For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পদে জোটপ্রার্থী কংগ্রেসেরই, লড়াইয়ে এবার দুই ‘হরি’

রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান নির্বাচনে বিরোধীদের তরফেও ঘোষণা করা হল প্রার্থী। শেষপর্যন্ত কংগ্রেসের বিকে হরিপ্রসাদ ডেপুটি চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন বিরোধীপক্ষের।

Google Oneindia Bengali News

২৬ বছর পর দামামা বেজেছে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান নির্বাচনের। উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু ভোটের দিনক্ষণ ঘোষণার পরই শাসকপক্ষ জানিয়ে দিয়েছিল রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পদে তাদের প্রার্থীর নাম। এবার বিরোধীদের তরফেও ঘোষণা করা হল প্রার্থী। শেষপর্যন্ত কংগ্রেসের বিকে হরিপ্রসাদ ডেপুটি চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন বিরোধীপক্ষের।

রাজ্যসভায় ডেপুটি চেয়ারম্যান পদে লড়াইয়ে এবার দুই ‘হরি’

কংগ্রেস এই পদটি তৃণমূল কংগ্রেসকে ছাড়ার ব্যাপারে মত প্রকাশ করেছিল আগে। ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর দু-দফায় বৈঠকে বসেন বিরোধী সমস্ত দলের রাজ্যসভার সদস্যরা। তাঁরা সর্বসম্মতভাবে প্রার্থী স্থির করার পক্ষেই মত দিয়েছিলেন। সেইমতো দু-দফা বৈঠক শেষে স্থির হয় কংগ্রেস সাংসদ বিকে হরিপ্রসাদ প্রার্থী হবেন। তিনি বুধবার মনোনয়নপত্র দাখিল করবেন।

এদিকে এনডিএ প্রার্থী হয়েছেন জেডিইউ সাংসদ হরিবংশ নারায়ণ সিং। অর্থাৎ রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পদের জন্য লড়াই হরিপ্রসাদ বনাম হরিবংশের। এখন দুই হরির লড়াইকে কেন্দ্র করে তাল ঠুকছে রাজ্যসভা। উভয় পক্ষই কেউ কাউকে এক ইঞ্চি জমি ছেড়ে দিতে নারাজ। বিরোধীরা যেমন সমস্ত অ-বিজেপি দলগুলিকে এক মঞ্চে আনার চেষ্টা করছে, তেমনই বিজেপিও চাইছে বিরোধী ঐক্য ভেঙে পাল্টা আঘাত দিতে।

মোট কথা, লোকসভা ভোটের আগে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান নির্বাচনকে পাখির চোখ করেছে শাসক-বিরোধী দুই পক্ষই। যদিও এই ফলাফলের উপর লোকসভার কোনও কিছুই নির্ভর করবে না তবু জোট অঙ্কের প্রশ্নে একটা বাস্তব ছবি প্রকাশ করবে এই ভোট। তাই উভয় পক্ষই বিশেষ সতর্ক।

শাসকপক্ষ থেকে শিবসেনার পর আকালি দলও ভোটদানে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যসভায় কোনও পক্ষেরই সংখ্যাগরিষ্ঠতা নেই। শাসকপক্ষ এনডিএকে জয়ের জন্য তাকিয়ে থাকতে হবে মধ্যপন্থা নিয়ে চলা দলগুলির সিদ্ধান্তের উপর। তারপর শিবসেনা ও আকালি দলের মতো দীর্ঘদিনের শরিকরা বেঁকে বসায় খানিক সমস্যা বেড়েছে। অন্যদিকে বিরোধীরা কতটা ঐকব্যবদ্ধ ছবি তুলে ধরতে পারেন এই ভোটে, সেদিকেই মূলত তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। কংগ্রেস প্রার্থীকে কোন কোন দল ভোট দেন, তা ভবিষ্যৎ জোট রাজনীতির পরিচায়ক হয়ে উঠবে বলেই মনে করা হচ্ছে।

English summary
Congress decides to candidate name for Rajya Sabha deputy chairman election. He is the candidate of opponent alliance.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X