For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহারাষ্ট্রে বিজেপিকে গড়ে ঢুকে হারাল কংগ্রেস, পঞ্চায়েতে বিপুল জয়ে অক্সিজেন উদ্ধব শিবিরেরও

সম্প্রতি বিজেপি মহারাষ্ট্রে মহাজোট সরকারকে সরিয়ে ক্ষমতার অলিন্দে এসেছে। ক্ষমতা দখলের লোভে বিজেপি শিবসেনায় বিভাজন ঘটিয়েছে বলে অভিযোগ। এই পরিস্থিতিতে মহারাষ্ট্রের পঞ্চায়েত নির্বাচনে জোর ধাক্কা খেল বিজেপি।

  • |
Google Oneindia Bengali News

সম্প্রতি বিজেপি মহারাষ্ট্রে মহাজোট সরকারকে সরিয়ে ক্ষমতার অলিন্দে এসেছে। ক্ষমতা দখলের লোভে বিজেপি শিবসেনায় বিভাজন ঘটিয়েছে বলে অভিযোগ। এই পরিস্থিতিতে মহারাষ্ট্রের পঞ্চায়েত নির্বাচনে জোর ধাক্কা খেল বিজেপি। কংগ্রেস নাগপুরের মতো বিজেপি-গড়ে গেরুয়া শিবিরকে নাস্তানাবুদ করে ছাড়ল। মহারাষ্ট্রের ক্ষমতাসীন বিজেপি-শিন্ডে শিবিরকে হারাল কংগ্রেস নেতৃত্বাধীন মহাজোট। ফলে ফের মহারাষ্ট্রে অক্সিজেন পেল শিবসেনার উদ্ধব শিবির।

নিজেদের গড়েও শোচনীয় হার হজম বিজেপির

নিজেদের গড়েও শোচনীয় হার হজম বিজেপির

সম্প্রতি ক্ষমতা হাতছাড়া হয়েছে। উদ্ধবের নেতৃত্বে শিবসেনা-কংগ্রেস-এনসিপি জোটের সরকার ভেঙে গিয়েছে বিজেপির খেলায়। এমনকী শিন্ডে শিবিরের সঙ্গে যুদ্ধে উদ্ধবকে খোয়াতে হয়েছে দলের প্রতীকও। তারপর মহারাষ্ট্রের নাগপুরে পঞ্চায়েত ভোটে বিজেপি মোক্ষম জবাব পেয়েছে। নিজেদের গড়েও শোচনীয় হার হজম করতে হয়েছে বিজেপিকে। কংগ্রেস পেয়েছে সাফল্য। যা শুধু কংগ্রেসকে নয়, শিবসেনা-এনসিপিসহ পুরো বিরোধী জোটকেই অক্সিজেন জোগানোর পক্ষে যথেষ্ট।

মোট আসনের মধ্যে কে কটি আসনে জয় পেল

মোট আসনের মধ্যে কে কটি আসনে জয় পেল

মহারাষ্ট্রের পঞ্চায়েত নির্বাচনে মোট ১০৭৯ আসনের মধ্যে বিরোধী মহাজোট অর্থাৎ কংগ্রেস-শিবসেনা-এনসিপি জয় পেয়েছে ৪৬৪টি আসনে। আর শাসক জোট অর্থাৎ বিজেপি-শিন্ডে শিবিরের জয় ৩৫৭টি আলনে। ২৫৮টি আসনে জিতেছে নির্দল ও অন্যান্যরা। শাসক দলের থেকে ১০৭টি আসন বেশি পেয়েছে বিরোধী জোট, এটাই তাদের ফের লড়াইয়ে ফিরিয়ে দিয়েছে মহারাষ্ট্রে।

এককভাবে কে কতগুলি আসনের দখল রাখল

এককভাবে কে কতগুলি আসনের দখল রাখল

বিজেপির একটাই স্বস্তি, তারা একক বৃহত্তম দল হয়েছে। একা বিজেপি পেয়েছে ২৩৫টি আসন। আর কংগ্রেস দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে পেয়েছে ১৩৪টি আসন। শিবসেনার উদ্ধব শিবির পেয়েছে ১১০টি আসন। এনসিপির দখলে ১২৮টি আসন। আর বিজেপির সঙ্গে জোট করে শিবসেনার শিন্ডে শিবির পেয়েছে ১১৪টি আসন। এই ফলে প্রমাণিত উদ্ধব শিবিরের প্রতি এখনও যথেষ্ট সমর্থন রয়েছে মহারাষ্ট্রের।

নিজেদের গড় নাগপুরে বিজেপি কার্যত নিশ্চিহ্ন

নিজেদের গড় নাগপুরে বিজেপি কার্যত নিশ্চিহ্ন

মহারাষ্ট্রের নাগপুর জেলায় সবথেকে চাঞ্চল্যকর ফল করেছে কংগ্রেস। এই জেলা বিজেপির গড় বলে পরিচিত। সেখানে কংগ্রেস চমক দিয়েছে। ১৩টি পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন পদের নয়টি এবং ডেপুটি চেয়ারপার্সন পদের আটটিতে জয়ী হয়েছে। তিনটিতে জয়ী হয়েছে এনসিপি, মাত্র একটিতে জয় পেয়েছে শিবসেনার শিন্ডে শিবির।

বিজেপি-শিন্ডে শিবিরকে ‘জবাব' মহারাষ্ট্রের!

বিজেপি-শিন্ডে শিবিরকে ‘জবাব' মহারাষ্ট্রের!

সব মিলিয়ে বিরোধী জোটের থেকে অনেকটাই পিছিয়ে পড়েছে শাসক শিবির। রাজনৈতিক মহলের ব্যাখ্যা, এই ফল প্রমাণ করেছে বিজেপির বিভাজন মানসিকতা এবং শিন্ডে-বিজেপির আঁতাত মেনে নিতে পারেনি মহারাষ্ট্র। তাই পঞ্চায়েত ভোটে বিজেপিকে মোক্ষম জবাব দিয়েছে। নাগপুরের মতো গড়ে কার্যত নিশ্চিহ্ন হয়ে গিয়েছে বিজেপি। একটি সভাপতির আসনও দখল করতে পারেনি বিজেপি।

শিবসেনার উদ্ধব শিবির ঘুরে দাঁড়াল পঞ্চায়েতে

শিবসেনার উদ্ধব শিবির ঘুরে দাঁড়াল পঞ্চায়েতে

শিবসেনার উদ্ধব শিবির প্রতীক খোয়ালেও গোটা মহারাষ্ট্রেই ভালো ফল করেছে। কংগ্রেস-এনসিপি ও শিবসেনা উদ্ধব শিবিরের এই ফল আসন্ন নির্বাচনে চিন্তায় রাখবে গেরুয়া শিবিরকে। এবার বৃহন্মুম্বই পুরসভার নির্বাচনে। এই নির্বাচনে জয়লক্ষ্মী কোন শিবিরের দিকে যায়, সেটাই দেখার। পঞ্চায়েতের পর যদি পুরসভাতেও ধাক্কা খায় বিজেপি ও শিন্ডে শিবির, তাহলে ধরে নিতেই হবে বিজেপি-শিন্ডে শিবিরের পক্ষে নেই মহারাষ্ট্রের মানুষ।

English summary
Congress and Shiv Sena’s Uddav Thackeray gets oxygen in Maharashtra to defeat BJP in Panchayat Election.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X