For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কংগ্রেসে বড় ভাঙন, সরকার গঠনে বিজেপির কাছে নাস্তানাবুদ হয়ে মোদী-শাহদের একহাত

বিজেপিকে মস্ত জবাব দেওয়ার ক্ষেত্র প্রস্তুত হয়েইছিল। কিন্তু মোক্ষম সময়েই মোক্ষম জবাব দিয়ে দারুন কামব্যাক করল বিজেপি। ফের ওস্তাদের মার দিয়ে সরকার বাঁচানো পাকা করে ফেলল মোদী-অমিত শাহের দল।

  • |
Google Oneindia Bengali News

বিজেপিকে মস্ত জবাব দেওয়ার ক্ষেত্র প্রস্তুত হয়েইছিল। কিন্তু মোক্ষম সময়েই মোক্ষম জবাব দিয়ে দারুন কামব্যাক করল বিজেপি। ফের ওস্তাদের মার দিয়ে সরকার বাঁচানো পাকা করে ফেলল মোদী-অমিত শাহের দল। বিজেপিকে বাগে পেয়েও কংগ্রেস ফিরতে পারল না ক্ষমতায়, সেই এগিয়ে থেকেও ধরাশায়ী রাহুলের দল।

কংগ্রেসে বড় ভাঙন, সরকার গঠনে বিজেপির কাছে নাস্তানাবুদ হয়ে মোদী-শাহদের একহাত

কংগ্রেসের দুজন বিধায়ক দয়ানন্দ সোপ্তে ও সুভাষ শিরোদকারকে ঘরে তুলে নিয়ে বিজেপি যখন মোক্ষম জবাব দিল, তখন কংগ্রেসের ব্যাখ্যা, এসবের পিছনে রয়েছে বিজেপির পুরো খেলা। বিজেপি ভয় দেখিয়ে দল ভেঙেছে তাদের। সেইসঙ্গে দেখানো হয়েছে প্রলোভনও। আর এই কাজে বিজেপি কাজে লাগিয়েছে কংগ্রেস থেকে ভাঙিয়ে নিয়ে যাওয়া এক বিধায়ককেই।

নির্বাচনের পর কংগ্রেসের শক্তি ছিল বিজেপির তুলনায় অনেকটাই বেশি। তবু গোয়ায় ক্ষমতা দখল করতে পারেনি তারা। ছোট শক্তিকে নিয়ে কুর্সিতে বসেন বিজেপির মনোহর পর্রিকর। এক বছরের মধ্যেই গোয়ায় বিপাকে পড়ে বিজেপি সরকার। তখন কংগ্রেস সরকার গঠনের দাবি তোলে। এই অবস্থায় সরকার বাঁচাতে মোক্ষম চাল দিল বিজেপি।

[আরও পড়ুন: পরিবর্তনেও জাগছে না কংগ্রেস, নির্বাচনের লক্ষ্যে রাহুলের আগমন ঘটছে না পুজোর বাংলায়][আরও পড়ুন: পরিবর্তনেও জাগছে না কংগ্রেস, নির্বাচনের লক্ষ্যে রাহুলের আগমন ঘটছে না পুজোর বাংলায়]

গোয়া কংগ্রেসের ভারপ্রাপ্ত নেতা এ চেল্লা কুমার বলেন, যখন বিশ্বজিৎ রানে কংগ্রেস ছেড়েছিলেন, তখন তিনি আমাকে বলেছিলেন, আমার জীবনের পরে রয়েছে অমিত শাহ-নরেন্দ্র মোদী। আমি একজন কংগ্রেসী, কিন্তু বাবা হিসেবে আমার সন্তান ও পরিবারের প্রতি দায়বদ্ধতা রয়েছে। তাই মনেপ্রাণে কংগ্রেসী হলেও আমাকে থাকতে হচ্ছে বিজেপির সঙ্গে। এই কথা তুলে ধরে চেল্লা কুমার বলেন, এই দুই নেতার সঙ্গেও যে এমনটা হয়নি কে বলতে পারে।

[আরও পড়ুন:ঐতিহ্যবাহী এলাহাবাদ শহরের নাম সত্যিই বদলে ফেলল যোগী সরকার][আরও পড়ুন:ঐতিহ্যবাহী এলাহাবাদ শহরের নাম সত্যিই বদলে ফেলল যোগী সরকার]

তিনি আরও বলেন, সংকটে পড়ে কংগ্রেস ভাঙাতে বিজেপি টোপ করেছে বিশ্বজিৎ রানেকে। আমি খোঁজ নিয়ে দেখেছি, বিশ্ব্জিৎই দুই কংগ্রেসী বিধায়ককে ভাঙিয়ে নিয়ে গিয়েছে বিজেপির দিকে। আর এর নেপথ্যে রয়েছে বিরাট প্রলোভন। বিশ্বজিৎকে মুখ্যমন্ত্রীর প্রস্তাবও দেওয়া হয়েছে বলে তিনি মনে করেন। স্রেফ একটাই শর্ত, কংগ্রেসের অন্তত দুজন বিধায়ককে সঙ্গে চাই।

[আরও পড়ুন:চোখে জল ,কাঁধে সন্তানের মৃতদেহ! উৎসবের দিনে উঠে এল আরও এক মর্মান্তিক ঘটনা ][আরও পড়ুন:চোখে জল ,কাঁধে সন্তানের মৃতদেহ! উৎসবের দিনে উঠে এল আরও এক মর্মান্তিক ঘটনা ]

English summary
Congress attacks Narendra Modi and Amit Shah after broken in Goa. Two Congress MLA of Goa are joining in BJP to meet with Amit Shah,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X