For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজস্থানের ক্ষমতা দখলে এবার কে দেবে টেক্কা, স্পষ্ট ইঙ্গিত ইন্ডিয়া টুডের বুথ ফেরত সমীক্ষায়

রাজস্থানে এবার বিজেপির বিদায় ঘণ্টা কি বাজাতে পারবে কংগ্রেস? এই প্রশ্নটাই উঠে আসছিল প্রথম থেকে। শুক্রবার ভো পর্ব মেটার পর বুথ ফেরত সমীক্ষায় উঠে এল তেমনই চিত্র।

  • |
Google Oneindia Bengali News

রাজস্থানে এবার বিজেপির বিদায় ঘণ্টা কি বাজাতে পারবে কংগ্রেস? এই প্রশ্নটাই উঠে আসছিল প্রথম থেকে। শুক্রবার ভো পর্ব মেটার পর বুথ ফেরত সমীক্ষায় উঠে এল তেমনই চিত্র। ইন্ডিয়া টুডের বুথ ফেরত সমীক্ষা এবার স্পষ্ট ইঙ্গিত করল রাজস্থানে পরিবর্তন আসন্ন। এবার বিজেপিকে হারিয়ে কংগ্রেস ক্ষমতায় ফিরতে চলছে রাজস্থানে।

ম্যাজিক ফিগার থেকে দূরে বিজেপি

ম্যাজিক ফিগার থেকে দূরে বিজেপি

বিজেপি এবার রাজস্থানে ক্ষমতা থেকে অপসারিত হচ্ছে এমনই ইঙ্গিত মিলেছে ইন্ডিয়া টুডে-মাই অ্যাক্সিসের সমীক্ষা। তাদের সমীক্ষা অনুযায়ী বিজেপি পেতে পারে ৫২টি থেকে ৬৮টি আসন। রাজস্থানের ম্যাজিক ফিগার ১০১। ২০০ আসনের এই যুদ্ধে বিজেপি অনেকটা দূরে রয়ে যাবে। সংখ্যাগরিষ্ঠতার ধারে-কাছেও পৌঁছতে পারবে না বিজেপি, এমনই ইঙ্গিত ইন্ডিয়া টুডের সমীক্ষায়।

রাজস্থানে পরিবর্তনের সরকার

রাজস্থানে পরিবর্তনের সরকার

রাজস্থানে বিজেপিকে হারিয়ে কংগ্রেসের জয়ের ইঙ্গিত দিয়েছে ইন্ডিয়া টুডে-মাই অ্যাক্সিসের বুথ ফেরত সমীক্ষা। এই সমীক্ষা অনুযায়ী কংগ্রেস পেতে পারে ১২৯ থেকে ১৪৫টি আসন। ম্যাজিক ফিগার ১০১-এর থেকে এবার অনেটাই বেশি আসন পাবে কংগ্রেস, এমনই সম্ভাবনার কথা জানিয়েছে ইন্ডিয়া টুডের বুথ ফেরত সমীক্ষা।

[আরও পড়ুন: ছত্তিশগড়ের ক্ষমতা কি হারাতে চলেছে বিজেপি! ইন্ডিয়া টুডের সমীক্ষায় স্পষ্ট ইঙ্গিত][আরও পড়ুন: ছত্তিশগড়ের ক্ষমতা কি হারাতে চলেছে বিজেপি! ইন্ডিয়া টুডের সমীক্ষায় স্পষ্ট ইঙ্গিত]

রাজস্থানের লড়াই ‘অন্য’রা ফ্যাক্টর নয়

রাজস্থানের লড়াই ‘অন্য’রা ফ্যাক্টর নয়

ইন্ডিয়া টুডে ও মাই অ্যাক্সিসের সমীক্ষা অনুযায়ী রাজস্থানে এবার পরিবর্তন আসন্ন। এই সংস্থার বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী অন্যারা পাবে ৪ থেকে ৮টি আসন। এখানে অন্য শক্তি সে অর্থে নেই। কিন্তু দুই মূল প্রতিদ্বন্দ্বী বিজেপি ও কংগ্রেসের বিক্ষুব্ধ ছিলেন অনেকে। তাঁরা খুব একটা প্রভাব ফেলতে পারবেন না বলেই ইন্ডিয়া টুডের সমীক্ষায় ইঙ্গিত।

[আরও পড়ুন:ছত্তিশগড়ে রিপাবলিক টিভির 'পোল অব পোলস'-এর সমীক্ষায় এগিয়ে কে ][আরও পড়ুন:ছত্তিশগড়ে রিপাবলিক টিভির 'পোল অব পোলস'-এর সমীক্ষায় এগিয়ে কে ]

গতবার ফলের নিরিখে বিশ্লেষণ

গতবার ফলের নিরিখে বিশ্লেষণ

গতবার রাজস্থানে কংগ্রেসকে হারিয়ে ক্ষমতা ধরে রেখেছিল বিজেপি। বসুন্ধরা রাজে মুখ্যমন্ত্রীর কুর্সি ধরে রেখেছিলেন। ২০১৩ সালে বিধানসভা নির্বাচনে বিজেপি বিপুল জয় পেয়েছিল। বিজেপি পেয়েছিল ১৬৩টি আসন। আর কংগ্রেস জয়ী হয়েছিল মাত্র ২১ আসনে। এবার আমূল বদলে গিয়ে কংগ্রেসের পালে হাওয়া বইছে।

[আরও পড়ুন:রাজস্থানের ক্ষমতা দখলে এবার কে দেবে টেক্কা, স্পষ্ট ইঙ্গিত ইন্ডিয়া টুডের বুথ ফেরত সমীক্ষায় ][আরও পড়ুন:রাজস্থানের ক্ষমতা দখলে এবার কে দেবে টেক্কা, স্পষ্ট ইঙ্গিত ইন্ডিয়া টুডের বুথ ফেরত সমীক্ষায় ]

English summary
Congress can defeat BJP in Rajasthan Assembly election according to India Today-My Axis exit poll. India Today-My Axis clears the change in Rajasthan,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X