For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শিবসেনাকে সরকার গঠনের প্রস্তাব দেবে না কংগ্রেস-এনসিপি! সমাধান সূত্র অধরাই

দিল্লিতে মহাবৈঠকেও সমাধান সূ্ত্র মিলল না মহারাষ্ট্র বিধানসভার। সরকার গঠন নিয়ে কোনও নির্দিষ্ট রোডম্যাপ তৈরি করতে পারলেন না কংগ্রেস হাইকম্যান্ড সোনিয়া গান্ধী ও এনসিপি সুপ্রিমো শারদ পাওয়ার।

  • |
Google Oneindia Bengali News

দিল্লিতে মহাবৈঠকেও সমাধান সূ্ত্র মিলল না মহারাষ্ট্র বিধানসভার। সরকার গঠন নিয়ে কোনও নির্দিষ্ট রোডম্যাপ তৈরি করতে পারলেন না কংগ্রেস হাইকম্যান্ড সোনিয়া গান্ধী ও এনসিপি সুপ্রিমো শারদ পাওয়ার। বৈঠকে ঠিক হল কংগ্রেস বা এনসিপি কেউই আগ বাড়িয়ে সরকার গঠনের প্রস্তাব দেবে না শিবসেনাকে।

শিবসেনাকে সরকার গঠনের প্রস্তাব দেবে না কংগ্রেস-এনসিপি

কংগ্রেস ও এনসিপি বিরোধী আসনে বসাকেই শ্রেয় বলে মনে করছে মহারাষ্রেুপ। কারণ মহারাষ্ট্রে এবার সংখ্যাগরিষ্ঠতা থেকে অনেক দূরে থমকে গিয়েছে তারা। তাই বিজেপির জোটসঙ্গীকে সমর্থন দিয়ে মহারাষ্ট্রের সিংহাসনে না বসানোই উচিত বলে মনে করছেন সোনিয়া গান্ধী বা শারদ পাওয়াররা।

তবে শিবসেনা যদি যেচে সমর্থন চায়, তখন পরিস্থিতি বিচার করে এগিয়ে আসা যেতে পারে। কিন্তু সেই মন্ত্রিসভায় না থাকায় শ্রেয় বলে ধারণা কংগ্রেস-এনসিপির। এদিন সোনিয়া গান্ধীর বাড়িতে বৈঠক হয় শারদ পাওয়ারের সঙ্গে। সেই বৈঠকেই সিদ্ধান্ত নেন দুই প্রবীণ নেতা ও নেত্রী।

এদিন ১০ জনপথে মূলত বৈঠক হয় কংগ্রেস ও এনসিপির ভবিষ্যৎ নিয়ে। সোনিয়ার সঙ্গে সে অর্থে সরকার গঠন নিয়ে কোন আলোচনা হয়নি বলে জানান শারদ পাওয়ার। দুই দলের ভবিষ্যৎ চলার পথ স্থির করতেই এই বৈঠক বলেই জানান তিনি। পাওয়ার বলেন, আমাদের কাছে উপযুক্ত সংখ্যা নেই। তাই আমরা সরকার গঠনের কথা ভাবছি না।

English summary
Congress and NCP will not give proposal to Shiv Sena to build government in Maharashtra. Sonia Gandhi and Sharad Power decide in a meeting at 10 Janpath,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X