সিন্ধিয়া ঘাঁটিতে বড় রদবদল কংগ্রেসের, মধ্যপ্রদেশে বিজেপিকে মাত দিতে যেভাবে ঘুঁটি সাজাচ্ছে হাত শিবির
প্রায় দু' মাস আগে কংগ্রেস ছেড়ে বিজেপি-তে যোগ দিয়েছিলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া৷ মধ্যপ্রদেশে কংগ্রেসের পতনের পরই তিনি দল ত্যাগ করেবিজেপি-তে যোগদান করেন৷ তাঁর পদ্ম শিবিরে যোগদানের দু'মাস পর কংগ্রেসের তরফে রাজ্যে সিন্ধিয়া ঘাঁটি সহ অন্য জায়গাগুলিতে নতুন জেলা সভাপতি নিয়োগ করেছে৷

১১ জেলায় সিন্ধিয়া বিরোধীদের নিয়োগ করেছে কংগ্রেস
গুনা , গোয়ালিয়র , শেওপুর , বিদিশা , সিহোর , রাতলাম , শিবপুরি , হোসাঙ্গাবাদ , দেওয়াস-এ দলে নতুন ১১ জন জেলা সভাপতি নিয়োগ করা হয়েছে৷

উপনির্বাচনের ঘঁটি সাজাচ্ছে কংগ্রেস
এর আগে দলের তরফ থেকে মুকুল ওয়াসনিককে ভারপ্রাপ্ত জেনেরাল সম্পাদক হিসাবে নিয়োগ করা হয়েছিল৷ এছাড়া দু'জনকে সচিব পদে নিয়োগ করা হয়েছিল৷ বর্তমানে কংগ্রেসের তরফ থেকে ২৪টি আসনের জন্য উপনির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে৷ এই ২৪টি আসনের মধ্যে ২টি আসন আগেই খালি ছিল৷ বাকি ২২টি আসনে সিন্ধিয়া ঘনিষ্ঠ বিধায়কেরা দলত্যাগ করেছিলেন৷ এই ২৪ টি আসনে উপনির্বাচনের প্রস্তুতি নিচ্ছে দল৷ দল এমন কয়েকজনকে খুঁজছে যাঁরা সিন্ধিয়া বিরোধী ও পরবর্তীতে দলের মুখ হয়ে উপনির্বাচনে দলের হয়ে লড়াই করতে পারবেন৷

মধ্যপ্রদেশের রাজনৈতির নাটক
প্রসঙ্গত , ২০১৮ সালে কংগ্রেস মধ্যপ্রদেশে ক্ষমতায় এসেছিল৷ সেইসময় কংগ্রেসের অন্যতম প্রধান মুখ ছিলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া৷ কিন্তু তৎকালীন মুখ্যমন্ত্রী কমলনাথ ও কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংয়ের জুড়ি রাজনৈতিক ষড়যন্ত্রে তাঁকে দলে সঠিক জায়গা থেকে বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ জানিয়েছিলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া৷ তখন থেকেই দলের মধ্যে বিরোধ তৈরি হয়৷ এরপরেই জ্যোতিরাদিত্য সিন্ধিয়া দল ত্যাগ করে বিজেপিতে যোগদান করেন৷ তারপরেই সিন্ধিয়া ঘনিষ্ঠ আরও অনেকেই দল ত্যাগ করেন৷

বিজেপির অন্দরে কোন্দল
অন্যদিকে, নির্বাচনে সিন্ধিয়া সমর্থকদের বিজেপি টিকিট দেবে বলে জানা গেছে৷ যা নি আবার বিজেপির অন্দরে শুরু হয়ে গিয়েছে কোন্দল। এই পরিস্থিতির ফায়দা তুলে কংগ্রেস চাইছে বিক্ষুব্ধ বিজেপি নেতাদের দলে টানতে।

মসজিদে ঢোকা নিয়ে লিঙ্গবৈষম্য আইন বিরোধী, কেন্দ্রকে নোটিশ পাঠাল সুপ্রিমকোর্ট!