For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাহুলের বিরুদ্ধে কংগ্রেসেরই নামী নেতার ছেলে প্রার্থী! আমেঠিতে কী ঘটেছে 'হাত' শিবিরে

আমেঠিতে ভোটের দামামা বাজতেই রীতিমত তপ্ত নির্বাচনী ময়দান। বহুকাল ধরেই আমেঠি কংগ্রেসের পোক্ত দূর্গ । আরও স্পষ্ট করে বললে, গান্ধী পরিবারকে এই আমেঠি কখনও সেভাবে হতাশ করেনি।

  • |
Google Oneindia Bengali News

আমেঠিতে ভোটের দামামা বাজতেই রীতিমত তপ্ত নির্বাচনী ময়দান। বহুকাল ধরেই আমেঠি কংগ্রেসের পোক্ত দূর্গ । আরও স্পষ্ট করে বললে, গান্ধী পরিবারকে এই আমেঠি কখনও সেভাবে হতাশ করেনি। সঞ্জয় থেকে রাজীব গান্ধী তথা সনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী বরাবর এখান থেকে জিতে এসেছে। এবার সেই আমেঠির মতো পোক্ত কংগ্রেস দূর্গেই ভাঙনের ইঙ্গিত!

আমেঠিতে কংগ্রেসের বিদ্রোহী নেতা!

আমেঠিতে কংগ্রেসের বিদ্রোহী নেতা!

এলাকার দাপুটে কংগ্রেস নেতা হাজি সুলতান খান । যিনি প্রধানমন্ত্রী পদের জন্য রাজীব গান্ধীর নাম প্রস্তাব করেছিলেন। এর আগে, উইপিএ চেয়ারপার্সন পদটির জন্য সোনিয়া গান্ধীর নামও প্রস্তাব করেন। এককালে গান্ধী পরিবারের অত্যন্ত বড় পৃষ্ঠপোষক ও কংগ্রেস নেতা হিসাবে পরিচিত হাজি সুলতান খানের ছেলে হাজি হারুন রাশিদ এবার গান্ধী পরিবারের সদস্য তথা কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর বিরুদ্ধে প্রার্থী হিসাবে ভোট ময়দানে নামতে চলেছেন। আর তার কারণ হিসাবে সুলতানের দাবি, তাঁরা ক্রমাগতভাবে কংগ্রেস পার্টিতে 'সাইডলাইন' হয়ে যাচ্ছেন। শুধু তাই নয়, কংগ্রেস নেতা সুলতান খানের দাবি, এলাকার গোটা সম্প্রদায় ধীরে ধীরে রাহুলের বিরুদ্ধে চলে গিয়েছে।

[আরও পড়ুন: আদবাণীর পর এবার যোশী! ভবিষ্যৎ সিদ্ধান্ত জানিয়ে দিল দল ][আরও পড়ুন: আদবাণীর পর এবার যোশী! ভবিষ্যৎ সিদ্ধান্ত জানিয়ে দিল দল ]

ক্ষোভ কংগ্রেস নেতার

ক্ষোভ কংগ্রেস নেতার

কংগ্রেস এলাকার গোটা সম্প্রদায়ের দিকে নজর দেয়নি বলেও দাবি করেছেন সুলতান খান। এলাকার স্থানীয় কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধেও রীতিমত ক্ষুব্ধ সুলতানের পরিবার। রাশিদের দাবি এলাকায় কোনও রকমের উন্নয়ন হয়নি রাহুলের আমলে। সম্ভবত এবার নির্দল প্রার্থী হয়েই রাশিদের ছেলে সুলতান লড়তে চলেছেন রাহুলের বিরুদ্ধে।

[আরও পড়ুন:ফের ছাত্র বিক্ষোভে উত্তাল জেএনইউ! উপাচার্যের স্ত্রীকে আটকে রাখার অভিযোগ][আরও পড়ুন:ফের ছাত্র বিক্ষোভে উত্তাল জেএনইউ! উপাচার্যের স্ত্রীকে আটকে রাখার অভিযোগ]

ইতিহাস কী বলছে?

ইতিহাস কী বলছে?

প্রসঙ্গত, ১৯৮০ সাল থেকে আমেঠিতে বার বার জিতে এসেছেন গান্ধী পরিবারের সদস্যরা। এই প্রথম এই পরিবারের বিরুদ্ধে মুখ খুললেন এলাকার কংগ্রেসের কোনও নেতা। এমন পরিস্থিতিতে আমেঠির ভোট কোনদিকে যায়, সেদিকে নজর গোটা রাজনৈতিক মহলের।

[আরও পড়ুন: কংগ্রেসে যোগ দিচ্ছেন ঊর্মিলা! বিজেপির কোন তারকা প্রার্থীর বিরুদ্ধে লড়তে চলেছেন তিনি][আরও পড়ুন: কংগ্রেসে যোগ দিচ্ছেন ঊর্মিলা! বিজেপির কোন তারকা প্রার্থীর বিরুদ্ধে লড়তে চলেছেন তিনি]

English summary
Completely Neglected' Son of Congress Leader to Contest Against Rahul Gandhi in Amethi.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X