For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলায় আরও ২৫ প্রার্থী কংগ্রেসের, কোন কেন্দ্রে কে প্রার্থী, এক ক্লিকে পুরো তালিকা

লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের আর ২৫ প্রার্থীর নাম ঘোষণা করল কংগ্রেস। আগে ১০ জন প্রার্থী নাম প্রকাশ করা হয়েছিল প্রথম তালিকায়। দ্বিতীয় তালিকায় আরও ২৫টি কেন্দ্রের প্রার্থীর নাম প্রকাশ হল।

Google Oneindia Bengali News

লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের আর ২৫ প্রার্থীর নাম ঘোষণা করল কংগ্রেস। আগে ১১ জন প্রার্থী নাম প্রকাশ করা হয়েছিল প্রথম তালিকায়। দ্বিতীয় তালিকায় আরও ২৫টি কেন্দ্রের প্রার্থীর নাম প্রকাশ হল। এখন পর্যন্ত ৩৬ কেন্দ্রে কংগ্রেস প্রার্থীর নাম প্রকাশ করা হল। কংগ্রেস আগেই বামেদের বার্তা দিয়েছিল পাঁচ কেন্দ্রে প্রার্থী দেবে না। এদিনের পর ছটি কেন্দ্রে প্রার্থী দিতে বাকি রইল কংগ্রেসের।

বাংলায় আরও ২৫ প্রার্থী কংগ্রেসের, কোন কেন্দ্রে কে প্রার্থী, দেখে নিন এক ক্লিকে

এদিন এআইসিসির পক্ষ থেকে মোট ২৬টি লোকসভা কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করা হয়। তার মধ্যে মহারাষ্ট্রের একটি আসনে প্রার্থীর নাম জানায় কংগ্রেস। আর পশ্চিমবঙ্গের ২৫ কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করা হয়। কংগ্রেস জানায়, মহারাষ্ট্রের মুম্বই উত্তর-পশ্চিম কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন সঞ্জয় নিরূপম।

পশ্চিমবঙ্গে ২৫ কেন্দ্রের নাম প্রকাশ করে কংগ্রেস এ রাজ্যে প্রায় সমস্ত আসনেই প্রার্থী চূড়ান্ত করে ফেলল। বাকি ছয় আসনে কংগ্রেস প্রার্থী দেয়নি এখনও। বামেদের চারটি আসনে প্রার্থী না দেওয়ার পরিপ্রেক্ষিতে পাঁচ আসনে প্রার্থী না দিয়ে 'সৌজন্য' দেখিয়েছিল কংগ্রেস। তবে এদিন কংগ্রেসের তরফে জানানো হয়, দুটি আসনে প্রার্থী দেবে না কংগ্রেস। বাকি চার আসনে কংগ্রেস প্রার্থী দেবে।

[আরও পড়ুন: ডিএ নিয়ে হলফনামা পেশ করতে হবে, রাজ্যকে নির্দেশ কলকাতা হাইকোর্টের ][আরও পড়ুন: ডিএ নিয়ে হলফনামা পেশ করতে হবে, রাজ্যকে নির্দেশ কলকাতা হাইকোর্টের ]

এদিন ওড়িশা বিধানসভার চারটি আসনেও প্রার্থীর নাম ঘোষণা করে কংগ্রেস। ওড়িশায় লোকসভার সঙ্গেই ভোট হচ্ছে বিধানসভার। রাউরকেল্লা, হিঞ্জিলি, পাটনাগড় ও উদয়গিরি কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করে কংগ্রেস। এর মধ্যে প্রথম দুটি কেন্দ্রে প্রার্থী বদল করা হয়।

[আরও পড়ুন:বিজেপিতে ভাঙন ধরিয়ে দাদু-নাতির কংগ্রেসে যোগ, লোকসভা ভোটের মুখে শক্তিবৃদ্ধি ][আরও পড়ুন:বিজেপিতে ভাঙন ধরিয়ে দাদু-নাতির কংগ্রেসে যোগ, লোকসভা ভোটের মুখে শক্তিবৃদ্ধি ]

English summary
Congress announces more 25 candidates name for Lok Sabha Election in Bengal. Congress announces total 35 candidates out of West Bengal’s 42 seats
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X