For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীর রাজত্বে মালিয়া-চোকসি-এবিজির মতো আরও এক কেলেঙ্কারি! টাকা লোপাটের তদন্তে সিবিআই দাবি কংগ্রেসের

দেশে ব্যাঙ্ক (bank) ঋণ (loan) নিয়ে প্রতারণা করে মোদী (Narendra Modi) জমানায় বিজয় মালিয়া, মেহুল চোকসিদের বিদেশে পালিয়ে যাওয়ার ঘটনা এখন অতীত। মাস কয়েক আগে সামনে এসেছিল এবিজি (abg) শিপইয়ার্ডের কেলেঙ্কারি (scam) । এবার

  • |
Google Oneindia Bengali News

দেশে ব্যাঙ্ক (bank) ঋণ (loan) নিয়ে প্রতারণা করে মোদী (Narendra Modi) জমানায় বিজয় মালিয়া, মেহুল চোকসিদের বিদেশে পালিয়ে যাওয়ার ঘটনা এখন অতীত। মাস কয়েক আগে সামনে এসেছিল এবিজি (abg) শিপইয়ার্ডের কেলেঙ্কারি (scam) । এবার আরও এক কেলেঙ্কারি নিয়ে সরব কংগ্রেস (congress)। আমটেক গ্রুপের দেউলিয়া হওয়ার ঘটনা নিয়ে সিবিআই (CBI) তদন্তের দাবি করেছে কংগ্রেস।

আশ্রয় দিচ্ছে মোদী সরকার

আশ্রয় দিচ্ছে মোদী সরকার

এদিন কংগ্রেসের তরফে সাংবাদিক সম্মেলন করে অভিযোগ করা হয়েছে, মোদী সরকার দেশের ইনসলভেন্সি এবং ব্যাঙ্করাপসি রোডের মাধ্যমে আমটেক গ্রুপের প্রমোটরদের আশ্রয় দিচ্ছে। কোম্পানিগুলির দেউলিয়া মামলার নিষ্পত্তির নামে প্রাতিষ্ঠানিক দুর্নীতি চলছে বলেও অভিযোগ করেছেন কংগ্রেস নেতা পবন খেরা।

 সিবিআই তদন্তের দাবি

সিবিআই তদন্তের দাবি

সাংবাদিক সম্মেলন করে কংগ্রেস নেতা সঞ্জয় নিরুপম অভিযোগ করেছেন, আমটেক গোষ্ঠী দেশের বিভিন্ন ব্যাঙ্কের থেকে ২১ হাজার কোটি টাকা ঋণ নিয়েছিল। পরে সংস্থাটি বিক্রি করা হয় ৪১০০ কোটিতে। তাহলে ব্যাঙ্কগুলির বাকি টাকা গেলো কোথায়, প্রশ্ন করেছেন তিনি। কংগ্রেস নেতা আরও বলেছেন, এইভাবেই দেশের ব্যাঙ্কগুলি দেউলিয়া হয়ে যাচ্ছে। আর এইসব টাকা জনগণের। তিনি আরও বলেন, যে খবর এখনও পর্যন্ত পাওয়া গিয়েছে, তাতে আমটেক অগ্রাধিকারমূলক লেনদেন করেছে। আর তারা ঋণদাতাদের প্রতারণা করেই লেনদেন সম্পন্ন করেছে। সরকারের বিরুদ্ধে সংস্থার প্রমোটরদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নেওয়ার অভিযোগ করে এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি করেছেন।

ঘুরে বেড়াচ্ছে প্রমোটররা

ঘুরে বেড়াচ্ছে প্রমোটররা

কংগ্রেস নেতা অলোক ইন্ডাস্ট্রিজ, ভিডিওকনের উদাহরণ টেনে বলেন, সরকারের উচিত ব্যবসায়ীদের জিজ্ঞাসা করা তারা কীভাবে কাজ করেন, যখন তারা এইসব কাজ করেছিলেন। তিনি অভিযোগ করেন, আসলে এইশব সংস্থাগুলি অর্থ সরিয়ে নিয়ে এখন তা বিক্রি হওয়ার পরে ঘুরে বেড়াচ্ছেন। রিপোর্ট অনুযায়ী, সংস্থাটি ৭০ শতাংশের বেশি সম্পদ ১২৯ টি শেল কম্পানিতে সরিয়েছে।

তহবিল সরানো হয়েছে মোদী জমানায়

তহবিল সরানো হয়েছে মোদী জমানায়

কংগ্রেস নেতা সঞ্জয় নিরুপম বলেন, কেন্দ্রীয় অর্থমন্ত্রী অভিযোগ করেন, এইসব সংস্থাগুলি ঋণ নিয়ে কংগ্রেসের সময়ে। এই বিষয়টিকে মেনে নিয়ে তিনি বলেন. ঋণ নেওয়াটা অপরাধ নয়। তবে তা অন্য জায়গায় সরিয়ে নেওয়াটা মোদীর শাসনেই ঘটেছে বলেও দাবি করেন তিনি।
সরকারের তরফে দেউলিয়া মামলাগুলি নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি করা হয়েছে। তারা বলছে, গত ৫ বছরে ৪৯৪৬ টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে ৪৫৭ টি মামলার সমাধান হয়েছে। কংগ্রেস নেতা সঞ্জয় নিরুপম দাবি করেছেন, মোদী সরকারকে আমটেক নিয়ে আর্নেস্ট ইয়ং-এর অডিট রিপোর্টের অনুসন্ধানের নির্দেশ দিতে হবে। এই কেলেঙ্কারিকে তিনি এবিজি শিপইয়ার্ডের কেলেঙ্কারির সঙ্গে তুলনা করেছেন।

কয়েক হাজার নিয়োগের বিজ্ঞপ্তি কেন্দ্রীয় সরকারের, যোগ্যতা মাধ্যমিককয়েক হাজার নিয়োগের বিজ্ঞপ্তি কেন্দ্রীয় সরকারের, যোগ্যতা মাধ্যমিক

English summary
Congress demands CBI enquiry in ABG shipyard like another scam by Amtek in Modi Regime
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X