For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপিকে জোর ধাক্কা, উত্তরাখণ্ডের নির্বাচনে অপ্রত্যাশিতভাবে ভালো ফল কংগ্রেসের

বছর খানেক আগেই চিরপ্রতিদ্বন্দ্বী কংগ্রেসের বিরুদ্ধে বিপুলভাবে জিতে ক্ষমতায় এসেছিল বিজেপি। এক বছরের মধ্যেই সেই রাজ্যে জোর ধাক্কা খেল মোদীর বিজয় রথ।

  • |
Google Oneindia Bengali News

বছর খানেক আগেই চিরপ্রতিদ্বন্দ্বী কংগ্রেসের বিরুদ্ধে বিপুলভাবে জিতে উত্তরাখণ্ডে ক্ষমতায় এসেছিল বিজেপি। এক বছরের মধ্যেই সেই রাজ্যে জোর ধাক্কা খেল মোদীর বিজয় রথ। অপ্রত্যাশিতভাবেই উত্তরাখণ্ডের সাত পুরনিগমে ভালো ফল করল কংগ্রেস। লোকসভা ভোটের মাস ছয়েক আগে এই ফল নতুন করে চিন্তা বাড়াবে মোদী শিবিরে। এদিন উত্তরাখণ্ডের ৮৪টি লোকাল বডির নির্বাচনের ফল প্রকাশ হয়। তার মধ্যে সাতটি পুরনিগমের ফলাফলে চমক দিল কংগ্রেস।

তিনটি মেয়র পদে জয়ী কংগ্রেস

তিনটি মেয়র পদে জয়ী কংগ্রেস

উত্তরাখণ্ডের পুরসভা নির্বাচন সাতটির মধ্যে তিনটিতে মেয়র পদে জয়ী হয়েছে কংগ্রেস। তিনটি গিয়েছে বিজেপির দখলে, একটি নির্দলের। মাত্র এক বছরের মধ্যে কংগ্রেস যে এভাবে ঘুরে দাঁড়াবে ভাবতে পারেনি রাজনৈতিক মহল। উত্তরাখণ্ড পুরসভা নির্বাচনের ফলাফল বেরনোর পর তাই স্বাভাবিকভাবেই সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছে বিজেপি।

বিজেপির সমান আসন প্রাপ্তি কংগ্রেসের

বিজেপির সমান আসন প্রাপ্তি কংগ্রেসের

পুরসভা নির্বাচনে বিজেপির সমান আসন পেয়েছে কংগ্রেস। কংগ্রেস ১২০টি ওয়ার্ডে জয়ী হয়ে গিয়েছে। ৩০টিতে এগিয়ে আছে। এই সংখ্যা বিজেপির সমান। বিজেপিও বিজয়ী হয়েছে ও এগিয়ে আছে ১৪০টি আসনে। বিজেপির মুখ্যমন্ত্রীর ত্রিবেন্দ্র রাওয়াত দাবি করেছিল, বিজেপি বিধানসভার থেকেও ভালো ফল করবে, কিন্তু ফল প্রকাশ হতেই উচ্ছ্বাস মিলিয়ে গেল গেরুয়া শিবিরে।

অন্য তিন পুরসভার চেয়ারম্যান পদও কংগ্রেসের

অন্য তিন পুরসভার চেয়ারম্যান পদও কংগ্রেসের

কংগ্রেস শুধু মেয়র বা কাউন্সিলর পদেই বিজেপিকে টক্কর দেয়নি, ১৩টি নগরপালিকা ও ৬টি পঞ্চায়েত নির্বাচনেও বিজয়ী হয়েছে রাহুল গান্ধীর দল। হরিদ্বার, হালদোয়ানি-কাঠগোদাম এবং কোটদ্বারেও মেয়র পদে বিজয়ী হয়েছে কংগ্রেস। নৈনিতাল, আলমোড়া, চম্পাবত পুরসভায় চেয়ারম্যান পদেও বিজয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থীরা।

২০১৩-য় ব্যর্থ, ২০১৮-য় সাফল্য

২০১৩-য় ব্যর্থ, ২০১৮-য় সাফল্য

২০১৩ সালের পুরসভা নির্বাচন থেকেই ভরাডুবি শুরু হয়েছিল কংগ্রেসের। সেবার একটি মেয়র পদও জিততে পারেনি কংগ্রেস। বিজেপি একশো শতাংশ সফল হয়েছিল সেবার। গোটা রাজ্য মিলিয়ে ১২০টি কাউন্সিলর পদে জিতেছিল তারা। আর ২০১৮-য় পুরো উল্টোচিত্র। কংগ্রেস দারুনভাবে লড়াইয়ে ফিরে এল।

২০১৭ বিধানসভায় মুখ থুবড়ে পড়ে কংগ্রেস

২০১৭ বিধানসভায় মুখ থুবড়ে পড়ে কংগ্রেস

২০১৭ সালে বিধানসভা নির্বাচনে মুখ থুবড়ে পড়েছিল কংগ্রেস। ৭০টি আসনের মধ্যে ৫৭টিতেই জিতেছিল বিজেপি। কংগ্রেস পেয়েছিল মাত্র ১১টি আসন। আর এবার ১৯-এর লোকসভা ভোটের আগে এই পুর নির্বাচন ছিল কংগ্রেস ও বিজেপি উভয়ের কাছে শক্তি পরীক্ষার। সেই পরীক্ষায় বিজেপি ধাক্কা খেল রাহুল ব্রিগেডের কাছে।

কংগ্রেস-বচনে বিদ্ধ বিজেপি

কংগ্রেস-বচনে বিদ্ধ বিজেপি

প্রদেশ কংগ্রেস সভাপতি প্রীতম সিং কংগ্রেসের এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি বলেন. উত্তরাখণ্ডে বিজেপির অহংকার চূর্ণ করল এই ফল। টাকা ও প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করেও এবার কংগ্রেসকে হারাতে পারেনি বিজেপি। এই জয় ২০১৯-এর মহাযুদ্ধের আগে আমাদের আত্মবিশ্বাস জোগাবে।

English summary
Congress defeat BJP in Uttarakhand civic election and occupies three mayor post after lost in assembly election one year ago,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X