For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভোটের বিজ্ঞাপনে ৯০০ কোটি টাকা খরচ করছে কং, বিজেপি

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

কংগ্রেস ও বিজেপি
মুম্বই, ২৮ জানুয়ারি: সব্বাই চাইছে জনগণকে মোহিত করতে। তাই লোকসভা ভোটের আগে বিজ্ঞাপনী প্রচারে বিপুল টাকা খরচ করতে চলেছে কংগ্রেস এবং বিজেপি। কর্পোরেট কায়দায় বিজ্ঞাপন বানানোর দায়িত্ব দেওয়া হচ্ছে পেশাদারি সংস্থাগুলিকে।

ওয়াকিবহাল মহলের খবর, বিজেপি ৪০০ কোটি টাকা খরচ করবে নিজেদের কথা তুলে ধরতে। এনডিএ আমলে দেশের কত উন্নতি হয়েছিল, নরেন্দ্র মোদী দিল্লির তখতে বসলে আরও কী কী উন্নয়নমূলক কাজ হবে, তার ফিরিস্তি দেওয়া হবে দেশজোড়া বিজ্ঞাপনগুলিতে। নরেন্দ্র মোদীর স্বপ্নালু চোখের ছবি থাকবে ঢাউস তাতে। শুধু ইংরেজি ও হিন্দিতে নয়, বিভিন্ন আঞ্চলিক ভাষাতেও বানানো হবে নির্বাচনী বিজ্ঞাপন। ম্যাককান ওয়ার্ল্ড গ্রুপ এবং কনট্র্যাক্ট অ্যাডভার্টাইজিং এজেন্সি এখন বরাত পাওয়ার দৌড়ে রয়েছে।

পিছিয়ে নেই কংগ্রেসও। তারা ৫০০ কোটি টাকা খরচ করবে বিজ্ঞাপনের পিছনে। কংগ্রেস নেতারা নিজেরাও বুঝতে পারছেন, লোকসভা ভোটে হারের সম্ভাবনা প্রবল। তবুও ইউপিএ সরকার গত পাঁচ বছরে কত ভালো ভালো কাজ করেছে, তার ফিরিস্তি থাকবে ঢাউস ঢাউস বিজ্ঞাপনে। বিজ্ঞাপনে ব্যবহার করা হবে সোনিয়া এবং রাহুল গান্ধীর হাসি মুখের ছবি।

প্রসঙ্গত, সিপিএম, তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি, বিজু জনতা দল ইত্যাদি আঞ্চলিক দলগুলিও নির্বাচনী বিজ্ঞাপন বানানোর দায়িত্ব দিচ্ছে পেশাদার সংস্থাগুলিকে। অনুমান, এদের সম্মিলিত খরচের পরিমাণ অন্তত ১১০০ কোটি টাকা। ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকে বিজ্ঞাপনগুলি পুরোদমে ব্যবহৃত হবে লোকসভা ভোটের প্রচারে।

English summary
Cong, BJP to spend Rs 900 crore for poll advertisements
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X