For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লোকসভায় প্রথম দফার প্রার্থীতালিকা ঘোষণা কংগ্রেসের

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

কংগ্রেস
নয়াদিল্লি, ৯ মার্চ: লোকসভা ভোটে প্রথম দফার প্রার্থীতালিকা প্রকাশ করল কংগ্রেস। শনিবার রাতে এই তালিকা ঘোষিত হয়েছে। নাম রয়েছে ১৯৪ জনের। পশ্চিমবঙ্গ থেকে ১৭ জনের নাম প্রথম দফায় ঘোষণা করা হয়েছে। প্রথম দফার তালিকায় নন্দন নিলেকানি, মহম্মদ কাইফের মতো সেলিব্রিটিরাও রয়েছেন।

মৌসম বেনজির নুর, আবু হাসনত খান চৌধুরী, অধীররঞ্জন চৌধুরী, আব্দুল মান্নান হোসেন, দীপা দাশমুন্সি প্রমুখ কংগ্রেসেরই সাংসদ এখন। আর সোমেন মিত্র গত লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেসের টিকিটে জিতলেও এবার কংগ্রেসের টিকিটে লড়ছেন।

যে হেভিওয়েটরা প্রথম দফার তালিকায় ঠাঁই পেয়েছেন, তাঁরা হলেন: বি কে হান্ডিক (যোরহাট), মীরা কুমার (সাসারাম), চরণদাস মহন্ত (কোরবা), শঙ্করসিং বাঘেলা (সবরকণ্ঠ), নবীন জিন্দল (কুরুক্ষেত্র), দীপেন্দর সিং হুডা (রোহতক), মল্লিকার্জুন খারগে (গুলবর্গা), নন্দন নিলেকানি (ব্যাঙ্গালোর দক্ষিণ), কে এইচ মুনিয়াপ্পা (কোলার), জ্যোতিরাদিত্য সিন্ধিয়া (গুণা), কমল নাথ (ছিন্দওয়ারা), মুকুল ওয়াসনিক (রামটেক), প্রিয়া দত্ত (মুম্বই উত্তর-মধ্য), মিলিন্দ দেওরা (মুম্বই দক্ষিণ), সুশীলকুমার শিন্ডে (সোলাপুর), গিরিধার গামাং (কোরাপুট), গিরিজা ব্যাস (চিতোরগড়), সোনিয়া গান্ধী (রায়বেরিলি), রাহুল গান্ধী (আমেঠি), সলমন খুরশিদ (ফারুখাবাদ), শ্রীপ্রকাশ জয়সওয়াল (কানপুর), মহম্মদ কাইফ (ফুলপুর), বেণীপ্রসাদ বর্মা (গোন্ডা) প্রমুখ।

এক নজরে পশ্চিমবঙ্গের প্রার্থীতালিকা

১. কোচবিহার : কেশব রায়
২. আলিপুরদুয়ার : জোসেফ মুন্ডা
৩. জলপাইগুড়ি : সুখবিলাস বর্মা
৪. রায়গঞ্জ : দীপা দাশমুন্সি
৫. মালদহ উত্তর : মৌসম নুর
৬. মালদহ দক্ষিণ : আবু হাসনত খান চৌধুরী
৭. জঙ্গিপুর : অভিজিৎ মুখোপাধ্যায়
৮. বহরমপুর : অধীররঞ্জন চৌধুরী
৯. মুর্শিদাবাদ : আব্দুল মান্নান হোসেন
১০. রাণাঘাট : প্রতাপ রায়
১১. বারাসত : রিজুল ঘোষাল
১২. জয়নগর : অর্ণব রায়
১৩. ডায়মন্ড হারবার : মহম্মদ কামারুজ্জামান কামার
১৪. কলকাতা উত্তর : সোমেন মিত্র
১৫. উলুবেড়িয়া : অসিত মিত্র
১৬. পুরুলিয়া : নেপাল মাহাত
১৭. বীরভূম : সৈয়দ সিরাজ জিম্মি

English summary
Congress declares first list of candidates for Lok Sabha polls
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X