For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'ভারত রত্নদের বিরুদ্ধে তদন্ত'! সচিন, লতাদের টুইট বিতর্ক নিয়ে সরব ফড়নবীশ, পাল্টা তোপ কংগ্রেসের

'ভারত রত্নদের বিরুদ্ধে তদন্ত'! সচিন, লতাদের টুইট বিতর্ক নিয়ে সরব ফড়নবীশ, পাল্টা তোপ কংগ্রেসের

  • |
Google Oneindia Bengali News

ভারতের কৃষক আন্দোলন নিয়ে মার্কিনি পপ তারকা রিহানার টুইটের পর ভারতের একের পর এক তারকা পর পর টুইট করেন। কৃষক আন্দোলন ভারতের অভ্যন্তরীন বিষয় বলে জানিয়ে টুইট করতে দেখা যায় সচিন থেকে লতা মঙ্গেশকারকে। এবার টুইট ঘিরে তদন্তের নির্দেশ দিয়েছে মহারাষ্ট্রের শিবসেনা জোট সরকার।

 কেন হচ্ছে তদন্ত?

কেন হচ্ছে তদন্ত?

প্রসঙ্গত, এই তদন্ত হচ্ছে টুইটের একটি লাইকে ঘিরে। দেখা গিয়েছে, সচিন তেন্ডুলকার, লতা মঙ্গেশকার, সাইনা থেকে অনিল কুম্বলেরা নিজেদের টুইটে 'অ্যামিএকেবল সলিউশন' কথাটি উল্লেখ করেছেন। সোশ্যাল মিডিয়া এই টুইট নিয়ে প্রশ্ন তোলে যে , তাহলে কি কোনও চাপে পড়ে সমস্ত সেলেবরা ওকযোগে একই বুলি আউড়েছেন? এই প্রশ্নের উত্তরেই শুরু হচ্ছে সচিনদের টুইটের বিরুদ্ধ তদন্ত।

 ভারতরত্নের বিরুদ্ধে তদন্ত ?

ভারতরত্নের বিরুদ্ধে তদন্ত ?

এদিন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ এক টুইটে এমন তদন্তের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন। তিনি প্রশ্ন তোলেন যে দেশের ভারত রত্ন সচিনের বিরুদ্ধেও তাহলে তদন্ত হবে? তিনি লেখেন, যে 'রত্ন'রা দেশের প্রতিটি পরিস্থিতিতে দেশের হয়ে কথা বলেছেন, তাঁদের বিরুদ্ধে এমন তদন্ত মেনে নেওয়া যায় না।

 পরিস্থিতি স্পষ্ট করল কংগ্রেস

পরিস্থিতি স্পষ্ট করল কংগ্রেস

এদিকে কংগ্রেসের তরফে সাফ জানানো হয়েছে, কোনও সেলেবের বিরুদ্ধে এই তদন্ত হবে না। শুধু মাত্র বিজেপির বিরুদ্ধে মহারাষ্ট্র সরকার তদন্ত করবে। খুঁজে বের করার চেষ্টা করা হবে যে, এই টুইটের নেপথ্যে বিজেপির আইটি সেলের চাপ ছিল কি না!

'বিজেপির ক্ষমতা রয়েছে চাপ দেওয়ার'

'বিজেপির ক্ষমতা রয়েছে চাপ দেওয়ার'

এদিকে, কংগ্রেসের তরফে সচিন সাওয়ান্ত জানিয়েছেন, যে সেলেবরা নিজেদের ব্যক্তিগত মন্তব্য জানিয়েছেন, তাঁদের নিয়ে কিছু বলার নেই। তবে বিজেপি কোনও কোনও সেলেবকে চাপ দিয়েছে কী না, তা জানার চেষ্টা হবে। তিনি নিজের টুইটে লেখেন, 'সেলেবদের চাপ দেওয়ার ক্ষমতা রাখে বিজেপি। আর সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।'

মুসলিম ভোট তিন ভাগ হবে বাংলায়, ওয়েইসি নেমে পড়লে সুবিধা হবে বিজেপিরইমুসলিম ভোট তিন ভাগ হবে বাংলায়, ওয়েইসি নেমে পড়লে সুবিধা হবে বিজেপিরই

English summary
Congress BJP tussle On Farmer protest indian celebrity Tweet issue, MVA Govt prob
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X