For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদী সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে বিশাল ব়্যালি কংগ্রেসের, আহ্বান ভুক্তভোগীদের

কেন্দ্রের জনবিরোধী নীতির বিরুদ্ধে রামলীলা ময়দানে বিশাল সমাবেশের ডাক দিল কংগ্রেস। জেলা-পর্যায় ও রাজ্য-পর্যায়ের আন্দোলন শেষে ৩০ নভেম্বর এই সমাবেশের ডাক দেওয়া হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

কেন্দ্রের জনবিরোধী নীতির বিরুদ্ধে রামলীলা ময়দানে বিশাল সমাবেশের ডাক দিল কংগ্রেস। জেলা-পর্যায় ও রাজ্য-পর্যায়ের আন্দোলন শেষে ৩০ নভেম্বর এই সমাবেশের ডাক দেওয়া হয়েছে। কংগ্রেস কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেনুগোপাল সাংবাদিক বৈঠকে শনিবার এই সমাবেশের ঘোষণা করেন।

Congress announced to culminate in a ‘massive rally’ against Modi government. Congress calls this rally against Centers ‘anti-people policies

তিনি বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ২৫ নভেম্বরের আগে জেলা ও রাজ্য পর্যায়ে আন্দোলন শেষ করা হবে। তারপর ৩০ নভেম্বর দিল্লির রামলীলা ময়দানে এই সমাবেশ করা হবে। উল্লেখ্য, আগে ৫ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে আন্দোলন করার পরিকল্পনা নেওয়া হয়েছিল। সেইমতো বিজেপি নেতৃত্বাধীন সরকারের ব্যর্থতা তুলে ধরে প্রতিবাদ সভা চলছিল। সেই দিনক্ষণ আরও বাড়িয়ে ২৫ নভেম্বর করা হয়েছে।

বেনুগোপাল জানান, আমরা ৩০ নভেম্বর দিল্লির রামলীলা ময়দানে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে একটি বিশাল চূড়ান্ত র্যােলি করার সিদ্ধান্ত নিয়েছি। এই সমাবেশকে আমরা 'ভারত বাঁচাও ব়্যালি' নাম দিয়েছি। আহ্বান জানানো হয়েছে সরকারের জনবিরোধী নীতির ফলে যে সমস্ত লোকেরা ক্ষতিগ্রস্থ হয়েছেন, তাঁরা সবাই এই র্যা লিতে যোগ দিন

শনিবার কংগ্রেস হাইকম্যান্ড শীর্ষ নেতাদের নিয়ে একটি বৈঠক করে। সেই বৈঠকে প্রদেশ সভাপতিদেরও ডাকা হয়। সিদ্ধান্ত হয়, কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি, বিশেষত অর্থনৈতিক মন্দা, কৃষকদের সঙ্কট, বিশাল বেকারত্বের বিরুদ্ধে আন্দোলন কর্মসূচি গড়ে তোলা হবে রাজ্যে রাজ্যে জেলায় জেলায়। তারপর কেন্দ্রীয় অনুষ্ঠান হবে দিল্লির রামলীলা ময়দানে।

English summary
Congress announced to culminate in a ‘massive rally’ against Modi government. Congress calls this rally against Center's ‘anti-people policies.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X