For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়া গান্ধীকে তৃতীয় দিন জেরা, প্রতিবাদে আটক ৬৬ সাংসদ

ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়া গান্ধীকে তৃতীয় দিন জেরা, প্রতিবাদে আটক ৬৬ সাংসদ

  • |
Google Oneindia Bengali News

ন্যাশনাল হেরাল্ড মামলায় ইডি তৃতীয় দিনের সোনিয়া গান্ধীকে জিজ্ঞাসাবাদ করার ফের উত্তাল হয়ে উঠল রাজধানী। দিল্লিতে কংগ্রেস সাংসদ-নেতারা সত্যাগ্রহে বসলেন। কংগ্রেসের সদর কার্যালয়ের সামনে দফায় দফায় বিক্ষোভ চলে। প্রতিহাদ মিছিলও বের হয়। এরপরই কংগ্রেসের বিক্ষোভ ঠেকাতে ৬৬ জন কংগ্রেস সাংসদকে আটক করা হয়। আটক করা কংগ্রেসের অন্যতম মুখ শচীন পাইলটকেও।

কংগ্রেস কার্যালয়ের বাইরে বিক্ষোভ অবস্থান

কংগ্রেস কার্যালয়ের বাইরে বিক্ষোভ অবস্থান

কংগ্রেসের সভানেত্রীকে গত বৃহস্পতিবার প্রথম জেরা করা হয়েছিল ন্যাশনাল হেরাল্ড মামলায়। তারপর ফের মঙ্গলবার তাঁকে জেরা করা হয় ৬ ঘণ্টা। বুধবার ফের তলব করা হয়েছিল কংগ্রেস সভানেত্রী সেনিয়া গান্ধীকে। এদিন যথারীতি মেয়ে প্রিয়াঙ্কাকে নিয়ে তিনি ইজির দফতরে হাজিরা দেন। তারপরই শুরু হয় জেরা। এদিকে সোনিয়া গান্ধীকে জেরা চলাকালীন কংগ্রেস কার্যালয়ের বাইরে বিক্ষোভ অবস্থান শুরু হয় সাংসদ-নেতাদের।

কংগ্রেসের সত্যাগ্রহ থেকে ৬৬ জন সাংসদ আটক

কংগ্রেসের সত্যাগ্রহ থেকে ৬৬ জন সাংসদ আটক

কংগ্রেস সভানেত্রীকে অনৈতিকভাবে দেরা করা হচ্ছে। তার প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করায় মঙ্গলবার রাহুল গান্ধীকে আটক করা হয়েছিল। এদিন কংগ্রেসের সত্যাগ্রহ থেকে ৬৬ জন সাংসদকে আটক করা হয়। আটক করা হয় শচীন পাইলটকে। কংগ্রেস সাংসদরা সংসদ ভবন থেক মিছিল শুরু করেছিলেন, তখন দিল্লির বিজয়চকে বাধা দেয় পুলিশ। পুলিশ ও কংগ্রেস সাংসদদের মধ্যে বচসা বাধে। পুলিশরে সঙ্গে খণ্ডযুদ্ধ শুরু হয়ে যায়। বেশ কয়েকজন কংগ্রেস নেতা আহত হয়েছেন। কয়েকজন নেতার রক্তক্ষরণও হয়।

মহিলা কংগ্রেসের কর্মীদের আটক আকবর রোড থেকে

মহিলা কংগ্রেসের কর্মীদের আটক আকবর রোড থেকে

এদিন আকবর রোডে এআইসিসি অফিসের বাইরে ধর্নায় বসেছিল মহিলা কংগ্রেস। মহিলা কংগ্রেসের কর্মীদের আটক করা হয়। পুলিশ কর্মীরা তাঁদের টেনে-হিঁচড়ে বাসে তোলে। ৬৬ কংগ্রেস সাসংদকে আটক করে কোনও অজানা স্থানে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ। সাংসদ মানিকম ঠাকুর জানান, তাঁরা বিজয়চকে শান্তিপূর্ণ অবস্থান করছিলেন। সেখানে পুলিশ গিয়ে উত্তেজনা ছড়ায়। তাঁদের বাধা দেয়।

আটক শচীন পাইলট, প্রতিবাদে মহিলা কর্মীদের ভজন

আটক শচীন পাইলট, প্রতিবাদে মহিলা কর্মীদের ভজন

এই ঘটনায় আটক করা হয়েছে কংগ্রেস বিধায়ক তথা কংগ্রেসের অন্যতম মুখ শচীন পাইলটকে। তিনি আটক হওয়ার পর বলেন, এভাবে আমাদের দমন করা যাবে না। আমাদের শান্তিপূর্ণ প্রতিবাদ চলবে। মহিলা কংগ্রেস কর্মীরা দলীয় সদর দফতরের বাইরে প্রতিবাদে বসে ভজন গাইতে শুরু করেন।

রাহুলকে পাঁচ দিন ধরে ৫৪ ঘণ্টা, তারপর সোনিয়া

রাহুলকে পাঁচ দিন ধরে ৫৪ ঘণ্টা, তারপর সোনিয়া

ইতিমধ্যে সোনিয়া গান্ধীকে আট ঘণ্টারও বেশি জেরা করা হয়ে গিয়েছে। প্রায় ৬৫-৭০টি প্রশ্নের মুখোমুখি হয়েছেন এবং যথাযথ উত্তরও দিয়েছেন। ইডি আরও ৩০-৪০টি প্রশ্নের বুধবার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কংগ্রেস হুঁশিয়ারি দিয়েছে আবারও সোনিয়া গান্ধীকে গ্রেফতার করা হলে আদালতে যাবে তারা। একজন ৭৫ বছরের অসুস্থ মহিলাকে আমানবিকভাবে অনৈতিকভাবে ডাকা হচ্ছে বারবার। উল্লেখ্য, ন্যাশনাল হেরাল্ড মামলায় এর আগে রাহুল গান্ধীকে পাঁচ দিন ধরে ৫৪ ঘণ্টা জেরা করা হয়।

এবার আসল 'খেলা হচ্ছে'! ছবি দিয়ে 'মুখেন মারিতং জগৎ' অভিষেককে বিঁধলেন শুভেন্দু এবার আসল 'খেলা হচ্ছে'! ছবি দিয়ে 'মুখেন মারিতং জগৎ' অভিষেককে বিঁধলেন শুভেন্দু

English summary
Congress 66 MPs are detained due to protest of ED questing to Sonia Gandhi during three days in Delhi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X