For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্যসভায় বিরোধীদের ঝড়! পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে সরকারের উপর চাপ সৃষ্টি কংগ্রেসের

Google Oneindia Bengali News

কংগ্রেস সহ বিরোধীদের তোলা ঝড় দিয়েই শুরু হল বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব। দেশজুড়ে বেড়ে চলা জ্বালানির দাম নিয়ে আলোচনার দাবি তুলে রাজ্যসভায় হট্টগোল শুরু করেন কংগ্রেস সাংসদরা। আর এর জেরে দুপুর ১টা পর্যন্ত মুলতুবি হয়ে যায় সংসদের কার্যক্রম। এদিকে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রসঙ্গ তুলে সংসদ অধিবেশন মুলতুবির দাবি তোলে তৃণমূল কংগ্রেস।

সকাল থেকেই তুলকালাম হল রাজ্যসভা

সকাল থেকেই তুলকালাম হল রাজ্যসভা

সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব আজ সকাল থেকেই তুলকালাম হল রাজ্যসভা। প্রশ্নোত্তর পর্বের শুরুতেই পেট্রোপণ্যের লাগাতার মূল্যবৃদ্ধি সংক্রান্ত ইস্যুতে আলোচনার প্রস্তাব দেন কংগ্রেসের সাংসদরা৷ স্লোগানও তোলেন অধিবেশন কক্ষের ভিতরে৷ হইচইয়ের জেরে প্রথমে ১১টা পর্যন্ত মুলতবি করা হয় অধিবেশন। তারপরেও অধিবেশন চালিয়ে যাওয়া সম্ভব না হওয়ায় দুপুর ১টা পর্যন্ত মুলতবি করা হয় রাজ্যসভার অধিবেশন।

'পেট্রোলের দাম দেশুজুড়ে প্রায় ১০০ ছুইছুঁই'

'পেট্রোলের দাম দেশুজুড়ে প্রায় ১০০ ছুইছুঁই'

এদিন রাজ্যসভায় বক্তব্য পেশ করতে গিয়ে রাজ্যসভায় কংগ্রেসের দলনেতা মল্লিকার্জুন খার্গে বলেন, 'পেট্রোলের দাম দেশুজুড়ে প্রায় ১০০ ছুইছুঁই। এদিকে ডিজেলের দাম ছাড়িয়েছে ৮০-র গণ্ডি। এদিকে দাম বেড়েছে এলপিজি সিলিন্ডারেরও। অতিরিক্ত কর বসিয়ে এভাবে দাম বৃদ্ধি করার মাধ্যমে কেন্দ্র ইতিমধ্যেই ২১ লক্ষ কোটি টাকা সংগ্রহ করেছে। এর জেরে গোটা দেশ কষ্ট পাচ্ছে। কৃষকরাও কষ্ট পাচ্ছে।'

জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে

জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে

উল্লেখ্য, জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেছে বিভিন্ন বিরোধী দল। অভিনব সব প্রতিবাদের মাধ্যমে নজর কেড়েছেন বহু নেতা। ভোটমুখী বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় ইলেক্ট্রিক স্কুটারে চেপে নবান্নে গিয়ে প্রতিবাদ জানিয়েছেন। আবার মোদীর ব্রিগেড চলাকালীন শিলিগুড়িতে এলপিজির মূল্যবদ্ধির প্রতিবাদে মিছিলে হেঁটেছেন।

ভোটের মুখে চাপে কেন্দ্র

ভোটের মুখে চাপে কেন্দ্র

পাঁচ রাজ্যের বিধানসভা ভোট, কৃষক আন্দোলন এবং পেট্রোল, ডিজ়েল ও রান্নার গ্যাস লাগামছাড়া মূল্যবৃদ্ধির মতো ইস্যুগুলি নিয়ে আজ সংসদের উভয় কক্ষ আলোচনা হওয়ার কথা ছিল। শেষ কয়েকদিনে পেট্রোল-ডিজ়েলে দামে খুব একটা হেরফের না হলেও বিগত বেশ কয়েক সপ্তাহ ধরে লাগাতার বেড়েছে জ্বালানি তেলের দাম। একইসঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে রান্নার গ্যাসের দামও। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন শেষবার রান্নার গ্যাসের দাম বাড়িয়েছিল ২৭ ফেব্রুয়ারি। রাজধানীতে সিলিন্ডারপিছু এলপিজির দাম বেড়েছিল ৯১ টাকা ১৭ পয়সা। এক ধাপে এতটা টাকা আগে কখনও বাড়েনি। তারপর থেকে অবশ্য চারটি মেট্রো শহরেই রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত রয়েছে।

{quiz_525}

English summary
Congress demanded a discussion on fuel price hike, leading to the adjournment of the Rajya Sabha
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X