For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জল্পনার অবসান! বারাণসীতে মোদীর বিরুদ্ধে 'হেভিওয়েট' কংগ্রেস প্রার্থীর নাম ঘোষণা

সমস্ত জল্পনার অবসান। এবারের জাতীয় নির্বাচনে প্রিয়ঙ্কা গান্ধী ভডরা বারাণসী থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন না।

  • |
Google Oneindia Bengali News

সমস্ত জল্পনার অবসান। এবারের জাতীয় নির্বাচনে প্রিয়ঙ্কা গান্ধী ভডরা বারাণসী থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন না।
এদিনই কংগ্রেসের তরফে বারাণসীর প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। তিনি হলেন অজয় রাই। ২০১৪-র নির্বাচনে এই কেন্দ্র থেকেই তৃতীয় হয়েছিলেন তিনি।

জল্পনার অবসান! বারাণসীতে মোদীর বিরুদ্ধে হেভিওয়েট কংগ্রেস প্রার্থীর নাম ঘোষণা

এদিন বারাণসীতে মোদীর মেগা রোড শো-র আগে কংগ্রেস প্রার্থীর নাম ঘোষণা করা হয়। শুক্রবার বারাণসী থেকে মনোনয়ন জমা দেবেন মোদী।

কখনও প্রিয়ঙ্কা গান্ধী কখনও রাহুল গান্ধীর কথায় বারাণসীতে কংগ্রেস প্রার্থী নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। প্রিয়ঙ্কা গান্ধীই যে সেখান থেকে প্রার্থী হতে পারেন, অনেকে
সেটাই ধরে নিয়েছিলেন। গত সপ্তাহেই সাংবাদিকদের রাহুল জানিয়েছিলেন, তিনি বারাণসীর প্রার্থীপদ নিয়ে সাসপেন্স রাখতে চান। সাসপেন্স সবসময় খারাপ জিনিস নয়
বলেও মন্তব্য করেছিলেন তিনি।

[আরও পড়ুন:প্রার্থী হিসাবে ফের মদন মিত্র ভোট ময়দানে! উপনির্বাচনে কোন কেন্দ্রের টিকিট দিলেন 'দিদি' মমতা][আরও পড়ুন:প্রার্থী হিসাবে ফের মদন মিত্র ভোট ময়দানে! উপনির্বাচনে কোন কেন্দ্রের টিকিট দিলেন 'দিদি' মমতা]

২০১৪ সালে প্রায় ৭৫ হাজার ভোট পেয়ে বারাণসী থেকে তৃতীয় হয়েছিলেন অজয় রাই। আম আদমি পার্টির প্রার্থী প্রায় দুলক্ষ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছিলেন। প্রধানমন্ত্রী
নরেন্দ্র মোদী পেয়েছিলেন প্রায় ৫.৮ লক্ষ ভোট।

বিরোধী অখিলেশ ও মায়াবতীর গোটবন্ধনের আলাদা প্রার্থী রয়েছে এই কেন্দ্রে। প্রাক্তন কংগ্রেস নেতার পুত্র বধূ শালিনী যাদবকে প্রার্থী করা হয়েছে জোটের তরফ
থেকে।

[আরও পড়ুন: বিধানসভা উপ-নির্বাচনের ৩টি আসনে প্রার্থী ঘোষণা তৃণমূলের][আরও পড়ুন: বিধানসভা উপ-নির্বাচনের ৩টি আসনে প্রার্থী ঘোষণা তৃণমূলের]

English summary
Congress announces Ajoy Rai as their candidate from Varanasi against Narendra Modi. Ajoy Rai placed third in 2014 election from Varanasi.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X