For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গেহলটের অনুরোধে লাভ হল না, পদত্যাগের সিদ্ধান্তে অনড় রাহুল গান্ধী

শেষ চষ্টা করেছিলেন অশোক গেহলট। যদি কোনওভাবে মত পরিবর্তন করেন তিনি। দলের সব শীর্ষ নেতাদের অনুরোধ নিয়েই কংগ্রেস সভাপতির কাছে হাজির হয়েছিলেন তিনি। আবেদন, নিবেদনেও ভিজল না চিঁড়ে।

Google Oneindia Bengali News

শেষ চষ্টা করেছিলেন অশোক গেহলট। যদি কোনওভাবে মত পরিবর্তন করেন তিনি। দলের সব শীর্ষ নেতাদের অনুরোধ নিয়েই কংগ্রেস সভাপতির কাছে হাজির হয়েছিলেন তিনি। আবেদন, নিবেদনেও ভিজল না চিঁড়ে। নিজের সিদ্ধান্তেই অনড় হয়ে থাকলেন রাহুল গান্ধী। জানিয়ে দিলেন কিছুতেই সভাপতি পদ ছাড়ার সিদ্ধান্ত বদল করবেন না তিনি। এমনকী নতুন কে সভাপতি হবেন সেটাও তিনি বেছে দেবেন না।

গেহলটের অনুরোধে লাভ হল না, পদত্যাগের সিদ্ধান্তে অনড় রাহুল গান্ধী

সোমবার দিল্লিতে রাহুলের সঙ্গে এই নিয়ে দীর্ঘক্ষণ বৈঠক করেন তিনি। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের গেহলট জানান, এখনও তিনি বিশ্বাস করেন এই পদের একমাত্র যোগ্য ব্যক্তি রাহুল গান্ধীই। যে পরিস্থিতিতে এখন কংগ্রেস রয়েছে সেটা একমাত্র সামলানোর ক্ষমতা রয়েছে রাহুলের‌। দেশবাসীর প্রতি যে সমর্পণ রাহুলের রয়েছে সেটা খুব কম নেতারই থাকে বলে জানিয়েছেন গেহলট।

এদিন বৈঠকে অশোক গেহলট ছাড়াও উপস্থিত ছিলেন মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথ, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং, ছত্তীশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, রাজস্থানের উপ মুখ্যমন্ত্রী শচীন পাইলট সহ প্রথম সারির নেতারা।

[আরও পড়ুন:সভাপতি হিসেবে রাহুলের বিকল্প খুঁজে পেল কংগ্রেস! শীঘ্রই নাম ঘোষণার সম্ভাবনা][আরও পড়ুন:সভাপতি হিসেবে রাহুলের বিকল্প খুঁজে পেল কংগ্রেস! শীঘ্রই নাম ঘোষণার সম্ভাবনা]

লোকসভা ভোটে কংগ্রেসের ভরা ডুবির পরেই সভাপতি পদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নেন রাহুল গান্ধী। এই নিয়ে দলের কোনও নেতারই অনুরোধ শুনতে চাননি তিনি। এমনকী নতুন সভাপতিও তিনি ঠিক করে দেবেন না বলে জানিয়েছিলেন। গত কয়েকদিনে কংগ্রেসের সম্ভাব্য সভাপতি হিসেবে অশোক গেহলটের নাম উঠে আসছিল।

[আরও পড়ুন: সংকটে ‌কর্নাটকের জোট সরকার, পদ ছাড়লেন কংগ্রেসের দুই বিধায়ক][আরও পড়ুন: সংকটে ‌কর্নাটকের জোট সরকার, পদ ছাড়লেন কংগ্রেসের দুই বিধায়ক]

English summary
Congress chief Rahul Gandhi has shot down veteran party leader Ashok Gehlot’s request
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X