For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা ভীতিকে তোয়াক্কা না করেই নেমেছে পুণ্যার্থীদের ঢল, কুম্ভমেলাকে ঘিরে নতুন করে বাড়ছে আশঙ্কা

করোনা ভীতিকে তোয়াক্কা না করেই নেমেছে পুণ্যার্থীদের ঢল, কুম্ভমেলাকে ঘিরে নতুন করে বাড়ছে আশঙ্কা

  • |
Google Oneindia Bengali News

উদ্বেগ ছিলই। অবশেষে সেই আশঙ্কাকে সত্যি করে কুম্ভমেলাকে কেন্দ্র করে বাড়ছে ব্যাপক করোনা সংক্রমণের সম্ভাবনা। এদিকে করোনার ক্রমবর্ধমান সংক্রমণ নিয়ে যখন গোটা দেশ উদ্বিগ্ন, উত্তরাখণ্ডের হরিদ্বারে কুম্ভ মেলায় ধরা পড়ল ভিন্ন চিত্র। সামাজিক দূরত্বের পালন তো দূর অস্ত বহু পুণ্যার্থীর মুখে মাস্ক পর্যন্ত নেই বলে দেখা যাচ্ছে।

সোমবারই শুরু শাহি স্নান

সোমবারই শুরু শাহি স্নান

এদিকে পরিস্থিতি আর কতটা ভয়াবহ হবে তা এর মধ্যেই বুঝতে পারা যাচ্ছে না। এই পরিস্থিতির মধ্যে কুম্ভমেলার অনুমতি নিয়েও উঠছে প্রশ্ন। দিল্লি, মহারাষ্ট্র, পাঞ্জাব এমনকী উত্তরপ্রদেশও যেখানে ধর্মীয় স্থানে জমায়েত আপাতত নিষিদ্ধ ঘোষণা করেছে, সেখানে রবিবার সন্ধ্যায় হরিদ্বারে কমপক্ষে এক লক্ষ মানুষের জমায়েত হয়েছে। এদিকে সোমবারই হরিদ্বারে শুরু হল প্রথম শাহী স্নান।

করোনা ভীতিকে তোয়াক্কা না করেই মানুষের ঢল নেমেছে হরিদ্বারের ঘাটগুলিতে

করোনা ভীতিকে তোয়াক্কা না করেই মানুষের ঢল নেমেছে হরিদ্বারের ঘাটগুলিতে

করোনা ভীতিকে তোয়াক্কা না করেই মানুষের ঢল নেমেছে হরিদ্বারের ঘাটগুলোতে। ভোর থেকেই শুরু হয়ে পুণ্য স্নান। যখন দেশে করোনা সংক্রমণ বিদ্যুতের গতিতে বাড়ছে তখন কুম্ভমেলার ভিড় চিন্তার ভাঁজ ফেলেছে স্বাস্থ্য আধিকারিকদের। এদিকে প্রতি ১২ বছর অন্তর কুম্ভমেলা হয়। লক্ষ লক্ষ পুণ্যার্থী শাহি স্নানের জন্য আসেন হরিদ্বারে। কিন্তু এ বারের কুম্ভমেলা মধ্যে হচ্ছে করোনা ভয়কে মাথায় নিয়েই।

 সংক্রমণ বেড়েছে ১০০ শতাংশ

সংক্রমণ বেড়েছে ১০০ শতাংশ

অন্যদিকে পরিসংখ্যান বলছে হরিদ্বারে গত ২৪ ঘণ্টায় ৩৬৮ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। শহরের সক্রিয় রোগীর সংখ্যা এবং দৈনিক সংক্রমণ এক সপ্তাহের মধ্যে ১০০ শতাংশ বেড়েছে। আর এই উদ্বেগের কথা মাথা রেখেই শাহী স্নানকে ঘিরে হরিদ্বারের বিভিন্ন ঘাটে মাইকিং করা হচ্ছে। করোনাবিধি পালন করার জন্য। মাস্ক পরা, শারীরিক দূরত্ববিধি মেনে চলার কথা বলা হচ্ছে। কিন্তু তাতেও যে কারও ভ্রুক্ষেপ নেই তা বর্তমান চিত্র থেকেই পরিষ্কার।

 কোন কোন ঘাটে চলছে শাহি স্নান ?

কোন কোন ঘাটে চলছে শাহি স্নান ?

প্রতি ১২ বছর পর চারটে পবিত্র তীর্থক্ষেত্র হরিদ্বার, নাসিক, এলাহাবাদ (‌এখন প্রয়াগরাজ)‌ ও উজ্জ্বয়িনী এই চারটে জায়গার মধ্যে একটি তীর্থস্থানে কুম্ভ মেলা হয়। যদিও এবার ১১ বছরের মাথাতেই হচ্ছে এই কুম্ভ মেলা। এমতাবস্থায় মেলার দায়িত্বে থাকা পুলিশ আধিকারিকেরাও স্পষ্ট ভাষায় জানাচ্ছেন ভিড় নিয়ন্ত্রণ করা তাদের কাছে এখন সব থেকে বড় চ্যালেঞ্জ।

করোনা আবহে কুম্ভে দ্বিতীয় '‌শাহি স্নান’‌, অতিরিক্ত ভিড়ে সামাজিক দুরত্ব মানা সম্ভব নয়, স্বীকার আইজিরকরোনা আবহে কুম্ভে দ্বিতীয় '‌শাহি স্নান’‌, অতিরিক্ত ভিড়ে সামাজিক দুরত্ব মানা সম্ভব নয়, স্বীকার আইজির

English summary
Shahi bath without paying attention to Corona rules, fears are growing again around Kumbh Mela
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X