For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে দিল্লিতে আলোচনা! জোটের নীল নকশার খোঁজে দায়িত্ব সনিয়া ঘনিষ্ঠ নেতাকে

কংগ্রেস ও এনসিপির নেতারা দিল্লিতে মহারাষ্ট্রের সরকার গঠন নিয়ে আলোচনা করলেন। এনসিপি নেতা শারদ পাওয়ারের দিল্লির বাসভবনে এনিয়ে আলোচনা হয়। এদিনের বৈঠকে কংগ্রেসের তরফে উপস্থিত ছিলেন জয়রাম রমেশ।

  • |
Google Oneindia Bengali News

কংগ্রেস ও এনসিপির নেতারা দিল্লিতে মহারাষ্ট্রের সরকার গঠন নিয়ে আলোচনা করলেন। এনসিপি নেতা শারদ পাওয়ারের দিল্লির বাসভবনে এনিয়ে আলোচনা হয়। এদিনের বৈঠকে কংগ্রেসের তরফে উপস্থিত ছিলেন জয়রাম রমেশ। সূত্রের খবর অনুযায়ী, জোটের নীল নকশা ছকে ফেলতে জয়রাম রমেশকে দায়িত্ব দেওয়া হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, নিজেদের ইস্তেহারকে সামনে রেখেই তাদের অ্যাজেন্ড চূড়ান্ত করার পথে দুই দল।

মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে দিল্লিতে আলোচনা! জোটের নীল নকশার খোঁজে দায়িত্ব সনিয়া ঘনিষ্ঠ নেতাকে

বৈঠকে জয়রাম রমেশ ছাড়াও উপস্থিত ছিলেন আহমেদ প্যাটেল, মল্লিকার্জুন খার্গে, পৃথ্বীরাজ চৌহান, কেসি বেনুগোপাল, বালাসাহেব থোরাটের মতো নেতারা। অন্যদিকে এনসিপির তরফে বৈঠকে ছিলেন সুপ্রিয়া সুলে, অজিত পাওয়ার, জয়ন্ত পাটিল এবং নবাব নায়েক।

এর আগে বুধবারেই কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী মহারাষ্ট্রে শিবসেনার সঙ্গে জোটের ব্যাপারে ছাড়পত্র দেন বলে জানা গিয়েছে। তবে অন্য একটি সূত্রের খবর সোমবার শারদ পাওয়ারের সঙ্গে বৈঠকেই সনিয়া গান্ধী সম্মতিসূচক বার্তা দিয়েছিলেন।

শারদ পাওয়ার সেদিন বলেছিলেন, মহারাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি নিয়েই তাঁদের মধ্যে কথা হয়েছে। তিনি আরও বলেছিলেন, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে দুই দল, বাাকি সহযোগীদের সঙ্গে কথা বলবে বলেও জানিয়েছিলেন তিনি।

এখন কংগ্রেস এবং এনসিপির মধ্যে আলোচনা যদি সঠিক পথে এগোয়, তাহলে শিবসেনা, এনসিপি এবং কংগ্রেস জোট ডিসেম্বরের প্রথম সপ্তাহে সরকার গঠনের জন্য দাবি জানাবে।

English summary
Congress and NCP discuss common minimum programme blueprint in Delhi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X