গরুর দুধে সোনা রয়েছে, তার জন্য ব্যাঙ্কে লোন চাইতে গেল কংগ্রেস–সিপিএম সমর্থকরা
কিছুদিন আগেই গরুর দুধে সোনা পাওয়া যায় বলে মন্তব্য করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হয়েছিলেন তিনি। তাঁকে নিয়ে মজা করতেও ছাড়েনি নেটিজেনরা। এবার এই গরুর দুধে সোনা রয়েছে এই বিষয়কে সামনে রেখেই সল্টলেকে এখ অভিনব কায়দায় বিক্ষোভ দেখালেন কংগ্রেস–সিপিএমের কর্মী, সমর্থকরা। তাঁরা পিএনবি মোড়ের পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ঋণ নিতে যান।

জানা গিয়েছে, শনিবার বিধানভবন ঘেরাওয়ের নাম করে বিজেপি সেখানে তাণ্ডব চালায়। তারই প্রতিবাদে প্রথমে কংগ্রেস–সিপিএম ভেবেছিল যে সল্টলেকের পিএনবি মোড় অবরোধ করবে কিন্তু সেখানে ১৪৪ ধারা জারি হওয়ায় তা করতে পারেনি। সেই জন্য বিকল্প হিসাবে ব্যাঙ্কে প্রতীকি লোন চাইতে যান তাঁরা। এক বিক্ষোভকারী বলেন, 'শনিবার বিধানভবনে তাণ্ডব করে বিজেপি, বিধান রায়ের মূর্তি ভাঙচুর করে, কংগ্রেসের ফ্লেক্স ছিঁড়ে দেয় তারা, এমনকী ৭০ বছরের এক বৃদ্ধকে ধরে মারধর করে। এটাই কি দেশের সংস্কৃতি। বিজেপি দাবি করে যে তৃণমূল ওদের পার্টি অফিস নিয়ে নিচ্ছে, কিন্তু ওদের তো বাংলায় কোনও পার্টি অফিস নেই।’ বিক্ষোভকারীরা জানিয়েছেন যে বিধানভবনে ঢুকে বিজেপি কংগ্রেসের পার্টি অফিস ভেঙেছে, তারই প্রতিবাদে এই বিক্ষোভ। এদিন গরু নিয়ে এসে ব্যাঙ্ক ম্যানেজারের ঘরে ঢুকে পড়ে বিক্ষোভকারীরা। পরে পুলিশি হস্তক্ষেপে বিষয়টি নিয়ন্ত্রণে আসে।