For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভোটের মুখে দলে দলে বিজেপিতে! বড় ভাঙনে ক্ষমতাচ্যুত কংগ্রেস, বিপাকে রাহুল

নির্বাচনী দামামা বেজে গিয়েছে।এর মধ্যেই বড় ভাঙন কংগ্রেসে। এবার মধ্যপ্রদেশে কংগ্রেসকে ভাঙল বিজেপি। মধ্যপ্রদেশ কংগ্রেসের মুখ জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার ঘনিষ্ঠ নেতা কংগ্রেস ছেড়ে যোগ দিলেন গেরুয়া শিবিরে।

Google Oneindia Bengali News

নির্বাচনী দামামা বেজে গিয়েছে। ঝড় উঠেছে প্রচারে। এর মধ্যেই বড় ভাঙন কংগ্রেসে। এবার মধ্যপ্রদেশে কংগ্রেসকে ভাঙল বিজেপি। মধ্যপ্রদেশ কংগ্রেসের মুখ জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার ঘনিষ্ঠ নেতা কংগ্রেস ছেড়ে যোগ দিলেন গেরুয়া শিবিরে। রাহুল যখন মোদীকে নিশানায় একের পর এক বাণ ছেড়ে চলেছেন, তখন ভোটের আগেই কংগ্রেসকে ধাক্কা দিল বিজেপি।

পঞ্চায়েত স্তরে ভাঙন

পঞ্চায়েত স্তরে ভাঙন

বহু সমীক্ষাই বলছে, কংগ্রেস এবার মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনে অনেক এগিয়ে রয়েছে। এই অবস্থায় রাহুল গান্ধী বিশেষ গুরুত্ব দিয়ে মধ্যপ্রদেশে পড়ে রয়েছেন। রাহুল ব্রিগেডের জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবার মুখ্যমন্ত্রী পদের দাবিদার। তাঁর ঘনিষ্ঠ নগর পঞ্চায়েত প্রধান ভূপেন্দ্র নারায়ণ দ্বিবেদী এবার কংগ্রেস ছাড়লেন। সঙ্গে পুরো নগর পঞ্চায়েতের সদস্যরাও যোগ দিলেন বিজেপিতে।

কংগ্রেস ভাঙিয়ে প্রার্থী

কংগ্রেস ভাঙিয়ে প্রার্থী

কংগ্রেসে ভাঙন ধরিয়েই শেষ নয় দায়িত্ব। কংগ্রেস থেকে আসা ভূপেন্দ্র নারায়ণ দ্বিবেদীকে এবার প্রার্থী করতে পারে বিজেপি। চান্দেরি কেন্দ্র থেকে তিনি প্রার্থী হতে পারেন বলে মনে করছে রাজনৈতিক মহল। রাজনৈতিক মহল মনে করছে, বিধায়ক পদপ্রার্থী হওয়ার সুযোগ আসতেই তা লুফে নিয়েছেন দ্বিবেদী। ভূপেন্দ্রর বিজেপিতে যোগদান কংগ্রেসের কাছে বড় ধাক্কা।

আর কারা গেলেন বিজেপিতে

আর কারা গেলেন বিজেপিতে

একা নগর পঞ্চায়েত প্রধান ভূপেন্দ্র নন, মুখ্যমন্ত্রী শিবরাদজ সিং চৌহানের হাত ধরে বিজেপিতে নাম লেখালেন ইসাগড় নগর পঞ্চায়েতের বাকি সদস্যরাও। কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদানকারী বাকিরা হলেন, বন্দনা দ্বিবেদী, ভগবৎ দয়াল সেন, লিয়াকত খান, সন্তোষ সেন, ভানুসিং লোধী, মুকেশ শর্মা প্রমুখ সদস্যবর্গ।

[আরও পড়ুন:মতুয়ারা কার, মমতার না মুকুলের! ভোটের আগেই যুদ্ধ বিজেপি বনাম তৃণমূলের][আরও পড়ুন:মতুয়ারা কার, মমতার না মুকুলের! ভোটের আগেই যুদ্ধ বিজেপি বনাম তৃণমূলের]

নগর পঞ্চায়েতের ক্ষমতা বদল

নগর পঞ্চায়েতের ক্ষমতা বদল

নগর পঞ্চায়েত প্রধান সদস্যদের নিয়ে দল ছাড়ায় পুরো নগর পঞ্চায়েতেরই ক্ষমতা বদল হল। বিধানসভা ভোটের ঠিক আগেই কংগ্রেস ক্ষমতাচ্যুত হল ইসাগর পঞ্চায়েত থেকে। কংগ্রেসের হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নিল বিজেপি। ফলে এই নগর পঞ্চায়েত এলাকায় কংগ্রেসকে চ্যালেঢ্জের মুখে ফেলে দিল বিজেপি। উল্লেখ্য, এই এলাকায় কংগ্রেসের পর্যাপ্ত প্রাধান্য ছিল।

[আরও পড়ুন: তৃণমূলকর্মীকে লক্ষ্য করে ছুটল গুলি, হেঁটে পগার পার ২ দুষ্কৃতী, ফের দিনদুপুরে শুটআউট][আরও পড়ুন: তৃণমূলকর্মীকে লক্ষ্য করে ছুটল গুলি, হেঁটে পগার পার ২ দুষ্কৃতী, ফের দিনদুপুরে শুটআউট]

কেরল বিজেপিতে হেভিওয়েট

কেরল বিজেপিতে হেভিওয়েট

শনিবার কেরলের কন্নুরে বিজেপি সভাপতি অমিত শাহের সভায় পাঁচ হেভিওয়েট যোগ দেন গেরুয়া শিবিরে। এই তালিকা রয়েছেন ইসরোর চেয়ারম্যান মাধবন নায়ার, ট্রাভাঙ্কোর বোর্ডের প্রাক্তন সভাপতি ও কেপিসিসি এক্সিকিউটিভ কমিটির সদস্য জি রমন নায়ার, মহিলা কমিশনের প্রাক্তন সদস্য ডঃ প্রমিলা দেবী, জেডিএস-এর ভাইস প্রেসিডেন্ট কারাকুলাম দিবাকরণ নায়ার ও মালানকরা চার্চের থমাস জন।

[আরও পড়ুন: 'খুনের সুপারি নিয়েছি ২৮ বিধায়কের, ৬০ লক্ষ চাই, নইলে দেওয়ালির আগেই খেল খতম'][আরও পড়ুন: 'খুনের সুপারি নিয়েছি ২৮ বিধায়কের, ৬০ লক্ষ চাই, নইলে দেওয়ালির আগেই খেল খতম']

English summary
Congress breaks and members join in BJP in Madhya Pradesh. BJP increases power before assembly election of State,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X