For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ছত্তিশগড়ে মুখ্যমন্ত্রীর কুর্সির লড়াই, সব বিধায়ককে দিল্লিতে জরুরি তলব হাইকমান্ডের

ছত্তিশগড়ে মুখ্যমন্ত্রীর কুর্সির লড়াই, সব বিধায়ককে দিল্লিতে জরুরি তলব হাইকমান্ডের

Google Oneindia Bengali News

ছত্তিশগড়ে কংগ্রেস সরকার সংকটে। ফের ঘোড়া কেনাবেচার আশঙ্কা করছে কংগ্রেস শিবির। সেই আশঙ্কা করেই রাজ্যের সব কংগ্রেস বিধায়কদের দিল্লিতে তলব করা হয়েছে। আগামিকালই দিল্লিতে রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করবেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল এবং টিএস সিং দেও। এই নিয়ে দ্বিতীয় দফায় বৈঠক করবেন তাঁরা। এর আগেও তারা রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করেছিলেন। সূত্রের খবর ভূপেশ বাঘেলের মুখ্যমন্ত্রী পদ দাবি করেছেন টিএস সিং দেও। এই নিয়েই চলছে টানা পোড়েন।

ছত্তিশগড়ে মুখ্যমন্ত্রীর কুর্সির লড়াই, সব বিধায়ককে দিল্লিতে জরুরি তলব হাইকমান্ডের

ছত্তিশগড়ের প্রদেশ কংগ্রেস সভাপতি পুনিয়া জানিয়েছেন, এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রী পদে বহাল রয়েছেন ভূপেশ বাঘেল। তিনি অবশ্য জানিয়েছেন হাইকমান্ড যা সিদ্ধান্ত নেবে সেটাই তিনি মেনে নেবেন। হাইকমান্ড যতদিন তাঁকে মুখ্যমন্ত্রী পদে থাকতে বলবে ততদিন তিনি দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন ভূপেশ বাঘেল। জুন মাসেই ভূপেশ বাঘেল সরকার আড়াই বছর পূরণ করেছে। তারপর থেকেই টিএস সিং দেও এবং তাঁর অনুগামীরা নেতৃত্ব বদলের সুর তুলতে শুরু করেছিলেন। মুখ্যমন্ত্রী পদে ভূপেশ বাঘেলকে সরানোর দাবি তুলেছিলেন তাঁরা। আড়াই বছর পর মুখ্যমন্ত্রীর মুখ বদল করা উচিত বলে দাবি করেন তিনি।

সূত্রের খবর এখনও পর্যন্ত এই নিয়ে কোনও আলোচনা হয়নি। তিনিও এই নিয়ে সিদ্ধান্ত নেননি। উল্টে প্রচ্ছন্নে হুমকি দিয়ে রেখেছেন তিনি। দেও জানিয়েছেন, তাঁকে যদি দায়িত্ব না দেওয়া হয় তাহলে তিনি বাঘের সরকার থেকে বেরিয়ে আসবেন। অর্থাৎ পদত্যাগ করবেন। তবে বিজেপিতে যোগদানের জল্পনা উড়িয়ে দিয়েছেন তিনি। তবে মুখ্যমন্ত্রী পদে বাঘেল থাকলে যে তিনি কংগ্রেস সরকারে থাকবেন না তার ইঙ্গিত দিয়ে দিয়েছেন। ২০১৮ সালে গোটা দেশে গেরুয়া ঝড়ের মাঝেই ছত্তিশগড়ে বিপুল জয় পায় কংগ্রেস। তবে মুখ্যমন্ত্রী পদ নিয়ে টানাপোড়েন শুরু হয়। সেখানে দুই নেতা দেও এবং সাহুর সঙ্গে মুখ্যমন্ত্রী পদ নিয়ে টানা পোড়েন চলছিল। শেষ পর্যন্ত দুই নেতার কাউকেই মুখ্যমন্ত্রী পদে না বসিয়ে ভূপেশ বাঘেলকে মুখ্যমন্ত্রী করে হাইকমান্ড। যদিও দলের অন্দরের এই বিরোধ প্রকাশ্যে আনতে দিতে চাইছে না। তাই রাহুল গান্ধী দুই নেতার ছবি পোস্ট করে লিখেছিলেন একতার কথা। যদিও ভূপেশ বাঘেল হাইকমান্ডের সিদ্ধান্তকেই মেনে নেবেন বলে জানিয়েেছন।

পাঞ্জাবেও মুখ্যমন্ত্রী পদ নিয়ে অশান্তি চলছে।সেখানে অমরিন্দর সিংকে মুখ্যমন্ত্রী পদ থেকে সরানোর দাবি উঠেছে। কিন্তু হাইকমান্ড তাতে রাজি নয়। উল্টে অমরিন্দর সিংয়ের উপরেই আস্থা রেখে কংগ্রেস। এবং পাঞ্জাবে বিধানসভা নির্বাচন অমরিন্দর সিংয়ের নেতৃত্বেই হবে বলে জানিয়ে দিয়েছে হরিশ রাওয়াত।

English summary
Chhattisgarh Congress MLA going to Delhi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X