For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পঞ্চায়েতের ফর্ম ধরে রাখতে ব্যর্থ বিজেপি! রাজস্থানের পৌর নির্বাচনে সমতা ফেরাল কংগ্রেস

Google Oneindia Bengali News

রাজস্থানের পঞ্চায়েত নির্বাচনে বিজেপির কাছে ধরাসায়ী হয়েছিল কংগ্রেস। তবে এবার সেরাজ্যের পৌরসভা নির্বাচনে ভালো ফলাফল কংগ্রেসের৷ রবিবার ৫০টি পৌরসভার ১৭৭৫টি ওয়ার্ডের ফল প্রকাশ করে রাজ্য নির্বাচন কমিশন৷ এর মধ্যে ৬২০টি ওয়ার্ডে জয়লাভ করেছে সে রাজ্যের শাসকদল কংগ্রেস৷ বিজেপি পেয়েছে ৫৪৮টি আসন৷ বাকি ৫৯৫টি আসনে জয়লাভ করেছেন নির্দল প্রার্থীরা৷

১২টি জেলায় পৌর নির্বাচন রাজস্থানে

১২টি জেলায় পৌর নির্বাচন রাজস্থানে

রাজ্য নির্বাচন কমিশনের মুখপাত্র জানিয়েছেন, রাজস্থানের ১২টি জেলায় পৌর নির্বাচন হয়েছে৷ মোট ১৭৭৫টি ওয়ার্ডের মধ্যে কংগ্রেস, বিজেপি, নির্দল ছাড়াও সাতটি আসনে জয়লাভ করেছে বহুজন সমাজবাদী পার্টি, দুইটি করে মোট চারটি আসন পেয়েছে সিপিএম ও সিপিআই(এম)৷ একটি আসনে জয়লাভ করেছে রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি (আরএলপি)৷

চেয়ারম্যান পদের জন্য ভোটগ্রহণ হবে ২০ ডিসেম্বর

চেয়ারম্যান পদের জন্য ভোটগ্রহণ হবে ২০ ডিসেম্বর

এই ৫০টি পৌরসভায় ২৬২২টি ভোটগ্রহণ কেন্দ্র তৈরি করা হয়েছিল। মোট ১৪.৩২ লক্ষ ভোটার ছিলেন। ভোটপ্রার্থী ছিলেন ৭২৪৯ জন। আজ ওই পৌরসভাগুলিতে চেয়ারম্যান নির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি করা হবে। চেয়ারম্যান পদের জন্য ভোটগ্রহণ হবে ২০ ডিসেম্বর৷ ২১ ডিসেম্বর ভাইস চেয়ারম্যান পদের জন্য ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

৩০টি পৌরসভায় জয়, দাবি কংগ্রেসের!

৩০টি পৌরসভায় জয়, দাবি কংগ্রেসের!

কংগ্রেসের দাবি, ৫০টি পৌর এলাকার মধ্যে ৪৩টি পৌরসভা ছাড়াও রয়েছে ৭টি পৌরনিগম। এগুলির মধ্যে ১৭টিতে কংগ্রেস স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পয়েছে। অপরদিকে তাদের দাবি, নির্দল প্রার্থীদের অধিকাংশ তাদের সমর্থন করবে। ৫০টির মধ্যে অন্তত পক্ষে ৩০টি পৌর এলাকায় বোর্ড গঠন করার দাবি করেছে কংগ্রেস।

পঞ্চায়েত নির্বাচনে পিছিয়ে পড়ে কংগ্রেস

পঞ্চায়েত নির্বাচনে পিছিয়ে পড়ে কংগ্রেস

এর আগে ঘোষিত হয়েছিল রাজস্থানের পঞ্চায়েত নির্বাচনের ফলাফল। দেখা যায়, রাজস্থানের পঞ্চায়েত সমিতিগুলিতে বিজেপি পেয়েছে ১৮৩৩টি আসন, যেখানে কংগ্রেসের ঝুলিতে ১৭১৩টি আসন। জেলা পরিষদে বিজেপি পেয়েছে ২৬৫টি আসন, কংগ্রেস পিছিয়ে রয়েছে ২০১টি আসন জিতে। মোট ২০টি জেলা পরিষদের মধ্যে ১২টিরে প্রধান বসাতে সক্ষম হয় বিজেপি। তবে সেই হারের পাল্টা জবাব দেওয়ার চেষ্টায় এবার কংগ্রেস ঘর সাজাচ্ছে।

<strong>মমতা 'শূদ্র', অবুঝ! 'বহিরাগত' আক্রমণের বদলে বাংলায় জাতপাতের রাজনীতি বিজেপির?</strong>মমতা 'শূদ্র', অবুঝ! 'বহিরাগত' আক্রমণের বদলে বাংলায় জাতপাতের রাজনীতি বিজেপির?

English summary
Congress ahead of BJP in Municipal elections in Rajasthan after fall back in Panchayat Election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X