For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মাত্র ১২১ ভোটের ব্যবধান রয়ে গেল কংগ্রেস-বিজেপির, মধ্যপ্রদেশে ১৮ আসনের থ্রিলার

মঙ্গলবার দিনভর টানটান উত্তেজনা পর শেষ হয়নি মধ্যপ্রদেশ নির্বাচনের থ্রিলার। শেষমেশ কান ঘেঁষে ফয়সালা হল হার-জিতের। শেষ হাসি হাসলেন রাহুল গান্ধীই।

  • |
Google Oneindia Bengali News

মঙ্গলবার দিনভর টানটান উত্তেজনা পর শেষ হয়নি মধ্যপ্রদেশ নির্বাচনের থ্রিলার। শেষমেশ কান ঘেঁষে ফয়সালা হল হার-জিতের। শেষ হাসি হাসলেন রাহুল গান্ধীই। মোদীর বিরুদ্ধে এই লড়াইয়ে হ্যাটট্রিক সেরে ফেললেন তিনি। কিন্তু এই লড়াই সহজে আসেনি। ১৮ আসনে হারজিতের মার্জিনই বলে দেবে লড়াই কতটা হাড্ডাহাড্ডি ছিল মধ্যপ্রদেশে।

১৮ আসনের থ্রিলার মধ্যপ্রদেশে

১৮ আসনের থ্রিলার মধ্যপ্রদেশে

এই ১৮টি আসনে দু-হাজারেরও কম ভোটে ফয়সালা হয়েছে মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনে। নেক টু নেক ফাইট। একবার কংগ্রেস এগিয়ে যায় তো, একবার বিজেপি। তাই বারবার ওঠানামা করেছে এগিয়ে থাকার নিরিখে কার দখলে কতগুলি আসন, সেই পরিসংখ্যান।

কংগ্রেস ১১৪, বিজেপি ১০৯

কংগ্রেস ১১৪, বিজেপি ১০৯

একটা সময় ১১৯-এও পৌঁছে গিয়েছিল কংগ্রেস। বিজেপি নেমে গিয়েছিল ১০০-য়। তখন মনে হয়েছিল এবার বুঝি কংগ্রেস ব্যবধান গড়ে এগিয়ে যাবে। কিন্তু না, শেষপর্যন্ত উভয় দলই দাঁড়িয়ে ছিল ১১৪ ও ১০৯-এ। এই পরিসংখ্যানেই শেষ হয় থ্রিলার। জয় হয় কংগ্রেসের। কিন্তু ম্যাজিক ফিগার থেকে দু-কদম দূরেই আটকে যেতে হয় কংগ্রেসকে।

১২১ ভোটে জয় কংগ্রেসের

১২১ ভোটে জয় কংগ্রেসের

যে ১৮ আসন নিয়ে লড়াই চরমে পৌঁছয়। তার মধ্যে সব থেকে কম ১২১ ভোটে জয় হাসিল করে কংগ্রেস। ১৮টির মধ্যে কংগ্রেস পায় ১০টি আসন আর বিজেপি ৮টি আসন। কংগ্রেসের প্রাপ্ত ১০টির মধ্যে সাতটি তারা ছিনিয়ে নেয় বিজেপির কাছ থেকে। তিনটি তারা ধরে রাখতে সমর্থ হয়।

ভগ্নাংশে পিছিয়ে বিজেপি

ভগ্নাংশে পিছিয়ে বিজেপি

বিজেপির প্রাপ্ত ৮টির মধ্যে বিজেপি ধরে রাখতে সমর্থ হয় ছটি আসন। আর দুটি আসন তারা কংগ্রেসের কাছ থেকে ছিনিয়ে নেয়। এতটাই হাড্ডাহাড্ডি ছিল এই লড়াই যে, মাত্র ০.১ শতাংশের ব্যবধান ছিল কংগ্রেস ও বিজেপির মধ্যে। কংগ্রেস বিজেপির তুলনায় মমাত্র ০.১ শতাংশ ভোট বেশি পেয়েছে মধ্যপ্রদেশে।

মধ্যপ্রদেশে কান ঘেঁষে জয়

মধ্যপ্রদেশে কান ঘেঁষে জয়

এই লড়াইটা শুধু মধ্যপ্রদেশের কোনও এক অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। মধ্যপ্রদেশজুড়েই এই লড়াই দেখা গিয়েছে বিজেপি ও কংগ্রেসের। বুন্দেলখণ্ড, মালোয়া, বিন্ধ, চম্বল- সর্বত্রই ছিল টানটান উত্তেজনা। শেষমেশ কান ঘেঁচে এই রাজ্যে জয়ী হল কংগ্রেস।

[আরও পড়ুন:বিজেপি শাসিত রাজ্যে পঞ্চায়েত নির্বাচন! বিপুল জয় মোদীর দলের][আরও পড়ুন:বিজেপি শাসিত রাজ্যে পঞ্চায়েত নির্বাচন! বিপুল জয় মোদীর দলের]

বিজেপিকে হারিয়ে উত্থান কংগ্রেসের

বিজেপিকে হারিয়ে উত্থান কংগ্রেসের

উল্লেখ্য, বিজেপি গতবার ১৬৫টি আসন পেয়েছিল। কংগ্রেস থেমে গিয়েছিল ৫৮-তে। সেখানে কংগ্রেসের এই কামব্যাক লড়াই ২০১৯-এর নিরিখে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। রাহুল শিবির এই জয়ের পর উল্লাসে ফেটে পড়ে। যে তিন রাজ্যে সরাসরি লড়াই ছিল বিজেপি ও কংগ্রেসের, সেই তিন রাজ্যেই শেষ হাসি হাসলেন রাহুল।

[আরও পড়ুন: এখনই ভোট হলে ৩ রাজ্যে উল্টে যাবে মোদীর দল! এক নজরে পরিসংখ্যান][আরও পড়ুন: এখনই ভোট হলে ৩ রাজ্যে উল্টে যাবে মোদীর দল! এক নজরে পরিসংখ্যান]

[আরও পড়ুন: মুখ্যমন্ত্রী পদে দাবিদার অনেক! সমস্যায় ছত্তিশগড় কংগ্রেস ][আরও পড়ুন: মুখ্যমন্ত্রী পদে দাবিদার অনেক! সমস্যায় ছত্তিশগড় কংগ্রেস ]

English summary
Congress defeats BJP in thriller of 18 seats in Madhya Pradesh Assembly Election. Congress wins only 121 vote in a seat
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X