For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদী সরকার 'অর্থনৈতিকভাবে সমাজবিরোধী'! লকডাউনের আবহে যুক্তি সাজিয়ে তোপ কংগ্রেসের

  • |
Google Oneindia Bengali News

মোদী সরকারকে এবার 'অর্থনৈতিকভাবে সমাজবিরোধী' বলে আখ্যা দিল কংগ্রেস। এদিন লকডাউনের পরিস্থিতি নিয়ে মোদী সরকারকে তোপ দেগেছেন কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালা। তিনি বলেন, মোদী সরকার অর্থনৈতিকভাবে সমাজবিরোধীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে।

মোদী সরকার অর্থনৈতিকভাবে সমাজবিরোধী! লকডাউনের আবহে যুক্তি সাজিয়ে তোপ কংগ্রেসের

রাহুল গান্ধীর পর এদিন কংগ্রেসের তরফে রণদীপ সিং সুরজেওয়ালা বলেন, মোদী সরকার অর্থনৈতিক সমাজবিরোধিতা করে ভারতীয়দের থেকে ১. ৪ লাক কোটি টাকা লুঠ করছে। আর লকডাউনে এই কাজ তারা করছে পেট্রোল আর ডিজেলের দাম বাড়িয়ে। তিনি বলেন, গোটা দেশ যখন লড়ছে কোভিড মোকাবিলায়, যখন শ্রমিক শ্রেণি থেকে শুরু করে ছোট ব্যবসায়ী সকলেই নিজের মতো করে লড়ছেন তখন মোদী সর কার লুঠ করতে ব্যস্ত।

তিনি এক সাংবাদিক সম্মেলনে দাবি করেন, মোদী সরকার যেন অবশ্যই মানুষের থেকে লুঠ করা অর্থের ৭৫ শতাংশই ফিরিয়ে দেয়। কারণ কর চাপিয়ে মানুষের ওপর টাকার বোঝা বাড়ানো হয়েছে। আর 'নিষ্ঠুর' মোদী সরকার তা নিজের খেয়ালে করে গিয়েছে।

এর আগে, রাহুল কেন্দ্রকে তোপ দেগে বলেন, 'করোনা ভাইরাসের বিরুদ্ধে আমরা সবাই লড়ছি। আর তাতে দেশে কয়েক কোটি মানুষ অর্থ সংকটে ভুগছে। এই পরিস্থিতিতে তেলের দাম কমানো উচিৎ, তবে তা না করে উল্টে দাম বাড়ানোর পথে হাঁটল কেন্দ্র। লিটার প্রতি পেট্রোলের ও ডিজেলের দাম যথাক্রমে ১০ ও ১৩ টাকা বাড়িয়েছে সরকার। এই সিদ্ধান্তের কোনও যৌক্তিকতা নেই। এই সিদ্ধান্ত প্রত্যাহার করা উচিত।'

English summary
Congress attacks centre saying 'Economically Anti-national' to Fleece Indians
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X