লোকসভার উল্টো ফল! বিজেপিকে গোহারা হারিয়ে কর্ণাটকে বিপুল জয় পেল কংগ্রেস
লোকসভা নির্বাচনে ভরাডুবির পর কর্ণাটকের পুরসভা ও গ্রাম পঞ্চায়েতের নির্বাচনে ঘুরে দাঁড়াল কংগ্রেস। বিজেপিকে হারিয়ে কংগ্রেস বিরাট জয় পেল। বিজেপি যখন লোকসভা ভোটের ধামাকা পারফরম্যান্স করেছে, তখন কংগ্রেস বাজিমাত করল শহর ও গ্রামাঞ্চলের স্থানীয় বডির নির্বাচনে। কংগ্রেসের এই পারফরম্যান্স বিশেষ তাৎপর্যপূর্ণ।

কর্ণাটকে কংগ্রেসের বিপুল জয়
কর্ণাটকের পুর ও পঞ্চতায়েত নির্বাচনে কংগ্রেস ৫০৯টি ওয়ার্ডে দিতে বিজেপিকে অনেক পিছনে ফেলে দিয়েছে। ৮টি শহরের কর্পোরেশন ৩৩টি মিউনিসিপ্যাল কর্পোরেশন, ২২টি নগর পঞ্চায়েত ও ২০২টি গ্রাম পঞ্চায়েত ভোট হয়। বেঙ্গালুরু আর্বান রিজিওনে কংগ্রেস ১৭টিতে জয়ী হয়েছে, সেখানে ১০টিতে জিতেছে বিজেপি।

কংগ্রেসকে অক্সিজেন জোগাল এই ফল
লোকসভার ধাক্কা খাওয়ার পর কংগ্রেসে অক্সিজেন জোগাল এই ফলাফল। উল্লেখ্য, এক্ষেত্রে ভোট হয়. ব্যালটে। লোকসভায় ইভিএমের ভোটে ধাক্কা খেলেও, ব্যালটের ভোটের রেজাল্ট গেল কংগ্রেসের পক্ষে। ২৯ এপ্রিল নির্বাচন হয়েছিল ১৩৬১ আসনে। তার মধ্যে কংগ্রেস জেতে ৫০৯টি আসনে।

লোকাল বডি নির্বাচনে পিছিয়ে বিজেপি
লোকসভা নির্বাচনের বিজেপি যেখানে প্রায় ক্লিন সুইপ করেছিল, সেখানে গেরুয়া শিবির কংগ্রেসের তুলনায় অনেক পিছিয়ে। মাত্র ৩৬৬টি ওয়ার্ড জিততে পেরেছে তারা। জেডিএস পেয়েছে ১৭৪টি ওয়ার্ডে। আর নির্দল পেয়েছে ১৬০টি ওয়ার্ড।

লোকসভায় জিতেও বিজেপি সাফ
মান্ড্যতে মুখ্যমন্ত্রীর এইচ ডি কুমারস্বামী ছেলে লোকসভা নির্বাচনে খারাপ ফল করেছিল। কিন্তু এই ভোটে জনতা দল সেকুলার ৬৯টি আসনের মধ্যে ৩২টিতে জিতেছে জেডিএস। কংগ্রেস জিতেছে ২৩টি আসনে। বিজেপি প্রায় ধুয়েমুছে সাফ।

কর্ণাটকে অক্সিজেন পেল কং-জেডিএস
কর্ণাটকের এই পুরসভা ও গ্রাম পঞ্চায়েতের নির্বাচন ইভিএমের পরিবর্তে ব্যালট পেপারে ভোটগ্রহণ হয়। কংগ্রেস ও জেডিএসের এই সাফল্যে কর্নাটকের জোট সরকারের স্থায়িত্ব বৃদ্ধি পেল। এই জয় তাদের অক্সিজেন দেবে। লোকসভায় দুই দলের জোট হয়েছিল, লোকাল বডি নির্বাচনে কোনও জোট হয়নি। স্বাভাবিকভাবেই এই ফলাফলে উচ্ছ্বসিত প্রদেশ কংগ্রেসের সভাপতি দীনেশ গুন্ডু রাও।