For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা সংকটে অসমের আদিবাসীদের রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ে চলছে গবেষণা ? সত্যি জানুন

  • |
Google Oneindia Bengali News

সম্প্রতি আদিবাসীদের উপর করোনা সংক্রমণ নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ভাইরাল হতে দেখা যায়। একটি টুইট পোস্টে দেখা যায় সেখানে লেখা এখনও পর্যন্ত কোনও আদিবাসী অসমীয়ার শরীরে করোনা সংক্রমণের ঘটনা দেখা যায়নি।

অসমের আদিবাসীদের রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ে কোনও গবেষণা হচ্ছেনা


পাশাপাশি টুইটটিতে আরও বলা হয়েছে, ভারতীয় মেডিকেল রিসার্চ কাউন্সিল বা আইসিএমআর আদিবাসী অসমীয়া মানুষদের রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ে গবেষণা চালাতে পারে। যদিও এরপরেই জাতিগত ভাবে বৈষম্যমূলক আচরণের অভিযোগ উঠতেও শুরু করে। যদিও এই তথ্যকে জাল বলে চিহ্নত করেছে প্রেস ইনফর্মেশন ব্যুরো।

অন্যদিকে অভিযোগ ওঠার পরেই নড়েচড়ে বসে আইসিএমআরও। আইসিএমআরের ডিজি প্রফেসর বলরাম ভর্বাভা পুরো দাবিটিকেই ভিত্তিহীন বলে নাকচ করে দেন। তিনি সাফ জানিয়ে দেন এখনও পর্যন্ত এই বিষয় নিয়ে কোনও রূপ গবেষণা চালায়নি তারা। পাশাপাশি দেশের এই সংকটকালীন মুহূর্তে সৌভৃত্বের কথাও মনে করিয়ে দিতে দেখা যায় তাকে।

পাশাপাশি করোনার বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে প্রধাণমন্ত্রীর বৃহত্তর ঐক্যের ডাকে সাড়া দেওয়ারও আবেদন জানা তিনি। জাতি, ধর্ম, বর্ণ, ভাষা নির্বিশেষে একযোগে লড়াইয়ের কথাও বলে আইসিএমআর। পাশাপাশি এই কঠিন সময়ে ভুয়ো খবর সম্পর্কে বাকিদের সর্বদা সজাগ থাকার নির্দেশও দিতে দেখা যায় আইসিএমআরকে।

English summary
Carrying out an ICMR immunity analysis of any ethnic group linked to corona is absolutely a false news
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X