For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কংগ্রেস-সিপিএম উভয়েই টিপ্রাকে চাইছে জোটে, বিধানসভা নির্বাচনের আগে জল মাপছেন প্রদ্যোৎ

কংগ্রেস-সিপিএম উভয়েই টিপ্রাকে চাইছে জোটে, বিধানসভা নির্বাচনের আগে জল মাপছেন প্রদ্যোৎ

  • |
Google Oneindia Bengali News

বামফ্রন্ট ও কংগ্রেস উভয়েই বিজেপিকে হারাতে ত্রিপুরায় এবার জোট করে লড়তে আগ্রহী। কংগ্রেস হাইকম্যান্ড ও সিপিএমের কেন্দ্রীয় নেতৃত্ব উভয়েই এ ব্যাপারে সম্মত। সম্মত প্রদেশ নেতারাও। এখন আবার উভয়েই চাইছে টিপ্রা তাঁদের জোটে থাকুক। কিন্তু টিপ্রা প্রধান বিধানসভা ভোটের আগে জল মাপছেন।

সিপিএম-কংগ্রেস জোটে টিপ্রাও!

সিপিএম-কংগ্রেস জোটে টিপ্রাও!

ত্রিপুরায় আসন্ন বিধানসভা নির্বাচনের আগে সিপিএমের সাধারণ সম্পাদক ত্রিপুরায় এসে বলে গিয়েছেন, বিজেপির সাম্প্রদায়িক রাজনীতি থেকে দেশকে মুক্ত করতে সবাইকে জোট বাঁধতে হবে। তিনি তাঁর ইঙ্গিতপূর্ণ বার্তায় বুঝিয়ে দেন, সিপিএম-কংগ্রেস এবার জোট বেঁধে লড়ুক। এমনকী তাঁরা চাইছেন টিপ্রামথাকেও।

টিপ্রার সঙ্গে চলতে আগ্রহী সিপিএমও

টিপ্রার সঙ্গে চলতে আগ্রহী সিপিএমও

কংগ্রেসও উৎসাহী টিপ্রাকে নিয়ে জোট করতে। সীতারাম এদিন বলে গিয়েছেন, বিজেপিতে হারাতে যা যা দরকার, সবকিছুই করতে হবে গণতান্ত্রিক পদ্ধতিতে। কংগ্রেসের হাত ধরতেও তাদের কোনও আপত্তি নেই। আপত্তি নেই টিপ্রার সঙ্গে চলতেও। আসনরফা করেই তারা লড়তে চান এবার ভোটে। তেমনই কংগ্রেস হাইকম্যান্ডও চাইছে তাঁদের জোটে টিপ্রাকে রাখতে।

টিপ্রাকেও জোটে আহ্বান কংগ্রেসের

টিপ্রাকেও জোটে আহ্বান কংগ্রেসের

টিপ্রা এবার গুরুত্বপূর্ণ ত্রিপুরার রাজনীতিতে। কেননা ত্রিপুরার আদিবাসী অধ্যুষিত এলাকায় এবার তাদের প্রভাব যথেষ্ট। তাই কংগ্রেস ও সিপিএম তাদের জোটে টিপ্রাকেও শামিল করার পক্ষপাতী। সম্প্রতি ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত এআইসিসি প্রতিনিধি দীপা দাশমুন্সি এবার বিজেপির বিরুদ্ধে সিপিএমের পাশাপাশি টিপ্রাকেও জোটে আহ্বান জানিয়েছেন।

জল মেপেই পা ফেলবেন প্রদ্যোৎ দেববর্মন

জল মেপেই পা ফেলবেন প্রদ্যোৎ দেববর্মন

কংগ্রেস ও সিপিএম উভয়পক্ষই যখন তাদের জোটে টিপ্রাকে চাইছেন তখন টিপ্রামথার সুপ্রিমো প্রদ্যোৎ বর্মন কী চাইছেন, তা জানা আবশ্যক। তিনি কিন্তু এখনও কোনও পক্ষে ঝোঁকেননি। তাঁর কাছে প্রস্তাব আছে তৃণমূল কংগ্রেসেরও। তিনি বিজেপি-বিরোধী এই লড়াইয়ে জল মেপেই পা ফেলবেন বলে রাজনৈতিক মহলের ধারণা।

প্রদ্যোৎ দেব বর্মনকে জোটে পেতে আগ্রহী

প্রদ্যোৎ দেব বর্মনকে জোটে পেতে আগ্রহী

প্রদ্যোৎ দেব বর্মন আদি কংগ্রেসি। তিনি কংগ্রেসের প্রদেশ সভাপতি ছিলেন। কংগ্রেস ছেড়ে বেরিয়ে তিনি টিপ্রামথা গড়ে তোলেন। ত্রিপুরার আদিবাসীদের মধ্যে তিনিই সবছথেকে জনপ্রিয় নেতা, তাতে কোনও সন্দেহ নেই। এই জনপ্রিয় নেতাকে এবার তাই জোটে পেতে আগ্রহী কংগ্রেস, সিপিএম, এমনকী তৃণমূলও।

কোনও ইঙ্গিত মেলেনি তৃণমূলকে নিয়ে

কোনও ইঙ্গিত মেলেনি তৃণমূলকে নিয়ে

বাংলার শাসকদল ত্রিপুরায় এবার ঘাঁটি গেড়েছে। তৃণমূলের সঙ্গে জোট নিয়ে আলোচনা চালাচ্ছেন প্রদ্যোৎ। আবার কংগ্রেস ও সিপিএম তাঁকে পেতে মরিয়া। জোটে তাঁর যোগদান নিশ্চিত হলেই ঘোষণা হয়ে যাবে। কিন্তু তৃণমূলকে এই জোটে শামিল করা হবে কি না, তা নিয়ে কোনও ইঙ্গিত এখনও কোনও তরফই মেলেনি।

টিপ্রা তবে আগ্রহী তৃণমূলকে নিয়ে

টিপ্রা তবে আগ্রহী তৃণমূলকে নিয়ে

তৃণমূল ত্রিপুরায় পা দিয়ে কংগ্রেসের ভোটেই ভাগ বসাচ্ছে। বিজেপিকে তারা এখনও সেভাবে ভাঙতে পারেনি। এই অবস্থায় তৃণমূলকে যদি বিরোধী জোটে শামিল করা যেত, তাহলে আক্ষরিক অর্থেই জোরদার হত জোট। কিন্তু তৃণমূলকে নিয়ে তেমন আগ্রহ দেখাচ্ছে না কংগ্রেস। সিপিএম তো নীতিগতভাবে আগ্রহ দেখাবে না। টিপ্রা তবে আগ্রহী তৃণমূলকে নিয়ে।

কংগ্রেসের সঙ্গে জোটে আগ্রহী সিপিএমও! ত্রিপুরায় 'অন্য’ সমীকরণের ইঙ্গিত সীতারাম ইয়েচুরির কংগ্রেসের সঙ্গে জোটে আগ্রহী সিপিএমও! ত্রিপুরায় 'অন্য’ সমীকরণের ইঙ্গিত সীতারাম ইয়েচুরির

English summary
Congress and CPM both want to Tipra in alliance for Tripura Assembly Election 2023
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X