For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হিজাব পরা বালিকার সঙ্গে রাহুলের ছবিতে বিতর্ক, বিজেপির মুখপাত্রকে জবাব কংগ্রেসের

হিজাব পরা বালিকার সঙ্গে রাহুলের ছবিতে বিতর্ক, বিজেপির মুখপাত্রকে জবাব কংগ্রেসের

  • |
Google Oneindia Bengali News

ভারত জোড়ো যাত্রায় রাহুল গান্ধীর সঙ্গে হিজাব পরিহিতা বালিকার ছবি নিয়ো এখন তুমুল বিতর্ক বেঁধেছে। বিজেপির মুখপাত্র সম্বিত পাত্রের তোলা অভিযোগের কড়া জবাব দিয়েছে কংগ্রেস। শশী থারুর থেকে শুরু করে সুপ্রিয়া শ্রীনাথ, পবন খের-রা গর্জে উঠেছেন বিজেপির বিরুদ্ধে। সংখ্যালঘু তোষণের যে অভিযোগ উঠেছে তা খারিজ করে দিয়েছেন দ্ব্যর্থহীন ভাষায়।

রাহুলে ছবি পোস্ট করে বিতর্কিত মন্তব্য সম্বিতের

রাহুলে ছবি পোস্ট করে বিতর্কিত মন্তব্য সম্বিতের

মঙ্গলবার বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র ভারত জোড়ো যাত্রার সময় হিজাব পরিহিতা বালিকার সঙ্গে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ছবি পোস্ট করে অভিযোগ করেছিলেন আসলে কংগ্রেস সংখ্যালঘু তোষণ চালাচ্ছে। ওই ছবিই তার প্রমাণ। ছবিটি ১৯ সেপ্টেম্বর কংগ্রেস পোস্ট করেছিল। তারপর সম্বিত পাত্র তা শেয়ার করে অভিযোগ করেন, ধর্মের ভিত্তিতে ভোট করার চেষ্টা কংগ্রেসের।

বিজেপির মুখপাত্রকে একহাত শশী থারুরের

এরপর কংগ্রেস নেতারা একে একে তাঁর বিরুদ্ধে তোপ দেগেছেন। বিজেপির যে জনগণের প্রতি আস্থা নেই তারই প্রকাশ পাচ্ছে তাঁদের দলের মুখপাত্রের কথায়। কংগ্রেসের সভাপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলা তিরবনন্তপুরমের সাংসদ শশী থারুর বলেন, রাহুল গান্ধী একটি হিজাব পরিহিতা শিশুকে সঙ্গে নিয়ে হেঁটে শালীনতার পরিচয় দিয়েছেন। বিজেপি তা ধর্মের চোখে দেখছে। আসলে জনগণের প্রতি কোনও বিশ্বাস নেই বিজেপির।

ছোটদের হীন রাজনীতির শিকার করবেন না

ছোটদের হীন রাজনীতির শিকার করবেন না

থারুর বলেন, নিজের বিশ্বাসের বাইরে দেখতে ও শিখতে শুরু করুন। কংগ্রেস কখনও ধর্মের ভিত্তিতে মানুষকে দেখতে শেখায় না। বিজেপির মুখপাত্রের উদ্দেশ্যে তিনি বলেন, হিজাব পরে যে রাহুল গান্ধীর সঙ্গে হেঁটেছে সে খুবই ছোট, একজন শিশু। সে ভোটব্যাঙ্কের কোনও অংশ হতে পারে না। অন্তত ছোটদের আপনাদের হীন রাজনীতির শিকার করবেন না।

আপনার মতো এত হীন মানসিকতার লোক দেখিনি

কংগ্রেসের মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাথ তিরস্কারের সুরে সম্বিত পাত্রের উদ্দেশে বলেন, আমি আমার সারা জীবনে আপনার মতো এত হীন মানসিকতার লোক দেখিনি। আপনি একটি শিশুকে অন্তত রেহাই দিন। ভারত জোড়ো যাত্রায় বিপুল জনতার ভিড় দেখে আপনাদের মাথা ঘুরে গিয়েছে বুঝতে পারছি। তাই ঘৃণার রাজনীতিতে আপনি নিমজ্জিত হয়েছেন। জয়রাম রমেশ আবার তা রি-টুইট করেছেন।

ওঁরা দেশভক্ত হতে পারেন না, ওঁরা আসলে মোদী-ভক্ত

কংগ্রেসে নেতা পবন খেরা জানিয়েছেন, পোশাকের ভিত্তিতে মানুষকে বিভক্ত করে যাঁরা তাঁরা কখনও দেশভক্ত হতে পারেন না, তাঁরা আসলে মোদী-ভক্ত। আমরা এতদিনে ভারতের বিভাজকদের খুঁজে পেয়েছিল। স্বরাজ পার্টির প্রতিষ্ঠাতা যোগেন্দ্র যাদব রাহুল গান্ধীর নেতৃত্বাধীন যাত্রার একটি কোলাজ পোস্ট করেছেন। লিখেছেন দুর্বল দৃষ্টিশক্তিসম্পন্ন লোকেরা আরও ভালো করে দেখতে চশমা করুন। উল্লেখ্য কন্যাকুমারী থেকে রাহুল গান্ধী তাঁর ১৫০ দিনের ভারত জোড়ো যাত্রা শুরু করেছেন।

জেল না বেল? আজ ফের আদালতে কেষ্ট, কোন অঙ্কে ঘুঁটি সাজাচ্ছে CBIজেল না বেল? আজ ফের আদালতে কেষ্ট, কোন অঙ্কে ঘুঁটি সাজাচ্ছে CBI

English summary
Congress counters BJP’s Sambit Patra on row over Rahul Gandhi’s picture with hijab clad girl
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X