For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোন রাজ্যে কবে কবে ভোটগ্রহণ, একনজরে জানুন সম্পূর্ণ সূচি

লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গিয়েছে। আগামী ১১ এপ্রিল থেকে শুরু হবে সাত দফায় ভোটগ্রহণ।

  • |
Google Oneindia Bengali News

লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গিয়েছে। আগামী ১১ এপ্রিল থেকে শুরু হবে সাত দফায় ভোটগ্রহণ। পাঁচ বছর আগে ৯ দফায় ভোটগ্রহণ হয়েছিল। এবার তা কমিয়ে সাত দফা করা হয়েছে। তবে অন্যদিকে বাংলা, বিহারের মতো রাজ্যগুলিতে সাত দফায় ভোটগ্রহণ করা হচ্ছে। মোট ২২টি রাজ্যে এক দফায় ভোটগ্রহণ হবে। এবছর দেড় কোটি নতুন ভোটার যাদের বয়স ১৮-১৯ বছরের মধ্যে তাঁরা ভোট দেবেন। সবমিলিয়ে মোট ৯০ কোটি মানুষ এবছর লোকসভা নির্বাচনে নিজের ভোট দেওয়ার যোগ্যতা অর্জন করেছেন। একনজরে দেখে নেওয়া যাক, কোন রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে কবে কবে ও কত দফায় ভোটগ্রহণ হচ্ছে।

কোন রাজ্যে কবে কবে ভোটগ্রহণ, একনজরে জানুন সম্পূর্ণ সূচি

একনজরে রাজ্য ভেদে সারা দেশের সূচি

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ

এক দফায় ভোট ১১ এপ্রিল

অন্ধ্রপ্রদেশ

এক দফায় ভোট ১১ এপ্রিল

অরুণাচল প্রদেশ

এক দফায় ভোট ১১ এপ্রিল

অসম

তিন দফায় ভোট ১১, ১৮ ও ২৩ এপ্রিল

বিহার

সাত দফায় ভোট ১১, ১৮, ২৩, ২৯ এপ্রিল ও ৬, ১২, ১৯ মে

চণ্ডীগড়

এক দফায় ভোট ১৯ মে

ছত্তিশগড়

তিন দফায় ভোট ১১, ১৮ ও ২৩ এপ্রিল

দাদরা ও নগর হাভেলি

এক দফায় ভোট ২৩ এপ্রিল

দমন ও দিউ

এক দফায় ভোট ২৩ এপ্রিল

দিল্লি

এক দফায় ভোট ১২ মে

গোয়া

এক দফায় ভোট ২৩ এপ্রিল

গুজরাত

এক দফায় ভোট ২৩ এপ্রিল

হরিয়ানা

এক দফায় ভোট ১২ মে

হিমাচল প্রদেশ

এক দফায় ভোট ১৯ মে

জম্মু ও কাশ্মীর

পাঁচ দফায় ভোট ১১, ১৮, ২৩, ২৯ এপ্রিল ও ৬ মে

ঝাড়খণ্ড

চার দফায় ভোট ২৯ এপ্রিল ও ৬, ১২ ও ১৯ মে

কর্ণাটক

দুই দফায় ভোট ১৮ ও ২৩ এপ্রিল

কেরল

এক দফায় ভোট ২৩ এপ্রিল

লাক্ষাদ্বীপ

এক দফায় ভোট ১১ এপ্রিল

মধ্যপ্রদেশ

চার দফায় ভোট ২৯ এপ্রিল ও ৬, ১২, ১৯ মে

মহারাষ্ট্র

চার দফায় ভোট ১১, ১৮, ২৩ ও ২৯ এপ্রিল

মণিপুর

দুই দফায় ভোট ১১ ও ১৮ এপ্রিল

মেঘালয়

এক দফায় ভোট ১১ এপ্রিল

মিজোরাম

এক দফায় ভোট ১১ এপ্রিল

নাগাল্যান্ড

এক দফায় ভোট ১১ এপ্রিল

ওড়িশা

চার দফায় ভোট ১১, ১৮, ২৩ ও ২৯ এপ্রিল

পণ্ডীচেরি

এক দফায় ভোট ১৮ এপ্রিল

পঞ্জাব

এক দফায় ভোট ১৯ মে

রাজস্থান

দুই দফায় ভোট ২৯ এপ্রিল ও ৬ মে

সিকিম

এক দফায় ভোট ১১ এপ্রিল

তামিলনাড়ু

এক দফায় ভোট ১৮ এপ্রিল

তেলাঙ্গানা

এক দফায় ভোট ১১ এপ্রিল

ত্রিপুরা

দুই দফায় ভোট ১১ ও ১৮ এপ্রিল

উত্তরপ্রদেশ

সাত দফায় ভোট ১১, ১৮, ২৩, ২৯ এপ্রিল ও ৬, ১২, ১৯ মে

উত্তরাখণ্ড

এক দফায় ভোট ১১ এপ্রিল

পশ্চিমবঙ্গ

সাত দফায় ভোট ১১, ১৮, ২৩, ২৯ এপ্রিল ও ৬, ১২, ১৯ মে

লোকসভা কেন্দ্র অনুযায়ী ভোটের দিন জেনে নিন একনজরে

English summary
Complete list of statewise voting dates after ECI announces dates for Lok Sabha Elections 2019
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X