For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ধীরে ধীরে সংক্রমণ কাটিয়ে সুস্থ হচ্ছে দিল্লি-মুম্বই! ওমিক্রনে বিদ্ধ মহারাষ্ট্রকে ঘিরে উদ্বেগ চিকিৎসকদের

আতঙ্কের মধ্যেই স্বস্তির খবর! মহারাষ্ট্রে করোনা সংক্রমণ (Maharashtra Corona) রবিবারের তুলনায় আজ অনেকটাই কমেছে। গত ২৪ ঘন্টায় সে রাজ্যে ৩১ হাজার ১১১ জন নতুন করোনা আক্রান্ত হয়েছেন। শুধু তাই নয়, করোনায় মৃতের সংখ্যা আজ সোমবার

  • |
Google Oneindia Bengali News

আতঙ্কের মধ্যেই স্বস্তির খবর! মহারাষ্ট্রে করোনা সংক্রমণ (Maharashtra Corona) রবিবারের তুলনায় আজ অনেকটাই কমেছে। গত ২৪ ঘন্টায় সে রাজ্যে ৩১ হাজার ১১১ জন নতুন করোনা আক্রান্ত হয়েছেন। শুধু তাই নয়, করোনায় মৃতের সংখ্যা আজ সোমবার ২৪ জন। তবে সে রাজ্যে এখনও পর্যন্ত ২,৬৭,৩৩৪ জন অ্যাক্টিভ করোনা আক্রান্তের সংখ্যা।

ওমিক্রনে বিদ্ধ মহারাষ্ট্রকে ঘিরে উদ্বেগ চিকিৎসকদের

তবে স্বস্তির খবর এটাই যে গত ২৪ ঘন্টায় মহারাষ্ট্রে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ২৯ হাজার ০৯২ জন।

রবিবারের তুলনায় মহারাষ্ট্রে করোনা সংক্রমণের সংখ্যা কমলেও ওমিক্রন নিয়ে ক্রমশ বাড়ছে উদ্বেগ। গত ২৪ ঘন্টায় সে রাজ্যে নতুন করে ১২২ জনের শরীরে করোনার নয়া এই ভ্যারিয়েন্ট দেখা গিয়েছে। আর সেখানে দাঁড়িয়ে মহারাষ্ট্রে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা ১৮৬০ হয়ে গিয়েছে। ফলে করোনার নয়া এই ভ্যারিয়েন্টকে নিয়ে ক্রমশ উদ্বেগ বাড়ছে চিকিৎসকদের মধ্যে। তাঁদের মতে উপসর্গ মৃদু হলেও ব্যাপক ভাবে নয়া এই ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ছে।

রবিবার মহারাষ্ট্রে করোনা সংক্রমণের সংখ্যা ৪১ হাজার পার হয়ে গিয়েছিল। শুধু তাই নয়, প্রায় ২৯ জন মানুষের মৃত্যু হয়। কিন্তু সোমবার সংক্রমণের ছবিটা অনেকটাই বদলে গিয়েছে। সংক্রমণ এবং মৃত্যু দুটি ক্ষেত্রেই অনেকটাই কমেছে সংখ্যা। এক ধাক্কায় প্রায় ১০ হাজার সংক্রমণ কম। যা আশার আলো দেখছেন চিকিৎসকরা। এমনকি বাণিজ্য নগরি মুম্বইতেও লাগাতার করোনা সংক্রমণ কমছে। গত ২৪ ঘন্টায় সে শহরে করোনা আক্রান্ত হয়েছেন মাত্র পাঁচ হাজার ৯৫৬ জন। তাহলে কি থার্ড ওয়েভের শক্তি কমতে চলেছে সে শহরে? এমনটাই বলছেন চিকিৎসকদের একাংশ।

অন্যদিকে দিল্লিতেও কার্যত ছবিটা এক। ধীরে ধীরে কমতে শুরু করেছে দিল্লির করোনা সংক্রমণ। আগামিদিনে এই সংক্রমণ আরও কমবে বলেই আশাবাদী দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দর জৈন। গত চারদিন ধরে রাজধানিতে কমছে করোনার সংক্রমণ। গত ২৪ ঘন্টায় সে রাজ্যে ১২ হাজার ৫২৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে মাত্র ২৪ জনের। পজিটিভিটি রেটও ক্রমশ কমতে শুরু করেছে। এই মুহূর্তে দিল্লিতে পজিটিভিটি রেট মাত্র 27.99 শতাংশ। রবিবারের তুলনায় আজ প্রায় ছয় হাজার কমেছে করোনা সংক্রমণের সংখ্যা। রবিবারের তুলনায় আজ সোমবার মৃতের সংখ্যাও অনেক কম।

অন্যদিকে আজ দিল্লিতে করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন ১৮ হাজার ৩৪০ জন। অন্যদিকে আজ পশ্চিমবঙ্গেও কমেছে করোনা সংক্রমণের হার। দীর্ঘদিন পর ১০ হাজারের নীচে নেমেছে সংক্রমণ। আর এই অবস্থা দেখেই চিকিৎসকরা বলছেন, সম্ভবত দেশে থার্ড ওয়েভের ধাক্কা কাটিয়ে উঠছে। যদিও এই সময়ে করোনা বিধিকে অমান্য করা মানে বিপদ ডেকে আনা বলেই দাবি।

English summary
Concern for Maharashtra as omicron cases increased, covid cases decreased in Delhi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X