For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জঙ্গি ইকবাল মির্চির সঙ্গে লেনদেনে জড়িত সংস্থার কাছ থেকে কোটি টাকা অনুদান নেয় বিজেপি, দাবি কংগ্রসের

জঙ্গি ইকবাল মির্চির সঙ্গে লেনদেনে জড়িত সংস্থার কাছ থেকে কোটি টাকা অনুদান নেয় বিজেপি, দাবি কংগ্রসের

Google Oneindia Bengali News

বিজেপি কোটি টাকার অনুদান যে সংস্থার থেকে নিয়েছে, সেটি পরোক্ষভাবে ১৯৯৩ সালে মুম্বই বিস্ফোরণ কাণ্ডে জড়িত ইকবাল মির্চির সঙ্গে যুক্ত। বিজেপির বিরুদ্ধে এমনই অভিযোগ তুলল কংগ্রেস। তাদের দাবি, বিজেপি যে সংস্থার থেকে অনুদান নিয়েছে সেই সংস্থাটি ইকবাল মির্চির থেকে সম্পত্তি কেনে, তার প্রমাণও রয়েছে ইডির কাছে। কংগ্রেসের কাছে এটা বিশ্বাসঘাতকতার সমান।

জঙ্গি ইকবাল মির্চির সঙ্গে লেনদেনে জড়িত সংস্থার কাছ থেকে কোটি টাকা অনুদান নেয় বিজেপি, দাবি কংগ্রসের


কংগ্রেসের প্রধান মুখপাত্র রণদীপ সূরযেওয়ালা সংবাদমাধ্যমের এক রিপোর্ট পেশ করে দাবি করেন যে, বিজেপি বড় অঙ্কের অনুদান যে সংস্থার থেকে নিয়েছে, সেই সংস্থাটির বিরুদ্ধে ইডি প্রমাণ পেয়েছে যে সেটি প্রয়াত ইকবাল মির্চির সঙ্গে লেনদেন ও সম্পত্তি কেনাবেচার সঙ্গে যুক্ত ছিল। কংগ্রেসকে সমর্থন করে সিপিএমও বিজেপিকে তুলোধনা করতে ছাড়ে না। তারা বলে যে এটা ফাঁস হয়ে গিয়েছে। যদিও এই অভিযোগ নিয়ে বিজেপির পক্ষ থেকে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

প্রসঙ্গত, বিজেপির এই অনুদানের বিষয়টি প্রকাশ্যে নিয়ে আসে জাতীয় স্তরের এক নিউজ পোর্টাল। রিপোর্টে বলা হয়েছে যে, ২০১৪–১৫ সালে বিজেপি ওই সংস্থার থেকে ১০ কোটি টাকা নেয়। সংস্থাটি মৃত ইকবাল মেমন ওরফে ইকবাল মির্চির সঙ্গে অর্থ লেনদেন ও সম্পত্তি কেনাবেচার সঙ্গে জড়িত ছিল। ইকবাল মির্চিকে সকলের কাছে দাউদ ঘনিষ্ঠ বলে পরিচিত। কংগ্রেস নেতা রণদীপ সূরজেওয়লা টুইট করে বলেন, '‌বিজেপির অনুদানের গল্প মারাত্মক হয়ে উঠেছে, নির্বাচন দুর্নীতি থেকে শুরু করে জঙ্গি সহায়তা করা অভিযুক্তের কাছ থেকে অনুদান নেওয়া। দাউদ ঘনিষ্ঠ এবং ইকবাল মির্চির থেকে সম্পত্তি কিনেছে এমন সংস্থার থেকে বিজেপি কেন অনুদান নিয়েছে?‌‌’‌

কংগ্রেসের পক্ষ থেকে এ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপি সভাপতি অমিত শাহের কাছ থেকে জবাব চাওয়া হয়েছে। জঙ্গি তকমা পাওয়া মির্চি তিনটি সংস্থার সঙ্গে সরাসরি যুক্ত, যারা বিজেপিকে নির্বাচন বন্ড স্কিমের মাধ্যমে অর্থ দিয়েছে। কংগ্রেসের পক্ষ থেকে টুইট করে বলা হয়েছে যে বিজেপি মিথ্যার কারখানা। দলের দুই প্রধানকে এ বিষয়ে উত্তর দিতেই হবে।

English summary
congress accused bjp for took money from firm linked to iqbal mirchi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X