For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এনপিআরের কোন আটটি প্রশ্ন বাতিলের দাবি করল কংগ্রেস

এনপিআরের আটটি প্রশ্ন বাতিলের দাবি কংগ্রেসের

  • |
Google Oneindia Bengali News

এবার এনপিআরের আটটি প্রশ্ন মুছে ফেলার দাবি জানাল জাতীয় কংগ্রেস। মঙ্গলবার কংগ্রেস জাতীয় জনসংখ্যা নিবন্ধক বা এনপিআর-র প্রশ্নাবলী থেকে আটটি নতুন প্রশ্ন মুছে দেওয়ার দাবি তোলার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যাচ্ছে।

আটটি প্রশ্ন বাদ দেওয়ার দাবি কংগ্রেসের

আটটি প্রশ্ন বাদ দেওয়ার দাবি কংগ্রেসের

কংগ্রেস নেতা পি এল পুনিয়া এই প্রসঙ্গে বলেন, "এনপিআরে আটটি নতুন প্রশ্ন যুক্ত হয়েছে। এই এনপিআর ২০১০ সালের এনপিআরের থেকে অনেক আলাদা। সরকার এবার বাবা-মা এবং কোনও ব্যাক্তির বাসস্থান সম্পর্কে জানতে চাইছে। এটা ঠিক নয়। যদি কারও নাম সন্দেহবাদী নাগরিকদের তালিকায় আসে তখন কী হবে ? ২০২০ সালের এনপিআর থেকে তাই এই প্রশ্ন গুলি বাদ যাওয়া উচিত।"

মোদীর বিরুদ্ধে তোপ পুনিয়ার

মোদীর বিরুদ্ধে তোপ পুনিয়ার

এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধেও তোপ দাগতে দেখা যায় পুনিয়াকে। "নাগরিকত্ব সংশোধন আইনকে সমর্থন করে দিল্লিতে একটি সরকারের প্রয়োজন" আছে বলে মোদী যে মন্তব্য করেছিলেন সেই সম্পর্কেও তীব্র খ্ষোভ উগড়ে দেন তিনি। এই প্রসঙ্গে তাকে বলতে দেখা যায় "জনগণকে সিদ্ধান্ত নিতে দিন ঠিক ভুল সম্পর্কে। "

দ্বিতীয়বারের শাসনে এটাই মোদীর সবথেকে বড় রাজনৈতিক চ্যালেঞ্জ

দ্বিতীয়বারের শাসনে এটাই মোদীর সবথেকে বড় রাজনৈতিক চ্যালেঞ্জ

প্রসঙ্গত ২০১৪ সালে মোদী সরকার ক্ষমতায় আসার পর এটিই তাদের সবথেকে বড় রাজনৈতিক চ্যালেঞ্জ বলে মনে করছে বিরোধী শিবিরের একাংশ। এই বিতর্কিত নাগরিকত্ব আইনের মাধ্যমে ২০১৪ সালের আগে পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে আসা অমুসলিমদের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে ভারতীয় নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। পাশপাশি এনপিআর নিয়েও একইসাথে চলতে থাকে জলঘোলা।

English summary
Congress demands that eight National Population Registrar questions be removed
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X