For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লখিমপুরের ঘটনায় রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে মন্ত্রী অজয় মিশ্রকে বরখাস্তের দাবি কংগ্রেসের

লখিমপুরের ঘটনায় রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে মন্ত্রী অজয় মিশ্রকে বরখাস্তের দাবি কংগ্রেসের

  • |
Google Oneindia Bengali News

বুধবার কংগ্রেসের 'সেকেন্ড ইন কমান্ড' রাহুল গান্ধীর নেতৃত্বাধীন প্রতিনিধি দল বুধবার লখিমপুর খেরি-তে কৃষকদের উপর সহিংসতার ঘটনায় রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দের সঙ্গে দেখা করেন। কংগ্রেস প্রতিনিধি দল রাষ্ট্রপতির কাছে লখিমপুর খেরির ঘটনার বিষয়ে একটি 'স্মারকলিপি' জমা দেন। এবং লখিমপুরে সহিংসতার ঘটনায় মন্ত্রীর ছেলের জড়িয়ে থাকার শাস্তি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় কুমার মিশ্রকে অবিলম্বে বরখাস্ত করার দাবি জানায়।

লখিমপুরের ঘটনায় রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে মন্ত্রী অজয় মিশ্রকে বরখাস্তের দাবি কংগ্রেসের

সূত্রের খবর বৈঠকে কংগ্রেস জানিয়েছে, অজয় মিশ্রের ছেলে ছেলে আশিস মিশ্রের নাম এফআইআর -এ রয়েছে। এবং লখিমপুর খেরিতে কৃষকদের গাড়ির চাকায় পিসে মারার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। কংগ্রেসের প্রতিনিধি দল কৃষকদের হত্যায় অভিযুক্তদের প্রত্যেকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও দাবি জানায়। প্রসঙ্গত আশিস মিশ্রকে সহিংসতার ঘটনায় উত্তরপ্রদেশ পুলিশ শনিবার গ্রেফতার করেছে৷ রাষ্ট্রপতি কোবিন্দের সঙ্গে বৈঠকের পর এক বিবৃতিতে রাহুল গান্ধী বলেন, আমরা লখিমপুর খেরিতে গিয়ে সেই পরিবারগুলি পরিদর্শন করেছি যে সমস্ত কৃষকপরিবার তাদের সদস্যদের হারিয়েছে।

কৃষকপরিবারগুলির হয়ে প্রশ্ন করার কথা বলে রাহুল বলেন, তাঁরা আমাদের জানিয়েছেন যে তারা দুটি জিনিস চান, এক ন্যায়বিচার ও দুই, যে হত্যার পিছনে রয়েছে তার উচিত শাস্তি। এরপর রাহুল আরও বলেন, তাঁরা হত্যাকারীর বাবা, স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রীকেও পদ থেকে সরিয়ে দিতে চান, কারণ যতক্ষণ তিনি এই পদে আছেন ততক্ষণ পর্যন্ত ন্যায়বিচার হতে পারে না। অজয় মিশ্রের পদত্যাগ করা উচিত বলে তিনি মনে দাবিকরেন রাহুল।

তবে এখানেই শেষ নয়, রাহুল গান্ধীর আরও অভিযোগ যে লখিমপুর খেরির ঘটনার আগে অজয় মিশ্র কৃষকদের 'হুমকি' দিয়েছিলেন। ঘটনার আগে, এমওএস হোম কৃষককে হুমকি দিয়েছিল এবং তারপর তার হুমকির ব্যবস্থা নেওয়া হয়েছিল। আমরা এমওএসকেও অপসারণের দাবি জানিয়েছি এবং সুপ্রিম কোর্টের দুইজন সিটিং জজদের নেতৃত্বে তদন্ত চেয়েছি।

English summary
, Congress demands dismissal of Minister Ajay Mishra after meeting President in Lakhimpur incident
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X