For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০১৯-এ জিতবে কে! মোদী না রাহুল, চাঞ্চল্যকর তথ্য কংগ্রেসের অভ্যন্তরীণ সমীক্ষায়

পঞ্চম দফা ভোটের শেষে কংগ্রেস নিশ্চিত হয়েই বলতে শুরু করেছে এবার মোদী-রাজের অবসান হবে দেশে। ফের কংগ্রেস ফিরছে ক্ষমতায়।

Google Oneindia Bengali News

পঞ্চম দফা ভোটের শেষে কংগ্রেস নিশ্চিত হয়েই বলতে শুরু করেছে এবার মোদী-রাজের অবসান হবে দেশে। ফের কংগ্রেস ফিরছে ক্ষমতায়। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী পর্যন্ত বলতে শুরু করেছেন, এবার নির্বাচনে মোদীজি হারছেনই। কংগ্রেসের অভ্যন্তরীণ সমীক্ষা থেকেই এ ব্যাপারে তাঁরা নিশ্চিত হয়েছেন বলে দাবি কংগ্রেসের।

একক শক্তিতে ১৫০!

একক শক্তিতে ১৫০!

কংগ্রেস অভ্যন্তরীণ সমীক্ষায় দাবি করেছে, এবার লোকসভায় তারা ভালো ফল করতে চলেছে। এমনকী গতবারের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে এবার কংগ্রেস তাদের আসন সংখ্যা ১৫০-র বেশি বাড়িয়ে নিতে সক্ষম হবে ধারণা অভ্যন্তরীণ সমীক্ষার জেরে। একক শক্তিতে ১৫০ ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনায় আত্মবিশ্বাসী কংগ্রেস।

কম করে ১০০ আসন

কম করে ১০০ আসন

এই সমীক্ষায় দাবি করা হয়েছে, কংগ্রেস যদি খুব খারাপ ফলও করে, ১০০ আসন ছাড়িয়ে যাবে দল। আর ভালো ফল হলে ১৫০ ছাড়িয়ে ২০০-র কাছাকাছি পৌঁছে যেতে পারে। পঞ্চম দফা নির্বাচনের পরই এই ফলাফল নিয়ে আশাবাদী কংগ্রেস। ষষ্ঠ ও সপ্তম দফা ভোটের আগেই কার্যত নিশ্চিত কংগ্রেস।

১০১টি আসন নিশ্চিত!

১০১টি আসন নিশ্চিত!

কংগ্রেসের এই অভ্যন্তরীণ সমীক্ষার ভিত্তিতে কোন রাজ্যে কত আসন পেতে পারে দল, তা স্পষ্ট না করলেও, কোন আসনগুলি নিশ্চিত সেই আভাস দিয়েছে কংগ্রেসের এক শীর্ষ নেতা। সেই হিসেবে তিনি দেখিয়েছেন কংগ্রেস ১০১টি আসন পাওয়ার ব্যাপারে নিশ্চিত। সেই আসনগুলির কোন রাজ্যে ক'টি, তার হিসেব দিয়েছেন তিনি।

কোন রাজ্যে ক'টি?

কোন রাজ্যে ক'টি?

কংগ্রেসের দাবি, উত্তরপ্রদেশ থেকে দুটি, কেরল থেকে ১৪টি, কর্ণাটক, পঞ্জাব, মধ্যপ্রদেশ, রাজস্থান থেকে ১০টি করে আসন তারা পাচ্ছেনই। আর ছত্তিশগড় থেকে কংগ্রেস জিতছেই সাতটি আসনে। তামিলনাড়ুতেও কংগ্রেস পাঁচটি আসন জেতার ব্যাপারে আশাবাদী। এছাড়া হরিয়ানায় দুটি, বিহারে তিনটি, অসমে চারটি আসনে জিতবেন তারা। আর পশ্চিমবঙ্গ, গোয়া, মেঘালয়, পুদুচেরি থেকে একটি করে আসন তারা পাবেনই।

নাগপুরের রিপোর্ট

নাগপুরের রিপোর্ট

শুধু কংগ্রেসের এই অভ্যন্তরীণ সমীক্ষাই নয়, আরএসএসের যে গোপন সমীক্ষা নাগপুর টাইমসে প্রকাশ হয়েছিল, সেখানেও উল্লেখ করা হয়েছিল, কংগ্রেস ১৪০-এর মতো আসন পেতে পারে। ইউপিএ ছাড়িয়ে যেতে পারে ২০০ আসন।

English summary
Party’s internal survey demands Congress will get over 150 seats. Rahul Gandhi defeats Narendra Modi in Lok Sabha Election 2019.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X