For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Congress in MP: মধ্যপ্রদেশে কংগ্রেস ক্ষমতা টিকিয়ে রাখতে পারত! কিন্তু কী ভাবে, বার্তা দিলেন বিজেপির মন্ত্রী

Congress in MP: মধ্যপ্রদেশে কংগ্রেস ক্ষমতা টিকিয়ে রাখতে পারত! কিন্তু কী ভাবে, বার্তা দিলেন বিজেপির মন্ত্রী

  • |
Google Oneindia Bengali News

মধ্যপ্রদেশে কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসলেও, বিজেপির কাছে ক্ষমতা হারাতে হয়েছিল ২০২০-তে। হঠাৎই সংখ্যাগরিষ্ঠতা হারানোয় তৎকালীন কংগ্রেসী মুখ্যমন্ত্রী কমলনাথ পদত্যাগ করেন এবং রাজ্যে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হন শিবরাজ সিং চৌহান। তবে কংগ্রেস সেই সময় ক্ষমতা টিকিয়ে রাখতে পারত, প্রায় আড়াই বছর পরে বলছেন বিজেপির মন্ত্রী।

কমলনাথ মুখ্যমন্ত্রী না থাকলে

কমলনাথ মুখ্যমন্ত্রী না থাকলে

২০২০-র সেই সময়ের কথা স্মরণ করেছেন মধ্যপ্রদেশের মন্ত্রী গোবিন্দ সিং রাজপুত। তিনি বলেছেন, সেই সময় যদি কমলনাথের পরিবর্তে দিগ্বিজয় সিং মুখ্যমন্ত্রী থাকতেন তাহলে কংগ্রেসকে ক্ষমতার বাইরে যেতে হত না। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রাজপুত বলেছেন, মধ্যপ্রদেশের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রীর কাজের মধ্যে বিস্তর ফারাক ছিল। কংগ্রেসের দুই নেতার মধ্যে পার্থক্য বোঝাতে গিয়ে তিনি বলেছেন, একটা গাছ প্রবল বাতাসের চাপে নিচু হয়ে যায়, কিন্তু তা ভেঙে যায় না। অন্যদিকে কেউ যদি সোজা হয়ে দাঁড়াতে চেষ্টা করে, তাহলে তা চাপের মধ্যে ভেঙে যায়।

জ্যোতিরাদিত্যের দলত্যাগে সরকার ভাঙে

জ্যোতিরাদিত্যের দলত্যাগে সরকার ভাঙে

২০১৮ সালের ১৭ ডিসেম্বর মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন ছিন্দওয়ারার ৯ বারের সাংসদ কমলনাথ। কিন্তু ২০২০-র ১০ মার্চ জ্যোতিরাদিত্য সিন্ধিয়া দলত্যাগ করেন। যার জেরে মধ্যপ্রদেশের সরকার সংকটে পড়ে যায়। এরপর ২২ জন বিধায়ক দল ছাড়েন।

কমলনাথের পদত্যাগ

কমলনাথের পদত্যাগ

বিজেপির তরফে বিধানসভায় গরিষ্ঠতা প্রমাণের দাবি তোলা হয়। সেই সময় সেই মামলা যায় সুপ্রিম কোর্টে। তৎকালীন বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি হেমন্ত গুপ্তের ডিভিশন বেঞ্চের তরফে হাত তুলে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের কথা বলেন। তবে সেখানে বিদ্রোহী কংগ্রেস বিধায়কদের অধিবেশনে যোগ দিতে বাধ্য করা হয়নি। ফলে বিধায়ক সংখ্যা কম হয়ে যাওয়ার কারণে ২০২০-র ২০ মার্চ মুখ্যমন্ত্রী হিসেবে পদত্যাগ করেন কমলনাথ। পরে শিবরাজ সিং চৌহান মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন।

কেন বিজেপি মন্ত্রীর এমন কথা

তৎকালীন কংগ্রেস সরকারের রাজস্ব ও পরিবহনমন্ত্রী ছিলেন গোবিন্দ সিং রাজপুত। পরে তিনি কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন। বর্তমানে তিনি বিজেপি সরকারেও মন্ত্রী। তিনিই সংবাদ মাধ্যমের কাছে বলেছেন, কমলনাথের স্বভাবের কারণেই সরকার পড়ে গিয়েছিল।

বামে ফিরছে বিজেপিতে আসা ভোট! শাহী-প্রশ্নে অস্বস্তিতে সুকান্ত-শুভেন্দু-দিলীপরাবামে ফিরছে বিজেপিতে আসা ভোট! শাহী-প্রশ্নে অস্বস্তিতে সুকান্ত-শুভেন্দু-দিলীপরা

English summary
Congress could have retained power in MP with Digvijaya Singh as CM, says BJP minister Govind Singh Rajput
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X