামিট এবং চিন ইস্যুতে সর্বদলীয় বৈঠকের আয়োজন ভার্চুয়ালি করা সম্ভব হচ্ছে, সেখানে সংসদীয় তত্ত্বাবধান থেকে বাঁচতে নিয়মের পিছনে লুকানোর জন্য সরকার সব রকমের চেষ্টা করছে। তিনি এই ঘটনাকে ' সংসদ ভাঙন'-র চেয়ে কম কিছু নয় বলে আখ্যা দেন।

জাতীয় সুরক্ষা নিয়ে আলোচনার জন্য সংসদের বিশেষ অধিবেশনের দাবি

জাতীয় সুরক্ষা নিয়ে আলোচনার জন্য সংসদের বিশেষ অধিবেশনের দাবি

অন্যদিকে কংগ্রেসের সাংসদ গৌরব গগৈ বলেন, 'জাতীয় সুরক্ষা ও সামাজিক দূরত্ব- উভয় বিষয়ই মাথায় রেখে গুরুত্বপূর্ণ বিষয়গুলি আলোচনার জন্য সংসদের বিশেষ অধিবেশনের আয়োজন করা যেতে পারে।'

<strong>রাজীবের নামাঙ্কিত সংস্থাকে ৩ লক্ষ ডলার অর্থসাহায্য চিনা দূতাবাসের! ফের গান্ধীদের তোপ নাড্ডার</strong>রাজীবের নামাঙ্কিত সংস্থাকে ৩ লক্ষ ডলার অর্থসাহায্য চিনা দূতাবাসের! ফের গান্ধীদের তোপ নাড্ডার

English summary
Congress demands Virtual parliamentary session regarding Coronavirus, Ladakh and petroleum price rise
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X