For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদী-রাজ্যে কে জিতবে ক'টি আসন, নিউজ নেশনের সমীক্ষায় স্পষ্ট ইঙ্গিত

মমতার রাজ্য নিয়ে তো অনেক চর্চা হল। সমীক্ষার আভাস নিয়ে হল কাটাছেঁড়া। কিন্তু এই লোকসভায় মোদী-রাজ্যের খবর কী? কী বলছে সমীক্ষা?

Google Oneindia Bengali News

মমতার রাজ্য নিয়ে তো অনেক চর্চা হল। সমীক্ষার আভাস নিয়ে হল কাটাছেঁড়া। কিন্তু এই লোকসভায় মোদী-রাজ্যের খবর কী? কী বলছে সমীক্ষা? কতগুলি আসন পেতে পারে বিজেপি, কংগ্রেসই বা কী ফল করতে পারে? এবারও কি কংগ্রেসকে অলআউট করতে পারবে গেরুয়া শিবির? তা নিয়েই আভাস দিয়েছে নিউজ নেশন। তাদের সমীক্ষায় উঠে এসেছে সম্ভাব্য ফল।

কংগ্রেস লড়াইয়ে, আধিপত্য বিজেপির

কংগ্রেস লড়াইয়ে, আধিপত্য বিজেপির

২০১৪-য় রাহুলের দলকে অলআউট করে দিলেও এবার লড়াই এত সহজ হচ্ছে না। কংগ্রেস এবার প্রবলতর প্রতিপক্ষ হয়ে উঠে আসছে। ফলে বিজেপির আসন সংখ্যা এবার কমবে মোদী-রাজ্যেও। তবে আধিপত্য জারি রাখতে সমর্থ হবে বিজেপি। অর্থাৎ কংগ্রেসের থেকে বেশি আসন দখল করবে গেরুয়া শিবির।

সমীক্ষার ফল

সমীক্ষার ফল

নিউজ নেশনের অভিমত, গুজরাতে ২৬টি আসনের মধ্যে বিজেপি ২১টি আসনে জয়ী হবে। কংগ্রেস জিততে পারে ৫টি আসনে। আর রাজনৈতিক মহলে মনে করছে, বিজেপির কাছে থেকে মোদী-রাজ্যে একটি আসন ছিনিয়ে নেওয়া মানেও বিজেপির গরিমায় আঘাত লাগা। এবার তা করে দেখাবে কংগ্রেস, এমনটাই ইঙ্গিত দিয়েছে নিউজ নেশন।

ভোট শতাংশেও আঘাত

ভোট শতাংশেও আঘাত

২০১৪ সালে বিজেপি ৬০.১১ শতাংশ ভোট পেয়েছিল। কংগ্রেস পেয়েছিল ৩৩.৪৫ শতাংশ। এবার কংগ্রেস মোদী-রাজ্যে ৮ শতাংশ ভোট বাড়াতে সমর্থ হচ্ছে। অর্থাৎ কংগ্রেস পেতে পারে ৪১ শতাংশ ভোট। আর বিজেপি পেতে পারে ৪৯ শতাংশ ভোট। প্রায় ১১ শতাংশ ভোট কমার সম্ভাবনা পদ্মশিবিরের।

জনপ্রিয়তা কমছে

জনপ্রিয়তা কমছে

খোদ মোদীর রাজ্যেই বিজেপির জনপ্রিয়তা কমছে। এই আভাস মিলেছে নিউজ নেশনের সমীক্ষায়। শুধু মোদীর রাজ্যে পাঁচটি আসন দখলের আভাসই নয়, ভোট শতাংশেও বিজেপিকে চ্যালেঞ্জের মুখে দাঁড়া করিয়ে দিতে তৈরি রাহুল গান্ধী। নিজের রাজ্যেই এই আঘাত কিন্তু লোকসভার ফলে অন্যরকম প্রভাব ফেলতেই পারে।

প্রধানমন্ত্রিত্বের লড়াইয়ে

প্রধানমন্ত্রিত্বের লড়াইয়ে

প্রধানমন্ত্রী হিসেবে কিন্তু মোদী বেশ কয়েক কদম পিছনে ফেলে দিয়েছেন রাহুল গান্ধীকে। এ রাজ্যে দ্রুত বিজেপির ভোট-ব্যাঙ্ক কমলেও, প্রধানমন্ত্রী হিসেবে এখনও ৬১ শতা্ংশ মানুষ চান মোদীকে। আর রাহুলকে চান ৩০ শতাংশ মানুষ।

English summary
Congress can return in competition in Gujarat against BJP in Lok Sabha Election 2019. But Narendra Modi is ahead as PM than Rahul Gandhi according to News Nation survey. The survey report says BJP will win only 36 seats
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X