For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রথম দফার মনোনয়ন জমা শেষ! ঝাড়খণ্ডে এখনও জোট জটে বিদ্ধ বিজেপি

প্রথম দফার মনোনয়ন জমা শেষ হয়ে গেলেও, ঝাড়খণ্ডে এখনও জোট নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে বিজেপি।

  • |
Google Oneindia Bengali News

প্রথম দফার মনোনয়ন জমা শেষ হয়ে গেলেও, ঝাড়খণ্ডে এখনও জোট নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে বিজেপি। ১০ নভেম্বর আজসুর সঙ্গে সেই আলোচনা শুরু হয়েছিল। বুধবার প্রথম দফার মনোনয়ন জমা শেষ হয়েছে। কিন্তু দুপক্ষের কেউই ঐক্যমত্যে পৌঁছতে পারেননি বলেই জানা গিয়েছে।

আশাবাদী বিজেপি

আশাবাদী বিজেপি

মনোনয়ন জমা দেওয়ার পরও এতটাই অনিশ্চয়তা যে বিজেপি ঘোষণা করে দিয়েছে, লোহারডাগা আসন থেকে সুখদেও ভগত তাদের প্রার্থী হচ্ছেন। অন্যদিকে আজসু নীরু ভগতকে তাদের প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। বিজেপি চাইছে এই আসন থেকে আজসু তাদের প্রার্থী প্রত্যাহার করুক। বিজেপি সূত্রে খবর, দল আশাবাদী, য়দি দুদলের সমঝোতা হয়, তাহলে ওই আসন থেকে আজসু তাদের প্রার্থী নীরু ভগতকে প্রত্যাহার করে নেবে।

বিজেপি বিধায়কের দলবদল

বিজেপি বিধায়কের দলবদল

অন্যদিকে যেসব বিজেপি বিধায়কের নাম প্রথম তালিকায় আসেনি, তাদের জন্য দরজা খোলা রেখে দিয়েছে আজসু। মঙ্গলবার বিধানসভায় বিজেপির চিফ হুইপ এবং চাটারপুরের বিধায়ক রাধাকৃষ্ণ কিশোর আজসুতে যোগদান করেছেন।

দলত্যাগীদের লক্ষ্য আজসু

দলত্যাগীদের লক্ষ্য আজসু

শুধু মনোনয়ন না পাওয়া বিজেপি নেতারাই নন, জেএমএম এবং কংগ্রেস নেতাদের বিকল্প এখন আজসু। যদি তারা নির্দিষ্টদলের টিকিট না পান, তাহলে আজসুতে যাওয়ার সম্ভাবনা জিইয়ে রাখছেন।

একের পর এক নেতার আজসুতে যোগ

একের পর এক নেতার আজসুতে যোগ

মঙ্গলবার জেএমএম বিধায়ক বৈদনাথ ভগত আজসুতে যোগ দিয়েছেন। কংগ্রেসের প্রাক্তন রাজ্য সভাপতি প্রদীপ বালমুচচু আজসুর সভাপতি সুদেশ মাহাতর সঙ্গে দেখা করেছেন। পাশাপাশি ইঙ্গিত দিয়েছেন তিনি আজসুতে যোগ দিতে পারেন।

(ফাইল ছবি)

English summary
Confusion continues over BJP AJSU alliance in Jharkhand on the last day of filing of nomination for the 1st phase
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X