For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপিকে চাপে ফেলতে নয়া কৌশল কংগ্রেসের, সংসদে আনা হচ্ছে 'প্রিভিলেজ মোশন'

অনাস্থা প্রস্তাবের যুদ্ধ জেতবার পর এবার প্রিভিলেজ মোশনের মুখে পড়তে চলেছে বিজেপি।

Google Oneindia Bengali News

অনাস্থা প্রস্তাবের যুদ্ধ জেতবার পর এবার প্রিভিলেজ মোশনের মুখে পড়তে চলেছে বিজেপি। প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমনের বিরুদ্ধে এই প্রিভিলেজ মোশন আনতে চলেছে কংগ্রেস।

বিজেপিকে চাপে ফেলতে নয়া কৌশল কংগ্রেসের, সংসদে আনা হচ্ছে প্রিভিলেজ মোশন


কংগ্রেস এদিন স্পষ্ট জানিয়েছে, অনাস্থা প্রস্তাবের দিন লোকসভাকে রাফাল চুক্তি নিয়ে তথ্য লুকিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী নীর্মলা সীতারমন। আর সেই মর্মেই তাঁর বিরুদ্ধে প্রিভিলেজ মোশন আনা হবে। প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী তথা কংগ্রেস নেতা একে অ্যান্টনী জানান, রাফাল চুক্তির মধ্যে এমন কিছু ছিলনা যে তার দাম লোকসভায় জানানো যাবে না। ফরাসী এই যুদ্ধ বিমান কেনা নিয়ে বিজেপি লোকসভায় তথ্য লুকিয়েছে বলে দাবি করছে কংগ্রেস। রাফাল যুদ্ধ বিমানের দামকে ইস্যু করেই কার্যত এখন সংসদে ফের একবার বিজেপি-কে ব্যাকফুটে ফেলতে তৈরি রাহুল ব্রিগেড। এনিয়ে রাহুল গান্ধী আগেও একটি টুইটে নির্মলা সীতারমনের রাফাল নিয়ে অবস্থানের বিরোধিতা করেন।

কংগ্রেস নেতা মল্লিকার্জুন খার্গে জানিয়েছেন, কংগ্রেসের তরফে প্রিভিলেজ মোশন আনা হবে। তবে শুধুমাত্র প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধেই প্রিভিলেজ মোশন আনা হবে নাকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধেও এই মোসন আনা হবে তা নিয়ে এখনও নিশ্চিতভাবে কিছু ঠিককরতে পারেনি কংগ্রেস।

English summary
Congress to bring privilege motion against Nirmala Sitharaman over Rafale deal.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X