For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সীতারামের তত্ত্বাবধানে চলে কংগ্রেস! আরও যা দাবি করলেন বিপ্লব দেব

দেশে একসঙ্গে লুট করেছে কংগ্রেস এবং সিপিএম। এমনটাই অভিযোগ করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব।

  • |
Google Oneindia Bengali News

দেশে একসঙ্গে লুট করেছে কংগ্রেস এবং সিপিএম। এমনটাই অভিযোগ করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, কংগ্রেস সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি তত্ত্বাবধানে চলে বলেও দাবি করেছেন বিপ্লব দেব। প্রতাপগড়ে দলীয় সমাবেশে ভাষণ দিচ্ছিলেন তিনি।

সীতারামের তত্ত্বাবধানে চলে কংগ্রেস! আরও যা দাবি করলেন বিপ্লব দেব

বিপ্লব দেব যে সময় এই মন্তব্য করেন, ঠিক সেই সময় প্রতাপ গড় থেকে প্রায় ২০ কিমি দূরে খুমলাং-এ জনসভায় ভাষণ দিচ্ছিলেন রাহু গান্ধী।

মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরায় বাম শাসন ২০১৩ তেই শেষ হয়ে যেত, যদি কংগ্রেস নেতৃত্ব সঠিকভাবে প্রচার করতেন। তাঁর অভিযোগ, রাজ্যে বামেদের ক্ষমতার রাখতে শেষ মুহুর্তে প্রচারে আসা থেকে নিজেদের বিরত করেছিলেন সনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং। কংগ্রেস সেই সময় নোংরা রাজনীতি করেছিল বলেও দাবি করেন বিপ্লব দেব।

এটা উল্লেখ করা যেতে পারে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী উত্তর-পূর্বে দলের প্রচার শুরু করেছেন সম্প্রতি। এরই মধ্যে তিনি ত্রিপুরা ছাড়াও অরুণাচল প্রদেশ এবং মনিপুরে দলের সভায় ভাষণ দিয়েছেন।

খুমলং-এর জনসভায় রাহুল গান্ধী বলেন, প্রধানমন্ত্রী বলেছিলেন বিজেপি সরকার প্রতিবছর ২ কোটি চাকরির সুযোগ তৈরি করবে। তবে কেন প্রতি বছর মানুষ কাজ হারাচ্ছেন। এপ্রসঙ্গে রাহুল গান্ধী বলেন, গত একবছরে এককোটি মানুষ কাজ হারিয়েছেন। এছাড়াও নোটবাতিল নিয়েও বর্তমান সরকারকে আক্রমণ করেন রাহুল গান্ধী।

English summary
Deb said that the Left rule in Tripura would have ended in 2013 had the Congress leaders campaigned well in the state.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X