For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এনআরসি-র সঙ্গে এনপিআরকে যুক্ত করতে চাইছে মোদী সরকার, অভিযোগ কংগ্রেসের

এনপিআরের সঙ্গে এনআরসিকে যুক্ত করতে চাইছে মোদী সরকার। এমনই অভিযোগ করেছে কংগ্রেস। গতকালই মোদীর মন্ত্রিসভায় গোটাদেশে এনআরপি ঘোষণা করেছে।

Google Oneindia Bengali News

এনপিআরের সঙ্গে এনআরসিকে যুক্ত করতে চাইছে মোদী সরকার। এমনই অভিযোগ করেছে কংগ্রেস। গতকালই মোদীর মন্ত্রিসভায় গোটাদেশে এনআরপি ঘোষণা করেছে। কংগ্রেসের মুখপাত্র অজয় মাকেন অভিযোগ করেছেন, অমিত শাহ এনআরসি আর এনপিআর দুটি ভিন্ন বিষয় দাবি করে একেবারে মিথ্যে কথা বলছেন বলছেন।

মমতার সুরেই সুর মেলাল কংগ্রেস

মমতার সুরেই সুর মেলাল কংগ্রেস

এনআরসি আর এনপিআর নিয়ে মোদী অমিত শাহের দাবি পরস্পর বিরোধী বলে অভিযোগ করেছিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই সুরেই মোদী অমিত শাহের বিরুদ্ধে আক্রমণ শানালেন কংগ্রেস নেতা অজয় মাকেন। তিনি অভিযোগ করেছেন অমিত শাহ একদিকে এনআরসির কথা বলছেন অন্যদিকে মোদী এনআরসি নিয়ে কোনও পরিকল্পনা নেই বলে দাবি করছেন। দুজনেই দেশবাসীকে মিথ্যে বলছেন বলে অভিযোগ করেছেন অজয় মাকেন।

মোদীর দাবি

মোদীর দাবি

দিল্লিতে বিধানসভা নির্বাচনের প্রচারে রামলীলা ময়দান থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেছেন গোটা দেশে এনআরসি করার কোনও পরিকল্পনা সরকারের নেই। ২০১৪ সালে তিনি প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই এই নিয়ে কোনও পরিকল্পনা িতনি করেননি। কংগ্রেস নেতা অজয় মাকেন দাবি করেছেন মোদী মিথ্যে কথা বলছেন। সিএএ নিয়ে যেভাবে বিক্ষোভ গোটা দেশে চলছে তাই ভয়ে এনআরসি নিয়ে মিথ্যে কথা বলছেন মোদী।

অমিত শাহের দাবি

অমিত শাহের দাবি

গতকাল মোদীর মন্ত্রিসভায় এনপিআরের অনুমোদ পাওয়ার পর অমিত শাহ দাবি করেন এনআরসির সঙ্গে এনপিআরের কোনও সম্পর্ক নেই। কিন্তু তিনি মিথ্যে কথা বলছেন বলে দাবি করেছেন অজয় মাকেন। এনআরসির প্রথম ধাপ এনপিআর বলে দাবি করেছেন তিনি। সেই কারণেই ২০২১ সালের জনগণনার আগে এনপিআর সেরে ফেলতে চাইছে মোদী সরকার। এটা হয়ে গেলেই সাধারণ মানুেষর কাছে নথি দাবি করবেন মোদীরা অভিযোগ অজয় মাকেনের।

পাকিস্তানের জইশ জঙ্গিদের নিশানায় অযোধ্যা! মাসুদ আজহারের গোপন 'মেসেজ' গোয়েন্দাদের হাতে পাকিস্তানের জইশ জঙ্গিদের নিশানায় অযোধ্যা! মাসুদ আজহারের গোপন 'মেসেজ' গোয়েন্দাদের হাতে

English summary
Congress attack BJP over NRC and NPR
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X