For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জল নিয়ে দ্বন্দ্ব! কংগ্রেস শাসিত রাজ্যে মর্মান্তিক মৃত্যু ১৫ টি বাঁদরের

জল নিয়ে বাঁদরদের দুটি গোষ্ঠীর বাঁদরদের মধ্যে দ্বন্দ্ব। আর তার জেরেই মৃত্যু হল কমপক্ষে ১৫ টি বানরের। ঘটনাটি মধ্যপ্রদেশের দিবস শহরের।

  • |
Google Oneindia Bengali News

জল নিয়ে বাঁদরদের দুটি গোষ্ঠীর বাঁদরদের মধ্যে দ্বন্দ্ব। আর তার জেরেই মৃত্যু হল কমপক্ষে ১৫ টি বানরের। ঘটনাটি মধ্যপ্রদেশের দিবস শহরের।
পুঞ্জাপুরা যোশী বাবা ফরেস্ট থেকে এই বাঁদরদের দেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় এক বালক ছাগল চড়াতে গিয়ে এই মৃত বাঁদরগুলিতে দেখতে পায়।

জল নিয়ে দ্বন্দ্ব! কংগ্রেস শাসিত রাজ্যে মর্মান্তিক মৃত্যু ১৫ টি বাঁদরের

এগিয়ে আসছে মৌসুমী বায়ু। কিন্তু তার আগে দেশ জুড়ে বেড়েছে উত্তাপ। কোনও কোনও জায়গায় চলছে তাপপ্রবাহ। তাপমাত্রা ছাড়িয়েছে ৫০ ডিগ্রি। শুধু মানুষের মধ্যে নয়, পশুদের মধ্যেও জল নিয়ে চলছে টানাটানি। রাজস্থানে পানীয় জলের ড্রামে তালা দিয়ে রাখার খবর দিন কয়েকআগেই সামনে এসেছে। এবার সামনে এল জলের অভাবে একদল বাঁদরের মৃত্যুর খবর।

মধ্যপ্রদেশের দিবস শহর থেকে প্রায় ৬৫ কিমি দূরে পুঞ্জাপুরা যোশী বাবা ফরেস্টে গৃহপালিত ছাগল নিয়ে গিয়েছিল এক বালক। সেখানে গিয়ে একের পর এক বাঁদরের দেহ দেখতে পায় সে। এরপরেই সে গ্রামে ফিরে এসে সবাইকে সেই ঘটনা সম্পর্কে জানায়। ওই বালকের খবরের ওপর ভিত্তি করে ফরেস্ট রেঞ্জারদের একটি দলকে সেখানে পাঠানো হয়। বাঁদরগুলির মৃত্যুর কারণ অনুসন্ধান শুরু হয়।

প্রথমে ৯ টি বাঁদরের দেহ মেলে বৃহস্পতিবার। একটি গুহার কাছে। শুক্রবার আরও ছটির দেহ মেলে। ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসার পিএন মিশ্র জানিয়েছেন, দফতরের তরফে সব ধরনের কারণ খতিয়ে দেখা হচ্ছে। এরমধ্যে রয়েছে, দুইদল বাঁদরের মধ্যে জল নিয়ে দ্বন্দ্বের তত্ত্বও।

ডিএফও জানিয়েছেন, এলাকায় বাঁদরদের পাঁচ থেকে ছটি গোষ্ঠী রয়েছে। কিন্তু সেখানে নদী শুকিয়ে গেলেওস কোনও কোনও জায়গায় সামান্য হলেও জল পাওয়া যাচ্ছে। একইসঙ্গে তিনি জানান, দলে যে বাঁদরটি সব থেকে বড়, সেই এলাকায় জলের দখল নিচ্ছে। সেই ছোটগুলিকে কিংবা অন্য গোষ্ঠীর বাঁদরদের জলের কাছে যেতে বাধা দিচ্ছে। ফলে গুহার কাছে বাঁদরগুলিকে পাওয়া যাচ্ছে।

এরই মধ্যে বাঁদরগুলির ময়নাতদন্ত করা হয়েছে। দেখা গিয়েছে হাইপোথার্মিয়া অর্থাৎ হিট স্ট্রোকে মৃত্যু হয়েছে তাদের। ফরেস্ট রেঞ্জারদের অপর একটি দলকে ফের ফরেস্টে পাঠানো হয় বাঁদর মৃত্যুর ফরেনসিক তদন্তের জন্য।

English summary
Conflict over water kills about 15 monkeys in MadhyaPradesh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X