For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দক্ষিণ ভারতে ‘অ্যাডভান্টেজ’ কংগ্রেসের, জনমত সমীক্ষার রিপোর্টে বাড়ছে বিজেপিও

আর তিন সপ্তাহ পরেই দেশে বসছে লোকসভা ভোটের আসর। তার আগে শেষ জনমত সমীক্ষায় উঠে এল স্পষ্ট ইঙ্গিত। ভোটের সম্ভাব্য ফলাফল জানাচ্ছে দেশ কার হাতে উঠতে চলেছে।

Google Oneindia Bengali News

আর তিন সপ্তাহ পরেই দেশে বসছে লোকসভা ভোটের আসর। তার আগে শেষ জনমত সমীক্ষায় উঠে এল স্পষ্ট ইঙ্গিত। ভোটের সম্ভাব্য ফলাফল জানাচ্ছে দেশ কার হাতে উঠতে চলেছে। দক্ষিণ ভারতের পাঁচ রাজ্যের সম্ভাব্য ফল কী হতে চলেছে, তার আভাস দিল টাইমস নাউয়ের ওপিনিয়ন পোল। দক্ষিণ ভারতেও বিজেপির পক্ষে আশার আলো বয়ে আনল এই জনমত সমীক্ষা। দক্ষিণ ভারতের পাঁচ রাজ্যে ১২৯টি আসনের মধ্যে ইউপিএ দখলে থাকতে পারে ৬৪টি আসন, এনডিএ পেতে পারে ২৩টি, আর অন্যান্যদের দখলে ৪২টি।

তামিলনাড়ু

তামিলনাড়ু

তামিলনাড়ু ৩৯টি আসনের মধ্যে এবার ইউপিএ অর্থাৎ কংগ্রেস জোট পেতে পারে ৩৪টি আসন। আর এনডিএ অর্থাৎ বিজেপি জোটের দখলে যেতে পারে পাঁচটি আসন। গতবার এই রাজ্যের ৩৯টি আসনই পেয়েছিল এআইএডিএমকে। ডিএমকে একটিও আসন পায়নি। এবার কংগ্রেসের সঙ্গে জোটে ডিএমকের দিকেই হাওয়া। ইউপিএ পাবে ৫২.২০ শতাংশ ভোট, এনডিএ ৩৭.২০ শতাংশ।

কেরল

কেরল

কেরলে মোট ২০টি আসন। টাইমস নাউয়ের সমীক্ষা অনুযায়ী এবার ইউডিএফ বা কংগ্রেস জোটের দখলে যাবে ১৬টি আসন। বামজোট পাবে তিনটি আসন, এনডিএ বা বিজেপি জোট পাবে একটি আসন। ভোট শেয়ারিংয়েও উন্নতি ঘটিয়ে কংগ্রেসের জোট পাবে ৪৫ শতাং, এনডিএ ২১.৭০ শতাংশ, বামফ্রন্ট ২৯.২০ শতাংশ। উল্লেখ্য, কেরলে কংগ্রেস জোট ২০১৪ সালে পেয়েছিল ১২টি আসন আর বামেরা পেয়েছিল ৮টি।

অন্ধ্রপ্রদেশ

অন্ধ্রপ্রদেশ

অন্ধ্রপ্রদেশের মোট আসন ২৫। টাইমস নাউয়ের সমীক্ষা অনুযায়ী ২৫টির মধ্যে এবার ইউপিএ বা এনডিএ একটি আসনও দখল করতে পারবে না। টিডিপি মাত্র তিনটি আসনে আটকে যেতে পারে। ওয়াইএসআর কংগ্রেস পেতে পারে ২২টি আসন। ভোট শতাংশের বিচারে ওয়াইএসআর কংগ্রেস পাবে ৪৮.৮ শতাংশ ভোট। আর টিডিপি পাবে ৩৮.৪ শতাংশ ভোট। উল্লেখ্য, এই রাজ্যে বিজেপি পেয়েছিল ২টি, এবার একটিও পাবে না। টিডিপি ১৫ থেকে কমে ৩, আর ওয়াইএসআর কংগ্রেস ৮ থেকে বেড়ে ২২ হবে।

তেলেঙ্গানা

তেলেঙ্গানা

তেলেঙ্গানায় ১৭টি আসনের মধ্যে ১৩টির দখল নেবে তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি। ইউপিএ পেতে পারে একটি আসন। আর এনডিএ পেতে পারে দুটি আসন। অন্যান্যরা পেতে পারে একটি আসন। তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি বা টিআরএস এবার একটি আসন বাড়াতে সক্ষম হবে। কংগ্রেস কমবে একটি আসন। আর বিজেপি বাড়বে একটি আসন।

[আরও পড়ুন: বাংলার দখল থাকবে তৃণমূলের হাতে, একইসঙ্গে বিরাট উত্থান বিজেপিরও, সমীক্ষায় আভাস][আরও পড়ুন: বাংলার দখল থাকবে তৃণমূলের হাতে, একইসঙ্গে বিরাট উত্থান বিজেপিরও, সমীক্ষায় আভাস]

কর্ণাটক

কর্ণাটক

কংগ্রেস-জেডিএসের কর্ণাটকেও এনডিএ জোটের পালে হাওয়া ভারী। টাইমল সাউয়ের সমীক্ষা অনুযায়ী ২৮টি আসন ভাগ করে নেবে ইউপিএ ও এনডিএ। এখানে ইউপিএ পাবে ১৩টি আসন। আর এনডিএ পাবে ১৫টি। গতবারের তুলনায় অবশ্য কংগ্রেস জোট এখানে বেশি আসন পাবে। দুটি আসন বাড়তে পারে কংগ্রেস জোটের। দুটি কমতে পারে বিজেপি জোটের।

[আরও পড়ুন: কারা জিতবে লোকসভা নির্বাচন! সাট্টা বাজারে কাদের পাল্লা ভারী জানেন কি ][আরও পড়ুন: কারা জিতবে লোকসভা নির্বাচন! সাট্টা বাজারে কাদের পাল্লা ভারী জানেন কি ]

English summary
Congress alliance is ahead of BJP in South India’s five states in Lok Sabha Election 2019. BJP rises in South India also, according to Times Now opinion poll,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X