For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপি কে হারিয়ে মিথ বজায় রাখবে কংগ্রেস? হিমাচলে কীসের পূর্বাভাস ইন্ডিয়া টুডে-অ্যাক্সিসের সমীক্ষায়

বিজেপি কে হারিয়ে মিথ বজায় রাখবে কংগ্রেস? হিমাচলে কীসের পূর্বাভাস ইন্ডিয়া টুডে-অ্যাক্সিসের সমীক্ষায়

Google Oneindia Bengali News

কংগ্রেস কি পারবে হিমাচলপ্রদেশে মিথ বজায় রাখতে? মিথ অনুযায়ী বিজেপিকে হারিয়ে ক্ষমতা দখলের পালা কংগ্রেসের। এখনও পর্যন্ত পরপর দুবার কোনও পার্টি হিমাচলে ক্ষমতায় ফিরতে পারেনি। ক্ষমতার পরিবর্তনই বরাবরের মিথ হিমাচল প্রদেশ। কেরলের মতো এবার সেই মিথ ভাঙবে কি না, তা নিয়ে চর্চা চলছে। ইন্ডিয়া টুডে-অ্যাক্সিসের সমীক্ষায় পূর্বাভাস এবার বিজেপিকে হারিয়ে ক্ষমতায় ফিরতে পারে কংগ্রেস। তবে জোর টক্করের সম্ভাবনা রয়েছে।

বিজেপির সম্ভাব্য আসন সংখ্যা

বিজেপির সম্ভাব্য আসন সংখ্যা

ইন্ডিয়া টুডে-অ্যাক্সিসের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী বিজেপির তুলনায় কংগ্রেস এগিয়ে আছে হিমাচলপ্রদেশেও। আজ পর্যন্ত কখনই শাসক দল পুনরায় ক্ষমতায় আসেনি। সেই ধারা বজায় রেখে ইন্ডিয়া টুডে-অ্যাক্সিসের বুথ ফেরত সমীক্ষায় আভাস, বিজেপি এবার হিমাচলের ৩৪-এ থমকে যাবে। ৬৮ আসনের বিধানসভায় ৩৫টি হল ম্যাজিক ফিগার। ইন্ডিয়া টুডে-অ্যাক্সিসের বুথ ফেরত সমীক্ষা অনুয়ায়ী বিজেপি পেতে পারে ২৪ থেকে ৩৪ট আসন। অর্থাৎ ম্যাজিক ফিগার তারা ছুঁতে পারবে না।

কংগ্রেসের সম্ভাব্য আসন সংখ্যা

কংগ্রেসের সম্ভাব্য আসন সংখ্যা

ইন্ডিয়া টুডে-অ্যাক্সিসের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী এবার কংগ্রেস হিমাচলপ্রদেশে বিজেপিকে জোর লড়াই দেবে এবার। এমনকী তারা একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে ক্ষমতা দখল করতেও পারে। ২০১৭ সালের নির্বাচনে কংগ্রেসকে ক্ষমতা হারাতে হয়েছিল বিজেপির কাছে। এবার কংগ্রেসের ক্ষমতা দখলের কথা। সেইমতো ইন্ডিয়া টুডে-অ্যাক্সিসের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী কংগ্রেসের আসন সংখ্যা পেরিয়ে যেতে পারে ৩৫। কংগ্রেস সর্বোচ্চ পেতে পারে ৪০। আর খারাপ হলে আসন সংখ্যা হতে পারে ৩০। অর্থাৎ কংগ্রেসের তীরে এসে তরী ডুবতেও পারে।

আম আদমি পার্টির সম্ভাব্য আসন সংখ্যা

আম আদমি পার্টির সম্ভাব্য আসন সংখ্যা

এবার হিমাচল প্রদেশের নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করলেও সেভাবে দাগ কাটতে পারবে না আম আদমি পার্টি। ইন্ডিয়া টুডে-অ্যাক্সিসের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী এবার আম আদমি এখানে খাতা খুলতে পারবে না। তবে অন্যান্যরা ফ্যাক্টর হতে পারে হিমাচল প্রদেশের নির্বাচনে। অন্যান্যরা ৪ থেকে ৮টি আসন নিয়ে হিমাচলের হিসেব গোলমাল করে দিতে পারে। এমন পরিস্থিতি তৈরি হতে পারে অন্যান্যদের দরকার হল সরকার গড়তে। সেই সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না ইন্ডিয়া টুডে-অ্যাক্সিসের বুথ ফেরত সমীক্ষা।

গত নির্বাচনের ফলাফল

গত নির্বাচনের ফলাফল

এবার হিমাচলপ্রদেশ বিধানসভা নির্বাচনে লড়াই সীমাবদ্ধ থাকছে বিজেপি ও কংগ্রেসের মধ্যে। গতবার ৬৮ আসনের বিধানসভায় বিজেপি ৪৪টি আসনে জিতে ক্ষমতা লাভ করেছিল। আর কংগ্রেস থমকে গিয়েছিল ২১-এ। নির্দল পেয়েছিল দুটি আসন। আর সিপিএম পেয়েছিল একটি। মিথ অনুযায়ী এবার কংগ্রেসের ক্ষমতায় ফেরার কথা। এবার আম আদমি পার্টি এই রাজ্যে নির্বাচনে লড়েছিল। কিন্তু সে অর্থে দাগ কাটতে পারছে না। তবে কিছু ভোট তো কাটবেই। এবারও এই রাজ্যে বিজেপি বনাম কংগ্রেস লড়াই। উভয়ের মধ্যে কাঁটে কা টক্করের সম্ভাবনা ইন্ডিয়া টুডে-অ্যাক্সিসের বুথ ফেরত সমীক্ষায়।

Himachal Pradesh Exit Poll: হিমাচলের ক্ষমতায় ফের বিজেপি? Republic PMarq-এর সমীক্ষা এক নজরে Himachal Pradesh Exit Poll: হিমাচলের ক্ষমতায় ফের বিজেপি? Republic PMarq-এর সমীক্ষা এক নজরে

English summary
Congress can return in power in Himachal to defeat BJP according to India today-axis exit polls
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X