For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্বাধীনতা দিবসে রাফাল চুক্তি নিয়ে কংগ্রেসের পাল্টা, পল্লবীকে উত্তর পূর্বার, দেখুন ভিডিও

রাফাল চুক্তি নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে বিজেপি। রাফালে চুক্তি নিয়ে এই ভিডিও-তে কংগ্রেসকে নিশানা করা হয়েছে।কংগ্রেসও পাল্টা সামনে নিয়ে এল এক ভিডিও। যেখানে রাফাল চুক্তিতে মোদীকে আক্রমণ করা হয়েছে।

Google Oneindia Bengali News

রাফাল চুক্তি নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে বিজেপি। এতে আবার অভিনয় করেছেন বিখ্যাত অভিনেত্রী পল্লবী জোশী। রাফালে চুক্তি নিয়ে এই ভিডিও-তে ভালোমতই কংগ্রেসকে নিশানা করা হয়েছে। যদিও, ভিডিও-র কোথাও কংগ্রেসের নাম নেওয়া হয়নি।

স্বাধীনতা দিবসে মোদীকে আক্রমণ কংগ্রেসের

ভিডিও-তে কংগ্রেসের আনা যাবতীয় অভিযোগকে নসাৎ করা হয়েছে। এমনকী নাম না করে রাহুল গান্ধীকেও কটাক্ষ করতে ছাড়া হয়নি এই ভিডিও-তে। এই ভিডিও নিয়ে রাজনৈতিক মহলে যথেষ্টই উত্তেজনা ছড়ায়। আর সেইই উত্তেজনার মধ্যেই যেন সার্জিকাল স্ট্রাইক চালালো কংগ্রেস। তারাও পাল্টা সামনে নিয়ে এল এক ভিডিও। যেখানে রাফাল চুক্তিকে হাতিয়ার করে কীভাবে দুর্নীতি হয়েছে তা তুলে ধরেছে কংগ্রেস।

এই ভিডিও-তে ছাড়া হয়নি নরেন্দ্র মোদীকেও। তাঁকে চৌকিদার, চা-ওয়ালা বলে উল্লেখ করা হয়েছে। কংগ্রেসের এই ভিডিও-কে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বহু মোদী সমর্থক টুইটারে ভিডিও- নিচেই রাহুলকে আক্রমণ করে টুইটও করেছেন। ছাড়া হয়নি কংগ্রেসের ভিডিও-তে সূত্রধারের ভূমিকা নেওয়া পূর্বা শর্মাকেও। অনেকেই তাঁকে কটাক্ষ করে টুইট করেছেন।

পূর্বা শর্মা শিক্ষা জীবনে টেরি ইউনিভার্সিটি থেকে এমবিএ ডিগ্রি লাভ করেছেন। ইন্ডিয়ান ওয়েল থেকে একাধিক জায়গায় কাজ করেছেন। বর্তমানে কংগ্রেসের আইটি সেলের সঙ্গে যুক্ত পূর্বা। সেখানে সোশ্যাল মিডিয়া ম্যানেজার এবং কমিউনিটি ম্যানেজার হিসাবে কাজ করছেন। এহেন পূর্বাকেই রাফাল চুক্তি নিয়ে তৈরি করা ভিডিও-তে মুখ বানিয়েছে কংগ্রেস। বিজেপি তাঁদের সদস্য তথা বিখ্যাত অভিনেত্রী পল্লবী জোশীকে যেমন মুখ বানিয়েছে কংগ্রেসকে আক্রমণ করতে, ঠিক একইভাবেই পল্লবীর পাল্টা মুখ হয়ে উঠেছেন পূর্বা।

(দেখুন বিজেপি-র সেই ভিডিও, ক্লিক করুন এখানে)(দেখুন বিজেপি-র সেই ভিডিও, ক্লিক করুন এখানে)

English summary
BJP has published a video on Rafale Deal and dismiss the allegations of Congress. Now Congress has brought a video in reply to attack Narendra Modi.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X